যদি সত্যিই হয়

যদি সত্যিই হয়; কবিতাটি আগষ্ট, ২০২৪ সালের ভয়াবহ বন্যা নিয়ে রচিত। বাংলাদেশ বলেছে আগাম সতর্কতা ও প্রস্তুতি নেয়ার সুযোগ না দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে ডাম্বুর বাঁধ খুলে দেয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে আর ড্যাম খুলে দেয়ার অভিযোগটি নাকচ করে দিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।

যদি সত্যিই হয়
– মোহাম্মদ শওকত আকবার

স্বেচ্ছায় তুমি খুলে দিলে বাধ
ভাই ত্রিপুরা,
শত শত মানুষ করিলে নিধন
লাখো গৃহহারা।

ঘর বাড়ি, ফসলি জমি
সবি কাড়িয়া নিলে,
গোয়ালের গরু, পুকুরের মাছ
বানে ভাসাইয়া দিলে।

কি অন্যায় ছিলো আমাদের
আমরা তোমার পর?
ক্যামনে করিলে এমন বর্বরতা
হলে বর্বর।

এ যে নিষ্ঠুরতা , এ যে অন্যায়,
একবারই কি উঁকি দেয় নাই
বোধের আংগিনায়।

মানব হয়ে মানব নিধন
আমাদের কি শোভা পায়?
কে আছে আসাম, উড়িষ্যা, মেজোরাম,
কেবা ত্রিপুরা, বাংলায়।

মানবের কি কোনো দেশ হয়?
হয় কি জাত পাত?
সাড়া পৃথিবিই মানব আবাস
সবাই রহিম, রতন লাল নাথ।

ত্রিপুরা আর পুর্ব বাংলা
দুই পারে দুই ভিটি,
আমরাতো মানুষ একই পরিবার
একই আমাদের মাটি।

দুইদিকে দুইখান হতে পারে ভিটি
মানুষের আকার দুই নয়,
হিন্দু মুস্লিমের রক্ত তো লাল,
কারো কৃষ্ণকায় নয়।

স্বার্থের টানে যদি হয় এই
ঘটনার সুত্রপাত,
মোদি কিংবা মানিক সাহা
বলবো “নিপাত যাক”।

শত্রুতার ফল হয় কি ভালো
মনে রেখো মানিক আর মোদি,
তোমাদের জনতাই কাড়িয়া নিবে
তোমাদের ঐ গদি।

জাত পাত ভুলে জনতা
ধরবে চেপে  টুটি,
“রাম, রাম” যপোনা যতোই
হবেনা মুক্তি।
ভাংবে সেদিন জনতা মিলিয়া
সকল অসংগতি?

তারা তো কভু নিবেনা মানিয়া
জুলুম এই অন্যায়,
মানব খুনের দায়ে
হতে হবে দাঁড়
জনতার কাঠগড়ায়।

সৃষ্টি করেছো বিভেদ তোমরাই
হিন্দু মুসলমানে,
তোমরাই রাঙাও সবুজ মাটি
মানবের লাল খুনে।

মজলুমের কি তাগত দেখো,
উদাহরন বাংলাদেশ,
“হরি বল”, বলে তোমার জনতাই
করবে দিনের শেষ।

সেদিন আর বেশি দুরে নয়
মানিক সাহা আর মোদি,
তোমাদের দিকেই বাক নিবে দেখো
মানব খুনের নদী।

ভয়াবহ বন্যা নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল কোনো কোনো উপদেষ্টাকে বন্যার ভয়াবহতা নিয়ে কথা বলতে দেখা গেছে। তারা অভিযোগ করেছেন, “বাংলাদেশকে আগাম সতর্কতা ও প্রস্তুতি নেয়ার সুযোগ না দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে ডাম্বুর বাঁধ খুলে দেয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।”
আগাম সতর্কতা ছাড়াই ড্যাম খুলে দেয়ার অভিযোগ নাকচ করে দিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।

সম্পাদকীয়, দৈনিক সংবাদ
রোববার, ২৫ আগস্ট ২০২৪