কবির আর্তনাদ

কবির আর্তনাদ এ যেন প্রতিটি মানুষের বিবেক নাড়া দেয়া এক কলমের আঁচড়। কবির হৃদয়ের মাতম যেন সমগ্র জাতীর হৃদয়ের হাহাকার।

কবিরা সমাজ-সংসার, জাতী-জাতীয়তার প্রচার-প্রশারে, মানবতা-ধর্ম উন্নয়নের এক সচেতন বহুমুখী কর্মকার। তারা ঘুনে ধরা সমাজ ভাঙ্গে, উন্নততর সমাজ গড়ে, তারা অধর্মের প্রতিবাদ করে, ধর্মের সুশীতল বানী প্রচার করে। তারাই সমাজের বিবেক। আজ সেই কবির কথা মূল্যহীন, কবির বানী আজ ষ্টীম রোলারে পিষ্ট। কবি আজ নিঃস্ব, কবি সর্বশান্ত। তাই কবির আর্তনাদ ভেসে বেড়ায় আকাশে বাতাসে, সর্বত্র, সর্বখানে।

কবির আর্তনাদ
-শওকত আকবার

অসত্যের হুলিখেলায় মেতেছে জাতি,
সত্য কাঁদে গুমড়ে,
দাঁত কেলিয়ে হাসে শয়তান,
মানবতা রক্তাক্ত হয়-
তার বিষাক্ত কামড়ে।

আদম আমরা শ্রেষ্ট জাতি
ভুলে গেছি আজ,
শয়তান আমাদের শোষন করছে
চলছে তাহারি রাজ।

মানবের সুরতে আসলে আমরা
শয়তানেরি চেলা,
শয়তান আমাদের যেভাবে খেলায়
সেভাবেই করি খেলা।

বোধের কারিগর সুইসাইড করেছে
বহু বছর গত,
বোধহীন মনুষ্যকুল শয়তানের পায়ে
সেজদায় অবনত।

প্রেম প্রিতী ভালবাসা
ছেড়ে গেছে প্রিথিবি,
কবিতাও গিয়াছে বনবাসে তাই
মাথা ঠুকে যে কবি।

রাগ করোনা ওগো প্রভু
দেখিওনা তোমার জেদ,
তোমার কৃপার জল দিয়ে ধোও
আমাদের সকল ক্লেদ।

ক্ষমা চাহি তোমারি কাছে
দুহাত তুলিয়া তাই,
তুমি ছাড়া শান্তির সুধা
দেবারতো কেউ নাই।

কবির আর্তনাদ

কবির আর্তনাদ আজ শুনবার কেউ নাই। তাই কবির কবিতাও হারিয়ে গেছে অজানায়। অসত্যের অট্রহাসিতে ভয়ার্ত সমাজ, দেশ, জাতী। মানবতা, ধর্ম পলাতক। 

শওকতবিডি ই-ডকস্ - অফিস এখন আপনার হাতেইShowkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.




নেতা সমাচার

নেতা সমাচার : ইহা বর্তমান সময়ের একখানা প্রামান্য চিত্রই বটে। নেতা সমাচার, ইহা বড়ই এক কষ্টের বয়ান। কহিতে বড়ই লজ্জা লাগে- সমাজ, দেশ আজ নেতায় নেতায় সয়লাব। বড় নেতা, ছোট নেতা, মাঝারী নেতা, পাতলা নেতা, মোটা নেতা, সেচরা নেতা, লুইচ্যা নেতা, উঠতি নেতা, পাতি নেতায় আমার জন্মভূমি টই-টুম্বুর। গৃহে গৃহে নেতা, মহল্লায় মহল্লায় নেতা, পাড়ায় পাড়ায় নেতা, থানায় থানায় নেতা, জেলায় জেলায় নেতা, নেতা আর নেতা। রাষ্ট্রযন্ত্র পরিচালনায় যে সরকার, সেই ক্ষমতাশীন সরকারের দলীয় নেতায় আজ ভরিয়া গিয়াছে সমগ্র দেশ। মেগাসিটি হইতে আরম্ভ করিয়া প্রত্যন্ত পল্লীগৃহেও দাপড়ে বেড়াচ্ছে এইসকল নেতাদের প্রেতাত্না। গৃহ থেকে আরম্ভ করিয়া ফুটপাত, হাট-বাজার দখল করিয়া লইয়াছে এইসব নেতারা। নেতা ছাড়া আম-আদমী খুঁজিয়া পাওয়া আজ বড়ই দুস্কর।

দেশে কাক বেশি না নেতা বেশি
প্রশ্ন করা হলে-
নেতায় ভরে গেছে দেশ
জবাবে ছাত্র বলে

বুঝলে কিভাবে ব্যাখ্যা দাও
টিচার জানতে চান-
বলছি স্যার বুঝিয়ে, একটু দাড়ান

বাবা হলেন সভাপতি আমার মহল্লার,
মা আমার সেক্রেটারি,মহিলা সংস্থার,

বড় ভাই ছাত্র নেতা, চাচা ক্যাশিয়ার,
দাদার পদ উপদেষ্টা, দাদী প্রচার,
নানি আমার বন সম্পাদক, নানা পশু নেতা,
আমি দেখেন এই স্কুলের
সকল ছাত্রের মাথা।
আপনি আছেন প্রচার পদে শিক্ষক সমিতির,
হেড স্যার হলেন আহবায়ক সেই কমিটির,

ম্যাথ টিচার ম্যাথ সোসাইটির তথ্য সম্পাদক,
বোটানি ম্যাডাম নারী অধিকারে দিচ্ছেন হাক ডাক,
বানিয়েছেন নতুন দল ধর্ম স্যারকে নিয়ে
হুজুর আমার শেভ করেছেন সমাজ উন্নয়নে,
দপ্তরি ব্যাস্ত দপ্তর নিয়ে স্বাধীকার আন্দোলনে,
বুয়া দৌঁড়ায় বাড়ি বাড়ি বিধবার কল্যানে,
সাংগঠনিক সম্পাদক ঈমাম সাহেব
“ল্যান্ড মিডিয়া” দলে,
বেচা-বিক্রি জমি জমা
তার আদর্শের মুলে।

বুঝেচি বুঝেছি হয়েছে অনেক
একটু ক্ষেমা দে
নিজের কাছে লাগছে শরম
ঢেড় হয়েছে-

থামলে কি আর হবে স্যার
বলতে দেন না কিছু
নেতাগিড়ি বিশাল প্রতিভা
বাকি সবাই কচু-

আমার দেশের মাটি কনা
এতোটাই উর্বর,
নেতার সৃষ্টি হতেই থাকে
বছরের পর বছর।

– শওকত আকবার

বিশেষ দ্রষ্টব্য : ইহা কেবল একজন আবাল মুর্খের নিজস্ব দৃষ্টিভঙ্গিই বটে। মুর্খ তো আর নিজে কিছু করিবার মতোন ক্ষেমতা রাখেনা, তাই সাচ্ছন্দে পরনিন্দা করিয়া বেড়াইতেই মুর্খ ভালোবাসে। ইহাতে মুর্খকে আপনি ভৎসর্না করিলেও মুর্খের গায়ে কোনোরকম ফোশ্কা পড়িবেনা বা মুর্খেরও কোনোরুপ পরিবর্তনও ঘটিবেনা। কেননা মুর্খ সে-তো মুর্খই। ভালোমন্দ বুঝার মতোন জ্ঞান কি মুর্খ রাখে ? যদি তাই রাখিতো তাহা হইলে কি মুর্খ এইরুপ আন্ডাপচা কবিতা রচনা করিতো ?

নেতা সমাচার

শওকতবিডি ই-ডকস্ - অফিস এখন আপনার হাতেইShowkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.




খুনের হিসেব কড়ায় গন্ডায় শোধরাতে হয়

খুনের হিসেব কড়ায় গন্ডায় শোধরাতে হয়;  চিরসত্য কথা। কিয়ামত অব্দি মসনদ টিকাইয়া রাখিবার জন্য যুগে যুগে যেই সকল রাজা বাদশারাই মানব খুনে হাত রঙিন করিয়াছিলো, সকলকেই মসনদ লইয়া এই রক্ত স্রোতের অতলান্তে ভাসিয়া যাইতে হইয়াছে। কেহই এই খুনের ঋন শোধ না করিয়া ধরাধাম হইতে পলায়ন করিয়া যাইতে পারে নাই।

কোটা আন্দোলনে শত শত নিষ্পাপ ছেলে মেয়েদের  নৃশংসভাবে  বধ করিয়া রাষ্ট্রনায়ক শেখ হাসিনা অতীতের সেই কারবালার পুনরাবৃত্তি ঘটাইয়াছেন। তিনিও এই রক্তের হিসেব না মিলাইয়া কি পাড় পাইয়া যাবেন? অনাগত সময়ই এর উত্তর প্রদান করিবে..

খুনের হিসেব কড়ায় গন্ডায়
মিলাতে হয় একদিন,
ইতিহাস যার সাক্ষি-
রক্ত দিয়েই শোধরাতে হয়
মানব খুনের ঋন।

কোনো রাজাধিরাজ ভাংতে পারে নাই
এ রীতি কোনোকালে,
ওরে যালিম, বর্বর, পাপিষ্ট
মিলবেনা তোরও ছাড়
অজস্র কৌশলে।

মায়ের বক্ষ শুন্য করে
ছিনিয়ে নিলি সন্তান,
রক্তের হুলি খেলায়
কারবালার উতখান-

মুহাররম মাসে তুই
এজিদের রুপ ধরে,
ছিনিয়ে নিলি হাজারো প্রান
সিমারের মত করে।

হায় হাসিনা, হায় হাসিনা
জাতীয় বেইমান,
শত শত ফুলের কলি
করলিরে তুই খান খান।

গনতন্ত্র করলি বিলীন
স্বৈরাচারের রোলারে,
ধিক দিতেও লাজে মরি,
তর মতো এক পাপিরে।

ইবলিশের রাজ করেছিস কায়েম
ওরে ডাইনী, রাক্ষুসি,
কেয়ামত অব্দি ধরে রাখবি মসনদ?
ভাবছিস মিছেমিছি।

নমরদ, ফেরাউন, কত শত সাদ্দাত
রাখতে পারেনি রাজ টিকিয়ে
হয়েছে কুপোকাত।

শিঘ্রি হবে তোরো দিন শেষ
ঝড়াস যতই রক্ত,
উপরওয়ালা ছাড় দেয়, ছেড়ে দেয়না
এটাই চরম সত্য।

মাসুম ছেলে মেয়েদের খুনে রাংগালি
পিচ ঢালা রাজপথ,
এই রক্তেই ভাসবিও তুই
নির্বোধ, কম্বখত।

সব শহীদের আত্বা তোকে
গিলে খাবে শিঘ্রি,
রক্ষা করতে পারবেনা শোন্
আর্মি পুলুশ বিজিবি।

কই পালাবি, কোথায় যাবি
লুকাতে যাস পাতালপুরে,
জমদুত তোকে আনবে খুঁজে,
পাহারসম পাতাল ফুড়ে।

– মো: শওকত আকবার

অন্তরের ভেতরকার সকল ব্যাথা বেদনার কথাগুলো কাউকে না কাউকে খুলিয়া বলিতে হয়। ভেতরটা তখন স্বচ্ছ মেঘের মতো হালকা হইয়া যায়। আজ বহুদিন ধরিয়া আমার ভেতরটায় নির্মমভাবে বুলেটের আঘাতে মৃত মাসুম ছেলে মেয়েগুলোর জন্য প্রচন্ড রকম বেদনা উতরাইয়া উঠিতে ছিলো। প্রচন্ড কষ্টে আমি জর্জরিত হইতে ছিলাম। কিছুই তো করিতে পারি নাই তাহাদের জন্য। শত শত প্রান ঝড়িয়া গেলো চোখের সম্মুখে। খবরের কাগজে যাহা রিপোর্ট হইতো বা টেলিভিশনের পর্দায় যাহা ভাসিয়া উঠিতো তাহাই পরখ করিতাম, আর আফশোশ করিতাম।

একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে সরকার বরাবর আমারতো অনেক কিছুই চাহিবার থাকিতে পারে । চাহিতে গেলেই যে নির্মমতার স্বীকার হতে হবে তা কেনো? তাহা হইলে আর স্বাধীন রহিলাম কোথায়?

তাহা হইলে কি ভাবিয়া লইতে পারি, আমরা এখনো পরাধীন। কোনো অশূভ শক্তির কাছে আমরা জিম্মি? 

আফশোশ, যেই মহীয়সী নারী একদা বলিয়াছিলেন, স্বজন হারানো ব্যথা আমার থেকে আর কে বেশি বোঝে? সেই মহিয়সীর হুকুমে কিভাবে আজ আমরা স্বজন হারালাম? তিনি কিরুপে এমন এক জঘন্য হুকুমদাতা হইলেন- তাহা আজ ভাবিয়াও কূল কিনারা পাইনা।

তাহার দ্বারা এমন জঘন্যতম হুকুম কিভাবে আসিতে পারে? তিনি দেশকে ভালোবাসেন। দেশের মানুষকে ভালোবাসেন। সর্বদা দেশ নিয়ে যিনি চিন্তিত। সেই রাষ্ট্রনায়ক মুহুর্তে কাহাদের প্ররোচনায় বা কাহাদের দ্বারা প্রলুব্ধ হইয়া এমন জঘন্যতম কর্মকান্ড সাধন করিলেন-তাহা আমার মতো আজ ১৮কোটি বাঙ্গালীর হৃদয়ে ঘুরপাক খাচ্ছে।

 




ঘুনে ধরা বাংলাদেশের আর্মি

একটা দেশের আর্মিদের বলা হয় দেশ রক্ষা কবজ, গোটা দেশের অব্যবস্থাপনা থেকে শুরু করে বহিরাগত দুশমনদের আতংকের নাম। ছোটবেলা থেকে এই ধারণা নিয়ে কয়েকটা জেনারেশন বড় হয়ে উঠলেও সেই জেনারেশনের কোন উপকারেই আসলোনা আজকের এই ক্রান্তিলগ্নে, এই বাংলাদেশ আর্মি নামক টিকটক পার্টির।

বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে লোকাল ফুড রিভিউ, কংগোর স্ট্রিট সাইডে পাঙ্গাস মাছের দাম কত,লইট্ট্যা মাছের দাম কত,কাকে কাকে বাংলা ভাষা শিখিয়েছে,জাতীয় সঙ্গীত শিখিয়েছে,টিকটকে নাচ গান,হ্যালো গাইজ ভিডিও ভ্লগিং। এইভাবেই চলছে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ প্রশাসনিক বাহিনী আমাদের গৌরবের বাংলাদেশ আর্মি।

গত ষোলো বছরে এই আর্মিদের অবদান কি এই রাষ্ট্রের জন্য? এই জাতির জন্য? এই জনগনের জন্য? কিছুইনা,নাথিং!

শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। শান্তি মিশন থেকে মোটা অংকের অর্থের লোভে আর্মিতে জয়েন করা,উচ্চ বেতন রাষ্ট্র থেকে নেওয়া,রাতের ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের মধ্যে রাতের ব্যালট বক্স পাহারা দেওয়া,দিনের বেলায় ছাত্রলীগকে ভোটকেন্দ্রে সহায়তা করা,ডেইলি হিসেবে বেতন। রাষ্ট্রের ক্লান্তিলগ্নে যখন এদেরকে এই দেশের ছাত্রসমাজের প্রয়োজন,সাধারণ মানুষের প্রয়োজন,রাষ্ট্রের প্রয়োজন,এই লাল সবুজ পাতাকার প্রয়োজন তখনই চুপ থাকার জন্য ও টাকা খাওয়া,শুধু টাকা খাওয়া নয়,এই রাষ্ট্রের গনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনমনে আতংক সৃষ্টি করে স্বৈরাচার কে পাহারা দেয়া ছাড়া এদের আর কাজ টা কি?

পিলখানাতে নাকি দেশপ্রেমিক আর্মিদের মেরে ফেলা হয়,এই এত এত বছরে কি আর্মিতে একটা দেশপ্রেমিক,ন্যায়ের জন্য,দেশের জন্য,ছাত্রসমাজের জন্য ঘুরে দাড়ানোর মত কোন সিপাহি ও নাই??? লজ্জা আসলে আমাদেরই!

আকাশ পথে জ্বালানি খরচ করে রাষ্ট্রের আকাশে আতংক সৃষ্টি করা এই কথিত মহান আর্মিরা এই রাষ্ট্রের মানুষের বেতনের টাকায় চলে,শেখ হাসিনা তার ব্যক্তিগত তহবিল থেকে দেন না,ইন্ডিয়া থেকেও এনে দেন না। এই যে সরকারি কোয়ার্টারগুলোতে থাকেন,এই যে এত এত উচ্চবিলাসি জীবন ব্যবস্থা আপনাদের পরিবারের,আপনাদের সন্তানদের,আপনাদের সন্তানরা বিদেশে পড়ে,কোন কাজ করেনা,ভেবেছেন আমরা জানিনা বিদেশের পড়ালেখার খরচ কেমন? এইগুলা আসে কোথা থেকে? আপনারা তো দূর্নীতি ও করেন না তাইনা,আপনাদের বেতন ও তো কারো ৫ লক্ষ টাকার বেশি হওয়ার কথা না(ধরেই নিলাম)

অথচ রাষ্ট্রের এই সময়ে এসেও আপনাদের সামনে পুলিশ,র‍্যাব ও ছাত্রলীগ মানুষের বাসায় বাসায়,বাড়িতে বাড়িতে গিয়ে গণ গ্রেপ্তার চালাচ্ছে,অথচ রাষ্ট্রে কারফিউ চলাকালীন কোন মানুষ নিজ বাসা থেকে গ্রেপ্তার হলে সেই দায়ভার সেনাবাহিনীরই। অথচ এই কথিত দেশপ্রেমিক বাহিনী আজকে পুলিশ ছাত্রলীগ আর র‍্যাবের গোলামের পরিণত হয়েছে। স্বৈরাচারের গদি পাহারা দেয়ার জন্য এরা আজকে মরিয়া হয়ে উঠেছে। এরা এই বিবেক,এই রক্ত,এই মস্তিষ্ক নিয়ে স্ত্রীর সঙ্গে কিভাবে ঘুমাতে যান? সন্তানদের কিভাবে বুকে টেনে নেন? এরা কি সন্তানহীন? বাবা মা হীন? স্ত্রী হীন?

এই জাতির সাথে,স্বাধীন রাষ্ট্রের সাথে,লাল সবুজের পতাকার সাথে এই উর্বর তারুণ্যের সাথে,এই মেধাবীদের লাশের সাথে,পরিবর্তনের লাশের সঙ্গে,লাল সবুজের কফিনের সঙ্গে যে বেঈমানী টা করতেছেন না এইসব ও একদিন ফিরে আসবে এভাবেই কোন যুবকের বক্ষ বিদ্ধ গুলির আওয়াজে।




প্রতি মুহুর্তের প্রয়োজনে

প্রতি মুহুর্তের প্রয়োজনে Showkatbd.com, এক মাল্টিফাংশনাল প্লাটফর্ম। যা হতে পারে আপনার অফিস সহকারি, হতে প্রতি মুহুর্তের প্রয়োজনেপারে আপনার ব্যবসায়িক ইনডেক্স, আপনার ফ্ল্যাট, অফিস, বাসা, বাড়ি ভাড়া দেয়া বা নেয়া, জায়গা জমি, প্লট ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ফ্রি সেবা প্রদানের অংশীদার, বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতাবাসের ইনফরমেশন সেন্টার, একটি প্লাটফর্ম! আপনার সকল চাহিদা পুরনের কেন্দ্রবিন্দু। হৃদয় নাড়া দেয়া আর্টিকেল, কবিতা, প্রতিবাদ, ধর্ম, ইতিহাস-ঐতিহ্য নিয়ে সাজানো এক পরিচ্ছন্ন আর্কাইভ।

লক্ষ্য :
উগ্রতা নয়, আধুনিকতার সাথে পথচলা। অসত্যে ভরা হাজার কথা নয়, একটি সত্য কথা বলা, রং চং মাখা ধোকাবাজির বানিজ্য নয়, সেবা করার প্রবনতা, মুখের ফাঁকা বুলি নয়, সত্যিকারের জ্ঞানের বিচ্ছুরন ঘটানো।

উদ্দেশ্য :
অতি সংক্ষেপে, হৃদয়গ্রাহী আর্টিকেল উপহার দিয়ে পাঠকের মনে জায়গা করে নেয়া। পাঠকের পেজ স্ক্রলিং এ টপ তালিকায় স্থান পাওয়া, একটি সেবার দ্বার উন্মুক্ত করা, অশ্লীলতা বিবর্জিত এক ঠিকানার উন্মেষ ঘটানো।

বৈশিষ্ট্য :
চলমান ব্লগিং জগত থেকে সম্পুর্ন আলাদা। পাঠকের হৃদয়ে গেঁথে থাকার মতো আর্টিকেল, নিজেকে নিজেই প্রশ্ন করার মতো কবিতা, বাস্তবতার নিরিখে রচিত উদ্দীপনা ও উৎসাহ প্রদানে আপনা কথন । সাবলিল, সহজ, প্রাঞ্জল ভাষার উপস্থাপনা। আর্টিকেলে শব্দের কোয়ানটিটি বাড়ানোর জন্য নেই অপ্রয়োজনিয় কথার পুনরাবৃত্তি।

মুল্যায়ন :
শওকতবিডি হয়ে উঠুক সব ধরনের পাঠকের এক নিত্য প্রয়োজনিয় অনলাইন সাইট।

শওকতবিডির সংযোজন

Showkatbd eDocs:
প্রতি মুহুর্তের প্রয়োজনেচিঠিপত্র বা যে কোন ডকুমেন্টস্ তৈরির এক সহজতর পদ্বতি। ফরম পুরনের মাধ্যমে অতি দ্রুত, অল্প সময়ে তৈরি হবে আপনার চিঠিপত্র বা ডকুমেন্টস্। যা আপনার অফিস, ব্যক্তিগত, ব্যবসার জন্য, অফিসের এইচআরডির জন্য হরহামেশাই প্রযোজন পড়ে। চিঠিপত্র তৈরিতে আপনার বিড়ম্বনা দূরিকরনে সহায়ক। আপনার কর্মপ্রবাহকে গতিশীল রাখতে এবং অর্থবাঁচাতে আপনার অফিস সহকারি।

Showkatbd Trading :
প্রতি মুহুর্তের প্রয়োজনেক্লাসিফায়েড জগতে আপনার পন্য বা ব্যবসার পরিচিতি মার্কেটিং এর জন্য সম্পর্ন ফ্রি অনলাইন প্লাটফর্ম। রেজিষ্ট্রেশন করুন আর আপনার পন্য বা কোম্পানির পরিচিতি তুলে ধরুন সহজেই। নেই কোনো হিডেন কষ্ট। যা সম্পূর্ন ফ্রি!

Showkatbd DhakarFlat: 
প্রতি মুহুর্তের প্রয়োজনেফ্ল্যাট, বাসা, অফিস ভাড়া দেয়া বা নেয়া, জমি, প্লট বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের স্বয়ং সম্পূর্ন ঠিকানা। বিজ্ঞাপন পোষ্ট করুন, খুঁজে নিন ভাড়াটিয়া, ক্রেতা বা বিক্রেতা।

Showkatbd Foreign Mission in Dhaka:
বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতাবাসের ইনফরমেশন সেন্টার। দিন যত যাচ্ছে দূতাবাসগুলো তাদের অশিয়াল কাজের ইনফরমেশনসমুহ জনগনের উপকারার্থে তাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উন্মুক্ত করে দিয়েছে। অনায়াসেই এখন সংগ্রহ করা যাচ্ছে তাদের প্রতিটি উইং এ যোগাযোগ করার ইনফরমেশন সমুহ। প্রতিটি দুতাবাসের ইনফরমেশনসমুহ তুলে আনার চেষ্টা হয়েছে এখানে। সন্মানিত রাষ্ট্রদূতদের প্রোফাইল, মেসেজ, কনস্যুলার ও ভিসা উইং এর ইনফরমেশন, ব্যবসা-বানিজ্যের ইনফরমেশন, বাংলাদেশ সরকারের সাথে দ্বিপক্ষীয় আলোচনার নিউজ, বাইলিটারেল সম্পর্কের আদোপ্যান্ত তুলে ধরার চেষ্টা হয় এখানে।

ক্যাটাগরি ভিত্তিক আর্টিকেলের সমারোহ

কষ্টে ভরা পেয়ালা : দেশ, জাতি, সমাজ, সংসারে ঘটে যাওয়া নিরব কষ্টের ঘটনাগুলোই কলমের আঁচড়ে ফুটে উঠে কষ্টে ভরা পেয়ালাতে। ঘর থেকে সমাজ, সমাজ থেকে দেশে ঘটে যাওয়া নিয়ম অনিয়ম, সত্য মিথ্যা, জয় পরাজয়, কান্না হাসি, ভয় ভীতি, সাদা কালোর গহবরের জমে থাকা কথাগুলোই স্থান করে নেয় কষ্টে ভরা পেয়ালাতে।

অবাক প্রিথিবি: সুন্দর এই প্রিথিবিতে প্রতিনিয়ত ঘটে, অবাক করার মতো সংখ্যাহীন ঘটনা। দিনে দিনে পরিবর্তন ঘটে এই প্রিথিবির। আজ যা সুন্দর, কাল তা কুৎসিত। আর আজ যা কুৎসিত, কাল তা সুন্দর। আজ যা ন্যায়, কাল অন্যায়, কাল যা ছিলো যা অন্যায় আজ তা হয়েছে ন্যায়ের ঝাড়বাতি, বিকিরন ঘটাচ্ছে আলোর। যুগে যুগে চেহারা পাল্টেছে প্রিথিবির, বদলেছে তার আশটে প্রিশটের রং, পরিবর্তন হয়েছে তার পোশাকের, ব্যবহারও গেছে বদলে । আজ থেকে হাজার বছর আগের সেই প্রিথিবি হয়েছে পুরান। তার জৌলুসের হয়েছে বিবর্তন। তবুও থেমে নেই। সেই প্রিথিবির বিশাল গহবরে ঘটে চলা মুনষ্যজাতির সকল ঘটনা। সৃষ্টি হয় রটনার। সেই রটনার ছিটে ফোটাই অবাক প্রিথিবির ক্যাটাগরিতে।

মুর্খের গলাবাজি: প্রতিবাদের আরেক নাম মুর্খের গলাবাজি। দেশ, সমাজ, সংসারে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদে এক প্রতিবাদি কন্ঠ। সে একজন মুর্খ, তার চর্ম দৃষ্টি আর জ্ঞানশূন্য হৃদয়ে যা সাড়া দেয়, তাই প্রতিবাদ করে এই মুর্খ।

মুর্খের অকবিতা: প্রথিবির সবচে সহজ কাজ হচ্ছে কবিতা লিখা, আর সেই কাজটিই করে মুর্খ এক কবি। তার কবিতার ছন্দে কিছু অকথা রচিত হয়। যা কবিতা বললেও ভুল হবে। তাই মুর্খের কবিতাই হচ্ছে মুর্খের অকবিতা। বস্তাপঁচা কিছু কথার সমাহার। ছন্দবিহিন কিছু ছন্দের মিলন ঘটানোর অপচেষ্টা।

খেলারাম খেলে যা : সমাজ, দেশের সকল খেলারাম খেলে যাচ্ছে। তার খেলছে, বোধ নিয়ে খেলছে, মানবতা নিয়ে খেলছে, ভালোবাসা নিয়ে খেলছে, চলছে বিদ্ধংসী এক খেলার প্রতিযোগিতা । কাউকে ছোট করে খেলছে কেউ, নিজেকে ঐ আসমানে উঠানোর জন্য খেলছে কেউ, কেউ খেলছে খামোখাই, প্রতিহিংহার খেলায় মত্ত সব খেলারাম। সরকার খেলছে প্রজা নিয়ে, প্রজা খেলছে সরকার নিয়ে, খেলছে তো খেলছেই..

দোয়া দুরুদ : একজন মুসলমান হিসেবে যেসব দুয়া দুরুদ আমল করা মর্তবার কাজ, তার কিছু উপস্থাপন করা হয় এই অংশে।

ইতিহাস ঐতিহ্য : ইতিহাস ঐতিহ্য প্রতিটি জাতির শেকড়। যা মানুষ জাতিকে উদ্দিপনা যোগায়, শক্তি সাহশ দেয়। বেঁচে থাকার প্রেরনা দেয়, বাঁচিয়ে রাখে। শেকড় ছাড়া যেমন বৃক্ষরাজি বাচতে পারেনা তেমনি শেকড় ছাড়াও মনুষ্যকূল অস্থিত্বহীন। ইতিহাস-ঐতিহ্যের কিছু আর্টিকেল ঠাই পায় ইতিহাস-ঐতিহ্য ক্যাটাগরিতে।

টিপস & ট্রিকস : জীবনে চলার পথে অফিস আদালতের অনেক ছোট ছোট বিষয় পাহাড়সম কঠিন মনে হয়, পাহাড়সম সেইসব বিষয়ের টিপস্ এন্ড ট্রিকস্ উপস্থাপিত হয় এখানে। সংক্ষেপে অল্প বর্ননায় তুলে আনা হয় সেসব টিপস্ এন্ড ট্রিকস্।

ই-সেবা : জীবন এখন হাতের মুঠোয়। ফিংগার ট্রিপস্ বা মাউস স্ক্রোলিং এ এখন সকল সমাধান। ব্যাংক বীমা থেকে শুরু করে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি, বেসরকারি সকল প্রতিষ্টানের প্রায় সকল সেবাই এখন অনলাইনে বিদ্যমান। আপনার একাউন্টের ব্যালেন্স জানবেন? আপনার পরীক্ষার রেজাল্ট জানতে চান, আপনি ইনকাম ট্যাক্স প্রদানে উৎসাহি? আপনার এনআইডি বা পাসপোর্ট হারিয়ে গিয়েছে- কি করনীয়?  এ ধরনের ই-সেবা নিয়ে রচিত আর্টিকেল নিয়েই সাজানো ই-সেবা ক্যাটাগরি।

প্রতি মুহুর্তের প্রয়োজনে এক মাল্টিফাংশনাল প্লাটফর্ম




showkatbd eDocs আপনার অফিস সহকারি

showkatbd eDocs আপনার অফিস সহকারি :

showkatbd eDocs এর পথচলাঅফিশিয়াল বা ব্যক্তিগত প্রয়োজনে অনেক সময় আমাদের মান সম্মত একটি চিঠি তৈরির প্রয়োজন পড়ে। কিভাবে চিঠিটি তৈরি করবো, মানসম্মত হবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্ধে পড়ে যাই। অনলাইনে সার্চ দিতে দিতে পাগল বনে যাই। অসংখ্য ডেমো বা টেম্পলেট পেয়ে আরো বেশি কনফিউশন বেড়ে যায়। এটা থেকে ওটা বেটার,  ওটা থেকে এটা, এরকম করতে করতেও সময়ের হয় অপচয়। শুরু হয় যুদ্ধ..

showkatbd eDocs কি এবং কেন?

আর কর্মক্ষেত্র হলেতো কথাই নেই, কলিগদের হাতে পায়ে ধরেও পাওয়া যায় না একটি চিঠি। তাদের কাছ থেকে উত্তর আসে, অমুক চিঠিটা তো ছিলো এখন পাচ্ছি না, ব্যস্থ আছি ভাই পরে খুঁজে দেখবো, কত রকমের যে অযুহাত, তার ইয়ত্তা নাই। কলিগদের কাছে তো পাবেন ই না, বরং নষ্ট হবে আপনার সময়। ছোট হতে হবে আপনাকে। আপনার এই ঝুট ঝামেলা দূর করতেই সকল ধরনের চিঠি তৈরির টুলস নিয়ে পথচলা Showkat eDocs এর।

showkatbd eDocs ডকুমেন্টস্ তৈরির এক সহজ পদ্বতি। যেখানে একটি ফর্ম থেকে কিছু তথ্য প্রদানেই তৈরি হবে আপনার কাংখিত ডকুমেন্টস্। চিঠি তৈরির যুদ্ধ থেকে আপনি পাবেন পরিত্রান। আর আপনার কর্মপ্রবাহকে রাখবে গতিশীল।

ব্যবহারের নিয়ম :
আপনার যে ডকুমেন্ট প্রিন্ট প্রয়োজন, লিষ্ট থেকে সেটি বেছে নিন। যে ফরমটি দৃশ্যমান হবে, সেটি যথাযথভাবে পুরন করুন। প্রতিটি সেল বা ঘর পুরনের উদাহরন দেয়া আছে, সে অনুযায়ী পুরন করুন। পুরন হয়ে গেলে নিচের প্রিন্ট বাটন অথবা যে টেম্পলেট দেয়া আছে, পছন্দ মতো টেম্পলেটের উপর ক্লিক করুন। আপনার পুরন করা তথ্যসহ একটি পেজ দৃশ্যমান হবে। এটাই মুলত আপনার চিঠি। যদি চিঠিতে কোনোরকম ভুল ভ্রান্তি না থাকে, নিচের PRINT NOW বাটনে ক্লিক করে প্রিন্ট করুন। যদি কোনোরকম টাইপ মিস্টেক থেকে থাকে তা MAKE CORRECTION বাটনে ক্লিক করে চিঠির ফরমে প্রবেশ করুন। এবং যে সেল বা ঘরের তথ্যে ভুল আছে তা, কারেকশন করে আবার নিচের প্রিন্ট বা ছবির উপর ক্লিক করে প্রিন্ট দিন, আবারো আপনার চিঠিটি দৃশ্যমান হবে। সব ঠিক ঠাক থাকলে নিচের PRINT NOW বাটনে ক্লিক করুন, প্রিন্ট ব্রাউজার ওপেন হবে, পেপার সাইজ, মার্জিন সেট করে প্রিন্ট দিন।

ক্যাটাগরি ও বিষয় ভিত্তিক উন্মুক্ত ফাইলের অনলাইন কেবিনট :
কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত প্রয়োজনে সচরাচর যেসব চিঠিপত্র প্রয়োজন পড়ে তা দিয়েই সাজানো অনলাইন ষ্টোর। যেখানে পাবেন, সেলারী সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স সার্টিফেকেট, বাসা ভাড়ার চুক্তিপত্র, ব্যবসার চুক্তিপত্র, গাড়ি বিক্রির চিক্তিপত্র, মেরেজ সার্টিফিকেট, লিভ এপলিকেশন, ডিভোর্স সার্টিফিকেট, বাসা ভাড়ার মানি রিসিপ্ট, ইন্সট্যান্ট যে কোন প্রডাক্ট বিক্রি বা প্রপোজাল লেটার তৈরির চিঠি, একনলেজমেন্ট, লিভ ট্রাকার, সেলারি ট্রান্সফার লেটার, এক একাউন্ট থেকে অন্য একাউন্টে মানি ট্রান্সফার লেটার, ব্যাংকের জন্য পে কনফার্মেশন লেটার, ব্যাংক ষ্টেটমেন্ট উত্তোলনের জন্য অথোরাইজেশন লেটার, হারানো বা নষ্ট হয়ে যাওয়া চেকের জন্য ষ্টপ পেমেন্ট অর্ডার লেটার, বাংলা বার্থ সার্টিফিকেটের ইংলিশ, আরবি ট্রান্সলেট করা চিঠি, কাবিন নামার আরবী ও বাংলা চিঠি সহ অসংখ্য চিঠির সমারোহ।

এখন যে সমস্থ ডকুমেন্ট পাওয়া যাচ্ছে :
ই’ডকস হচ্ছে তৈরি করে রাখা প্রয়োজনীয় চিঠির এক ক্যাবিনেট। পছন্দ মতো চিঠি খুঁজে নিন আর মুহুর্তেই সমাধান করুন আপনার চিঠি লেখার নিদারুন কষ্ট। showkatbd eDocs শুরু থেকেই এখন পর্যন্ত প্রতিনিয়ত নতুন নতুন চিঠি তৈরির ফরম উপহার দিয়ে যাচ্ছে। যা সেই প্রথম দিকের ভিজিটররাই শুধু জানেন। যারা আমাকে চিঠি তৈরির করা এইসব ফরম তৈরিতে উৎসাহ  দিয়েছেন।

showkatbd eDocs আপনার অফিস সহকারি:
ইডকস হতে পারে আপনার অফিস সহকারি। একটি অফিস পরিচালনা করতে যে সমস্ত চিঠিপত্র দরকার পড়ে, তার সকল চিঠিই আছে ইডকসে। শুধু কষ্ট করে কাংখিত ফরমটি এক সেলের সাথে আরেক সেলে তথ্য প্রদানে সামঞ্জন্য রেখে পুরন করুন।

showkatbd eDocs স্বয়ং সম্পুর্ন 
ইডকস কোনো টেম্পলেট বা সামারি প্রদান করেনা। একটি ফরম পুরনের মাধ্যমে পুরো চিঠিই তৈরি করে দেয়। যা আপনি প্রিন্ট  করে নিলেই হবে।

showkatbd eDocs ১০০% মানসম্মত :
এখানকার প্রতিটি ডকুমেন্ট ১০০% মানসম্মত। এক একজনের ড্রাফটিং একেক রকম। উপস্থাপনা হয়তো ভিন্ন, কিন্তু চিঠির সারমর্ম কিন্তু একই। উদ্দেশ্য এক, পদ্বতি ভিন্ন।

showkatbd eDocs সময় বাচায়
এটি আপনার কাজের সময় বাচাবে। একবার মাত্র একটি চিঠির ফরম পুরন করুন, পরের চিঠিগুলো তৈরি করতে সময় লাগবে মাত্র ১ থেকে ২ মিনিট। ইডকস আপনার সকল তথ্যসমেত চিঠি উপহার দিবে।

ফন্ট সাপোর্ট সমাধান :
প্রতিটি চিঠিই বাংলা, বা আরবী ইউনিকোড ফন্ট সাপোর্ট দিবে । ই’ডকস যে কোন কম্পিউটার বা মোবাইলে সহজেই ওপেন করা যায়। এবং পরবর্তীতে কাজের জন্য সেভ করে রাখা যায়।

বাংলাদেশের একমাত্র লেটার তৈরির প্লাটফর্ম।

showkatbd eDocs এর উপহার :

showkatbd eDocs আপনার অফিস সহকারিই’ডকস বিডি আপনাকে দিবে সম্পুর্ন চিঠি তৈরির করার টুলস্। ফরমে উল্লেখিত প্রশ্ন সমুহের তথ্য প্রদানে আপনি পেয়ে যাবেন আপনার চিঠি। আপনি সম্পুর্ন টেক্সট কপি করে এমএসওয়ার্ডে নিয়েও সহজেই প্রয়োজন মতো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করতে পারবেন। যা আপনাকে চিঠি তৈরির বিড়ম্বনা থেকে রেহাই দিবে। এবং হার্ডড্রাইভে রেখে প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবেন।

পরিশেষে :
আমি সর্বদা চলমান ব্লগিং থেকে বের হয়ে একটু ভিন্ন কিছু উপহার দিতে সচেষ্টা । তা যেন প্রতিটি মুহুর্তে একজন ভিজিটরের উপকারে আসে। আর তা যেন হয় একদম সাবলিল, সহজ। সকল ধরনের ভিজিটর যেন তা ব্যবহার করতে পারেন। যেখানে রেজিষ্টার বা লগিন করার কোনো দরকার না পড়ে।আমি কোনো ভিজিটরের তথ্য সংগ্রহে রাখার অপচেষ্টা করিনা।

ইচ্ছে করলে আমি এই সেবার জন্য অর্থ গ্রহনের সিষ্টেম রাখতে পারতাম। কিন্তু তাও আমি করিনি। আমার উদ্দেশ্য চিঠি তৈরিরে হাজার হাজার টেম্পলেট না ঘেটে একটি প্লাটফর্ম থেকেই যেনো, মুহুর্তে, প্রয়োজনের সময় একজন ইউজার তার কাংখিক চিঠিটি প্রিন্ট করতে পারেন।

showkatbd eDoএর সাথেই থাকুন। অফিসের সব ধরনের চিঠি তৈরীতে থাকুন নিশ্চিন্ত। showkatbd eDocs এর পথচলা চিঠি তৈরির যুদ্ধ থেকে মুক্তি। showkatbd eDocs আপনার অফিস সহকারি হয়ে থাক আপনার পাশে।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

showkatbd eDocs এর পথচলা কেবল বাংলা ভাষা ভাষির জন্যেই নয়। অনলাইন ব্যবহারকারী প্রতিটি ভিজিটরের জন্য।

User Friendly Documents

BIODATA>

Job Application Letter>

Leave Application>

Experience Letter>

Salary Certificate>

Salary increase request>

বেতন বৃদ্ধির আবেদন>

Resignation Letter>

চাকুরি হতে পদত্যাগ>

Job Acceptance Letter>

চাকরিতে যোগদানের সম্মতি>

Resign Acceptance Letter>

Staff Leave Confirmation>

NOC for visa purpose>

Notarial Certificate>

Marriage Certificate>

Divorce Certificate>

বাসা ভাড়ার ডিড>

বাসা ভাড়া আদায় রসিদ>

দোকান ভাড়ার ডিড>

House Rent Deed>

ঋন দেয়া/নেয়ার চুক্তি>

২জন অংশীর বিজনেস ডিড>

৩জন অংশীর বিজনেস ডিড>

গাড়ি বিক্রির চুক্তি>

Payment Acknowledge>

Authorization for Bank>

Received of Payment>

Bank Account Closing>

Fund Transfer>

Bank Statement Request>

CQ Book Request>

Pay Instruction Slip>

Stop Payment Order>

Price Quotation>

Money Receipt>

Flat Rent Receipt>

চারিত্রিক সনদ>

General Diary GD>

Marriage Certificate>

Car Sale Quotation>

Application For TC>

ছাড়পত্রের জন্য আবেদন>

الشخصيـــة>

القبول وصيفية>

شهادة الخبرة>

طلب اجازة>

تاكيد اجازة الموظف>

showkatbd eDocs আপনার অফিস সহকারিShowkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.




বেহুদা প্যাঁচাল

বেহুদা প্যাঁচাল হলো জীবনের গাড়ি ঠেলতে ঠেলতে ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলোর রোনাজারি আর মন্ত্রী আমলাদের কুৎসিত, বিভৎস জীবনযাপনের ছোটটো একটি ফর্দ । একদিকে দ্রব্যমূল্যের উর্ধগতিতে হিমশিম খাওয়া মানুষ, অন্যদিকে অকস্মাৎ ফুলে ফেঁপে উঠা এমপি, মন্ত্রী, সরকারি আমলা থেকে শুরু করে সরকার দলীয় লোকদের দৃষ্টিভঙ্গির আলোকপাত।

বেহুদা প্যাঁচাল
-শওকত আকবার

চাউলের দাম বাড়ছে দেশে
মাংশের দামো ম্যালা ?
এক জাতের লোক হুদাই চিল্লায়
বাড়ায় দেশে জ্বালা।

মাথা মোটা মুর্খ তারা
বুদ্ধি শুদ্ধিহীন,
দেশের জঞ্জাল বাড়ায় তারা
দিনের পর দিন।

সব্জি টবজি ওরাই খায়
ঐসব খেতে পারিনা,
ঐসবের দাম বাড়লে কমলেও
আমার কিছু যায় আসেনা।

আলু, মরিচ, পিয়াজের দাম
বাড়লে কি আর এমন হয় ?
১০০/২০০ ব্যাপারনা ভাই,
মাসিক আয় তো কম নয়,

বেতন আছে মাস কাবারি
বোনাস আছে সাথে,
সালামি পাই ফাইলে ফাইলে
বাণ্ডেল আসে হাতে

দেশের টাকা শেষ হইলেও
ফাইলের টাকার কমতি নাই,
দ্রব্য মুল্যের চিন্তা করা
সময় নষ্ট বেহুদাই।

এমপি আছে, মন্ত্রি আছে
আছে মজুতদার,
যার যা ইচ্ছা করে করুক
দেখবে তা সরকার।

আমার কাজ ফাইল দেখা
টাকার মেশিন খোঁজা,
বছর বছর হজ্ব করা আর,
করা নামায রোজা

কে মরিলো কে বাঁচিলো
জানার নাই দরকার।
জন্মিলে মরিতে হয়,
বাণী যে স্রষ্টার।

যায় রাজা, আসে রাজা
আমার চেয়ার পারমানেন্ট,
সুপার পাওয়ার এই চেয়ারের
আমিইতো এক গভর্মেন্ট।

নিজে বাঁচলে বাপের নাম
জ্ঞানীদের বানী,
তাদের কথাই হর হামেশা
চলছি আমি মানি।

নিত্যপণ্য আর দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে একশ্রেনীর লোকের উপহাসের চিত্র। তাদের দৃষ্টিতে বেশতো চলছে দিন। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। মানুষের বেড়েছে আয়। দেশে এখন গরীবের সংখ্যা নেই বললেই চলে। সরকার টিকে থাক ক্ষমতায় হাজার হাজার বছর।

বেহুদা প্যাঁচাল

আমি মুর্খ মানুষ, আমিও চাই দেশে অনন্ত সময়কাল ধরিয়া সরকার ক্ষমতার আসনে উপবিষ্ট থাকুক। তাহার এমপি, মন্ত্রী, আমলা, দলীয় লোকের আরো ফুলিয়া ফাঁপিয়া উঠুক। যতো পারুক দেশের ট্যাকা বিদেশে পাঠাক, আমার তাতে কিস্সু আসে যায়না। আমি একটু সুখ শান্তিতে থাকবার চাই। আমার আয়ের সাথে ব্যায়ের মাত্রাটা যেন সমান তালে রাখিতে পারি, আমি তাহাই চাই। চাউলের দাম একটু কম হইলে, মাসের উনত্রিশখান দিন যেন শাক, লতা, পাতা দিয়া ভোজন করিতে পারি। মাসে যেনো একবার, একবেলা সাধের বউ আর জন্ম দেয়া বাচ্চা কাচ্চাগুলারে লইয়া গরুর গোশত দিয়া কয় লোকমা ভাত খাইতে পারি। আমার তো এর চাইতে আর বেশী কিসসুর দরকার নাই।

আমি ভাই অতো ধর্ম কর্ম বুঝিনা। বাপ দাদার ওয়ারিশসুত্রে মুসলমান। বছর বছর হজ্ব করিবারও ইচ্ছা আমার নাই। আমিতো নিজেই চলতে পারিনা। ঐসব পালন করবার ট্যাকা কই ? সারাক্ষন কেবলি বেহুদা প্যাঁচাল পারি, আমারতো বুদ্ধি শুদ্ধি নাই, তাই চর্ম চক্ষ্যে যাহা দৃশ্যমান হয়, তাহা লইয়াই একটুসখানি আকিবুকি করি। আপনেরা আবার এইসব আন্ডাপচা কথাগুলারে প্যাচাইয়েন না। আমি ভাই শান্তিকামী লোক, শান্তিতে থাকবার চাই। আপনারাও শান্তিতে থাকেন, উপর ওয়ালার কাছে আপনাদের জন্যিও দোয়া করিবো। আইজকার মতো বিদায়..

শওকতবিডি ই-ডকস্ - অফিস এখন আপনার হাতেইShowkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.




কবির আর্তনাদ

কবির আর্তনাদ এ যেন প্রতিটি মানুষের বিবেক নাড়া দেয়া এক কলমের আঁচড়। কবির হৃদয়ের মাতম যেন সমগ্র জাতীর হৃদয়ের হাহাকার।

কবিরা সমাজ-সংসার, জাতী-জাতীয়তার প্রচার-প্রশারে, মানবতা-ধর্ম উন্নয়নের এক সচেতন বহুমুখী কর্মকার। তারা ঘুনে ধরা সমাজ ভাঙ্গে, উন্নততর সমাজ গড়ে, তারা অধর্মের প্রতিবাদ করে, ধর্মের সুশীতল বানী প্রচার করে। তারাই সমাজের বিবেক। আজ সেই কবির কথা মূল্যহীন, কবির বানী আজ ষ্টীম রোলারে পিষ্ট। কবি আজ নিঃস্ব, কবি সর্বশান্ত। তাই কবির আর্তনাদ ভেসে বেড়ায় আকাশে বাতাসে, সর্বত্র, সর্বখানে।

অসত্যের হুলিখেলায় মেতেছে জাতি,
সত্য কাঁদে গুমড়ে,
দাঁত কেলিয়ে হাসে শয়তান,
মানবতা রক্তাক্ত হয়-
তার বিষাক্ত কামড়ে।

আদম আমরা শ্রেষ্ট জাতি
ভুলে গেছি আজ,
শয়তান আমাদের শোষন করছে
চলছে তাহারি রাজ।

মানবের সুরতে আসলে আমরা
শয়তানেরি চেলা,
শয়তান আমাদের যেভাবে খেলায়
সেভাবেই করি খেলা।

বোধের কারিগর সুইসাইড করেছে
বহু বছর গত,
বোধহীন মনুষ্যকুল শয়তানের পায়ে
সেজদায় অবনত।

প্রেম প্রিতী ভালবাসা
ছেড়ে গেছে প্রিথিবি,
কবিতাও গিয়াছে বনবাসে তাই
মাথা ঠুকে যে কবি।

রাগ করোনা ওগো প্রভু
দেখিওনা তোমার জেদ,
তোমার কৃপার জল দিয়ে ধোও
আমাদের সকল ক্লেদ।

ক্ষমা চাহি তোমারি কাছে
দুহাত তুলিয়া তাই,
তুমি ছাড়া শান্তির সুধা
দেবারতো কেউ নাই।

 

কবির আর্তনাদ

কবির আর্তনাদ আজ শুনবার কেউ নাই। তাই কবির কবিতাও হারিয়ে গেছে অজানায়। অসত্যের অট্রহাসিতে ভয়ার্ত সমাজ, দেশ, জাতী। মানবতা, ধর্ম পলাতক। 

শওকতবিডি ই-ডকস্ - অফিস এখন আপনার হাতেইShowkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.




ভাগ্য পরিবর্তনের দোয়া

ভাগ্য পরিবর্তনের দোয়া : মানুষ সৌভাগ্যবান হতে চায়। দুর্ভাগ্য কারো কাঙ্ক্ষিত নয়। তাই ভাগ্য পরিবর্তনের জন্য মানুষ অনেক চেষ্টা করে, দুর্ভাগ্য এড়াতে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করে এবং মহান আল্লাহ’র কাছে সাহায্য প্রার্থনা করে। আর আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমই হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য এবং ভাগ্যের দুরবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

রাসুল (সা.) বলেছেন, ‘তাকদিরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজেই আসবে না। যা ঘটেছে ও যা ঘটতে পারে—তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে। কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া।’ (তাবরানি আউসাত, হাদিস : ১৫১৯)

হাদিসে দোয়া করাকে স্বতন্ত্র ইবাদত বলে উল্লেখ করা হয়েছে। সাহাবি নোমান বিন বাশির (রা.) এর সূত্রে বর্ণিত,

রাসুল (সা.) বলেছেন, ‘দোয়াই ইবাদত।’ (আবু দাউদ, হাদিস : ১৪৮১)

পবিত্র কোরআনে মহার আল্লাহ তায়ালা নিজেও তার বান্দাদের বেশি বেশি দোয়া করার আহ্বান জানিয়েছেন। বর্ণিত হয়েছে, ‘আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অহংকারবশত যারা আল্লাহর ইবাদত করে না, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।’ (সুরা : মুমিন, আয়াত : ৬০)

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য আলাদা ও স্বতন্ত্র অনেক দোয়া শিখিয়েছেন তাঁর সাহাবীদের এবং তাঁর উম্মতদেরও তা পালনের জন্য বলেছেন। সাহাবি আবু মালিক আশআরী (রা.) তার বাবা সাহাবী আসিম (রা.) থেকে বর্ণনা করেছেন, কেউ ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ (সা.) তাকে কিছু বাক্য শিখিয়ে বেশি বেশি দোয়া করতে বলতেন। দোয়াটি হলো-

االلّهُـمَّ اغْفِـرْ لي ، وَارْحَمْـني ، وَاهْدِنـي ، وَعافِنـي وَارْزُقْنـي

উচ্চারণ: আল্লা-হুম্মাগ্ ফিরলী, ওয়ার‘হামনী, ওয়াহদিনী, ওয়া ‘আ-ফিনী, ওয়ারযুকনী।

অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমাকে সার্বিক নিরাপত্তা ও সুস্থতা দান করুন এবং আমাকে রিজিক দান করুন। (সহীহ মুসলিম, হাদিস, ২০৭৩, ২৬৯৭।

ছোটটো এই দোয়াটিতে মহান আল্লাহর কাছে একজন মানুষের জীবনের সকল চাওয়া পাওয়ার আকুতি ফুটে উঠেছে। তাই মুমিনের উচিত সব ধরনের ব্যস্ততার মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটি করা এবং নিজের ভাগ্য পরিবর্তনে আল্লাহর কাছে সাহায্য চাওয়া।

পরিশেষে, ভাগ্য পরিবর্তনের দোয়া বেশী বেশী পাঠ করুন।




আজান প্রচলনের ইতিহাস

আজান প্রচলনের ইতিহাস : মুসলিম উম্মাহ্ প্রতিদিন ৫ বার আজানের ধ্বনি শুনে মসজিদে গমন করেন। এবং সমবেত হয়ে এক আল্লাহ্ তা’লার প্রার্থনা করেন। আজান ইসলামের প্রতীক, প্রতিটি মুসলমানকে দিনে ৫বার একত্রিত করার আহবান, আল্লাহ্ তা’য়ালার কাছে নিজেদের সোপর্দ করার এ’লান। আজানের আওয়াজ শুনার সঙ্গে সঙ্গে মুসলমানরা মসজিদে জামাআতে নামাজ আদায়ে একত্রিত হয়। জামাআতে নামাজ আদায়ের জন্য আজান দেয়া সুন্নাত। কেউ কেউ একে ওয়াজিবও বলেছেন।

আজান কি : আজান اذان এর অর্থ আহবান, ডাকা, ঘোষনা বা ধ্বনি । পরিভাষায়, শরিয়ত নির্ধারিত দৈনিক ৫ বার প্রার্থনার উদ্দেশ্যে আহবান করাকে আজান বলে।

আজানের প্রচলন কিভাবে এবং কখন : ইসলামের প্রথম দিকে আজান ছাড়াই নামাজ পড়া হতো। প্রিয়নবি মদিনায় হিজরত করে যখন মসজিদ নির্মান করলেন তখন মুসলমানদের নামাজে অংশগ্রহনের জন্য সমবেত করতে সুর্নিদিষ্ট সংকেত দিয়ে আহবান করার প্রয়োজনীয়তা অনুভব করলেন।  এবং সাহাবাদের কাছে পরামর্শ চাইলেন। সাহাবারা নামাজে একত্রিত হবার সংকেত ঠিক করলেন –

১. শিঙ্গা বাজানো,
২. ঝান্ডা উড়ানো,
৩. ঢোল বাজানো,
৪. আগুন প্রজ্জ্বলন।

উল্লেখিত চারটি প্রস্তাবই প্রত্যাখ্যত হলো । কারন :
১. শিঙ্গা বাজানো : এটা খ্রিষ্টানদের কাজ,
২. ঝান্ডা উড়ানো : সব  মানুষ বাড়ি বা দূর থেকে দেখতে পাবেনা,
৩. ঢোল বাজানো : এটা ইহুদীদের কাজ,
৪, আগুন প্রজ্জ্বলন : অগ্নি পুজকের কাজ।

সমাধান ছাড়াই শেষ হলো পরামর্শ সভা।

হজরত আব্দুল্লাহ ইবনে যায়েদের স্বপ্ন : ঐ রাতেই হজরত আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নে দেখেন – “এক ব্যক্তি শিঙ্গা নিয়ে যাচ্ছেন। তিনি শিঙ্গাটি ক্রয় করতে চাইলেন। ক্রয়ের কারন জানতে চাইলে যায়েদ বললেন, আমি শিঙ্গাটি দিয়ে মানুষকে নামাজে আসার জন্য আহ্বান করবো। তখন শিঙ্গার মাালিক বললো – ”আমি কি এটি হতে উত্তম একিট জিনিসের সংবাদ দিব না “ এ বলে তিনি আজানের বাক্যগুলো আব্দুল্লাহ ইবেন যায়েদকে শিখিয়ে দিলেন।

সকালে হজরত আব্দুল্লাহ ইবনে যায়েদ নবীজির দরবারে উপস্থিত হয়ে স্বপ্নের কথাগুলো জানালেন। রাসুলুল্লাহ সা: বললেন, ”তোমার স্বপ্ন সত্য, তুমি বেলালকে আজানের বাক্যগুলো শিখিয়ে দাও। আজ থেকে বেলাল আজান দিব।”

হজরত আব্দুল্লাহ ইবনে যায়েদের স্বপ্নে দেখা বাক্যগুলো দিয়ে হজরত বেলাল আজান দিলে, তা শুনে হযরত ওমর  রাদি আল্লাহু তা’য়ালা আনহু নবীর দরবারে দৌড়ে এসে বললেন, “হে আল্লাহর রাসুল ! ঐ সত্তার শপথ, যিনি আপনাকে সত্য রাসুল হিসেবে প্রেরণ করেছেন। অবশ্যই আমি অবিকল এ বাক্যগুলোই স্বপ্নে দেখেছি।’

উল্লেখ্য যে, ঐ রাতে একই স্বপ্ন সাহাবিদের মধ্য থেকে ১৪ জনই দেখেন। এভাবেই শুরু হয় আজানের প্রচলন।

আজানের বাক্যসমুহ :
– আল্লাহু আকবারআল্লাহ মহান,
– আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
– আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসুল বা পয়গম্বর,
– হাইয়া আ’লাস সালাহ্ নামাজের জন্য আসো,
– হাইয়া আ’লাল ফালাহ্ কল্যানের জন্য আসো, 
– আল্লাহু আকবার
আল্লাহ মহান,
– লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই

ফজরের আজানে বাড়তি বাক্য : ফজরের আজানের বাড়তি বাক্য ‘আস-সালাতু খাইরুম মিনান নাওম’ সম্পর্কে জানা যায় যে, একদিন ফজরের সময় হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে আসলেন, তখন তাকে বলা হলো, প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমে আছেন। তখন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চকণ্ঠে ঘোষণা করলেন-‘আস-সালাতু খাইরুম মিনান নাওম। অর্থাৎ ঘুম হতে নামাজ উত্তম।’

হজরত সাঈদ ইবনে মুসায়্যিব বলেছেন, ‘পরে ফজরের আজানের সঙ্গে এ বাক্যটি যুক্ত করে দেয়া হয়।’

তবে সুন্নাত বা ওয়াজিব যা-ই হোক না কেন, আজান ইসলামের প্রতীক। কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি কারও বিপরীতে অভিযান পরিচালনা করতেন; ঐ সময় তাদের মধ্য থেকে যদি আজানের ধ্বনি আসত তবে তিনি তাদের সঙ্গে অভিযান বন্ধ করে দিতেন এবং বলতেন, তারা মুসলিম।’

আজান প্রচলনের ইতিহাস মুসলিম হিসেবে আমাদের সকলের জানা অতিব জরুরী। আশা করি, আর্টিকেলটি সকলের ভালো লাগবে।

শেষ কথা : আল্লাহ তা্আলা আমদের মুসলিম উম্মাহকে আজানের সঙ্গে সঙ্গে দিনে ৫ বার জামাআতে নামাজ আদায়ে মসজিদে একত্রিত হওয়ার তাওফিক দান করুন। আর পৃথিবীর প্রতিটি মসজিদে সুললিত কণ্ঠের অধিকারীদের আজানের জন্য নির্ধারণ করা হোক। যে আহবানে মনের ভেতর বয়ে যাবে প্রশান্তির ঢেউ। আমিন।

শওকতবিডি ই-ডকস্ - অফিস এখন আপনার হাতেইShowkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.