ভালোবাসার মাপকাঠি

ভালোবাসার জন্য হাতরে ফিরি, মিছে মিছিই.. মন মানেনা। কেউ ভালবাসেনা; বুঝি। তারপরেও আবার.. হাত বাড়াই.. মন মানেনা..

সর্বস্ব দিয়ে ভালোবাসি। হৃদয় উজাড় করে ভালোবাসি। কতটুকু ভালোবাসলে যে ভালোবাসা পাওয়া যায়, সেই মাপকাঠিটাই বুঝি না। সমগ্র জীবনে বুঝলামও না।

তৃষ্ণার্ত পথিকের ন্যায় ভালোবাসা খুজেঁ ফিরি, পাত্রে অপাত্রে। ভালোবাসার তৃষ্ণা মেটানোর জন্য। মেটে না..

ছোটো বেলায় মা মরে গেলো।  বুঝ টুঝ হবার আগেই। মায়ের ভালোবাসায় মাত্র কিছূদিন সজিব ছিলাম। তারপর.. জন্মদাতা বাবা, আর মায়ের পেটের ভাই-বোনদের ভালোবাসা ? সবই ইতিহাস..

ছন্নছাড়া এক ভালোবাসাহীন জীবন..?

পথভোলা পথিকের ন্যায় দিক বিদ্বিক হারিয়ে ছুটে চলা.. ভালোবাসার পেছনে..

নতুন পথের বিরতীহীন যাত্রা.. ভালোবাসার সন্ধানে,

দিন

মাস

বছর

যুগ

পেরিয়েও মিলেনি ভালোবাসা। পাইনি ভালোবাসার সাক্ষাত।

ভালোবাসা সবাই পায়না। ভালোবাসা স্রষ্টার দেয়া এক নেয়ামত। সবার ভাগ্যেও আর জুটে না এই নেয়ামত। যাদের ভাগ্যে জুটে তারা ভাগ্যবান। আর যার ভাগ্যে জুটে না, সে আমারি মতোন বোধহীন..

একজন বোধহীন মানুষ মিছে মিছিই খুজেঁ ফেরে ভালোবাসা।