শবে কদরের বিশেষ দোয়া

হজরত মা আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা পেয়ারা নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে জানতে চাইলেন, যদি আমি শবে কদর পেয়ে যাই, তাহলে কী দোয়া করব? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন –

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারন : আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি।

অর্থ : হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করে দিন।

আসুন জানি, শব্দে শব্দে উচ্চারন ও অর্থ –

আরবী –    উচ্চারন –      অর্থ

اللَّهُمَّ – আল্লাহুম্মা –  হে আল্লাহ

إِنَّكَ – ইন্নাকা – নিশ্চয় আপনি

عُفُوٌّ – আফুউন – ক্ষমাশীল, ক্ষমার আধার

تُحِبُّ – তুহিব্বুল – আপনি পছন্দ করেন

الْعَفْوَ – আফওয়া – ক্ষমা করতে

فَاعْفُ – ফাফু – অত:পর ক্ষমা করুন

عَنِّي – আন্নি –  আমাকে।

আল্লাহ্ সুবহানাহু তায়ালা মর্তবা সম্পন্ন এই দোয়াটি আমাদের সকলের জীবনে লাইলাতুল ক্বদরের রাত্রিতেই শুধু নয়, সদা সর্বদা আমল করার তৌফিক দান করুন। আমীন।