মায়ের জন্য কবিতা

মায়ের জন্য কবিতা, মা হারা প্রতিটি সন্তানের নিরব আর্তনাদ। একজন মানব মানবী জন্ম থেকে মৃত্যু অবধি প্রতিটি মুহুর্তে যার ভালোবাসা খুঁজে ফিরে, সে একজন মা, একজম মমতাময়ী মা, ভালোবাসার এক বিশাল নদী।

মায়ের জন্য কবিতা

খুব সকালে ডাকতো আমায়
একটি পাখি রোজ,
সেই পাখিটা হারিয়ে গেলো
পাইনা যে তার খোঁজ।
সেই পাখিটার মিষ্টি ডাকে
ছিলো মায়া ভরা,
সেই মায়াটা হারিয়ে আমি
হলাম দিশেহারা।
সেই পাখিটা খুঁজি আজো
সাড়াটা দেশ জুড়ে,
সেই পাখিটা উড়েই গেলো
আমায় একলা করে।
সেই পাখিটা ডাকে না আর
ভাংগায় না যে ঘুম,
রাখেনা আর মাথায় হাত
দেয়না গালে চুম।
সেই পাখিটা ফিরবে না আর
জানি কোনোদিনি,
সেই পাখিটার জন্যে সদাই
চোখে নামে পানি।
হারালো আমার সোনালী ভোর
সেই পাখিটার সাথে,
কাটছে জীবন অন্ধকারেই
বিরহের সাথে।

– শওকত আকবার

মহান রাব্বুল আলামীন আমার মায়ের সাথে, প্রতিটি অন্ধকার করবের মাকে জান্নাতবাসী করুন। আমিন।.

– শওতক আকবার

 

মায়ের জন্য কবিতা

মহান রাব্বুল আলামীন আমার মায়ের সাথে, প্রতিটি অন্ধকার করবের মাকে জান্নাতবাসী করুন। আমিন।