বাবা মার জন্য দোয়া..

আল্লাহর পক্ষ থেকে দেয়া এক নেয়ামত হচ্ছে  বাবা-মা । সন্তানের জন্য এই দুনিয়ার জীবনে শেষ্ঠ সম্পদও বটে। এমনই এক সম্পদ, যে সম্পদের বিনিময় মূল্য এই পৃথিবীতে এখনো সৃষ্টি হয়নি আর ভবিষ্যতে হবেওনা।

আল্লাহ্ রাব্বুল আলামীন পবিত্র কোরানের মাধ্যমে সেই বাবা-মা জীবিত থাকুক আর নাইবা থাকুন, তাদের জন্য  দোয়া করার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। আর সেই সব দোয়ায় আছে নিজেদের (সন্তানদের) জন্য কল্যান।

বাবা মার জন্য দোয়া
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

উচ্চারণ : ‘রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।’

অর্থ : (হে আমাদের) পালনকর্তা! তাদের (বাবা-মা) উভয়ের প্রতি দয়া কর; যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৪)

একজন সন্তানের জীবনে বাবা-মায়ের শূন্যতা কোনো কিছুর মাধ্যমেই পূরন করা যায় না.. – মোহাম্মদ শওকত আকবার