নতুন দিনের কবিতা

নতুন দিনের কবিতা হচ্ছে, ষোল বছর ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের কবল থেকে মুক্তির স্বাদ গ্রহনের আনন্দে উল্লাসিত কবির মনের ভাবাবেগ। যা প্রতিটি বাংগালীর মনের কথা।

নতুন দিনের কবিতা
মো: শওকত আকবার

চাইনা আর আওয়ামীলীগ
বিএনপি, বিজেপি, জামাত,
যাক কেটে যাক অনানিশা
আসুক শান্তির সুপ্রভাত..

দেশকে ভালোবাসবে যারা
করবেনা আর লুটপাট,
দেশ সেবার ব্রত নিয়ে
রাখবে যারা হাতে হাত-

তারাই হবে জাতীর নেতা
ধরবে দেশের হাল,
গড়বে দেশ সুখ শান্তির
সরিয়ে জঞ্জাল,

দেখবে বিশ্ব অবাক হয়ে
বাংগালি এক জাতি,
অদম্য এক শক্তি নিয়ে
আধারে জ্বালায় বাতি।

হেন করেংগা, তেন করেংগা
শুনতে আমরা চাইনা আর,
যেজন ঝাড়বে ফাঁকা বুলি
মটকাবে তার ঘাড়।

বয়কট হবে সন্ত্রাসীরা
মেধার হবে বিকাশ,

নতুন দিনের কবিতা

অস্ত্র নয়, মেধা দিয়েই
অন্যায় হবে নাশ।

সংসদে আর ঠাঁই নাই,
বাঁচাল, আবাল, মাথা মোটা,
সংসদ হোক সবার তরে
মসজিদ, মন্দির, পেগোডা।

অস্ত্র বাজি, অর্থ বাজি
নয় আর পেশি শক্তি,
রাজনীতি হোক মানব সেবা
শান্তির জন্য চুক্তি।

হানাহানি, টেন্ডারবাজি
বন্ধ হোক চিরতরে,
সুখের পিদীম উঠুক জ্বলে
বাংলা মায়ের ঘরে ঘরে।

আবু সাইদ, মুগ্ধরা সব
শান্তি যেনো পায়,
ওদের রক্ত হাতে নিয়ে
শপথ করি সবায়।