প্রার্থনা..

প্রার্থনা.. হে আল্লাহ তোমার কাছে হাত তুলে ক্ষমা চাই। ক্ষমা করো। তুমি রহমান, তুমি রহীম। তুমি ছাড়া তো কেউ আর ক্ষমা করার নাই। হে আল্লাহ্ ক্ষমা করো।

প্রার্থনা..
মোহাম্মদ শওকত আকবার

মাফ করো আমারে প্রভূ
মাফ করো আমারে,
কি নিয়ে যাবো আমি
অন্ধকার কবরে,
থাকবো কি করে সেথায়
সাপ বিচ্ছুর ঐ ঘরে,
মাফ করো আমারে
আল্লাহ্ মাফ করো আমারে।

ঘুরলাম, ফিরলাম, খাইলাম, দাইলাম
করলাম কতো কি
মিছে মায়ায় বাঁধলাম আমি
ঠুনকো বসতি।
লোভের মাঝে রইলাম পড়ে
জনম ভরে..
মাফ করো আমারে
আল্লাহ্ মাফ করো আমারে।

চিনলাম না কি সত্য মিথ্যা
ভালো কি আর মন্দ,
কাটলো নাতো এই জীবনের
কোনো দ্বিধাদ্বন্ধ,
পাপের বোঝা করলাম ভারি
নফসের ধোকায় পড়ে।
মাফ করো আমারে
আল্লাহ্ মাফ করো আমারে।

প্রার্থনা

অচিন পাখি ধোকা দিয়ে
যাবে উড়িয়া,
পোষলাম যারে এতোটাকাল
আপন করিয়া।
ভাবিনি সে চলে যাবে
আমায় একা করে।
মাফ করো আমারে
আল্লাহ্ মাফ করো আমারে।

স্ত্রী সন্তান ভুলেই যাবে
তিনদিনেরও পরে,
বুকে টেনে নিবেনা কেউ
আপনও করে।
একলা শুধুই কানবো পড়ে
অন্ধকার কবরে,
আল্লাহ অন্ধকার কবরে।
মাফ করো আমারে
আল্লাহ্ মাফ করো আমারে।

তুমি ছাড়া সঙ্গী নাই কেউ
মাটির অইনা ঘরে
একটু আলো জ্বালিয়ে দিও
আমার শিয়রে,
থাকতে একা পারবোনা সেথায়
যাবোই মরে ডরে।
মাফ করো আমারে
আল্লাহ্ মাফ করো আমারে।