বেহুদা প্যাঁচাল

বেহুদা প্যাঁচাল হলো জীবনের গাড়ি ঠেলতে ঠেলতে ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলোর রোনাজারি আর মন্ত্রী আমলাদের কুৎসিত, বিভৎস জীবনযাপনের ছোটটো একটি ফর্দ । একদিকে দ্রব্যমূল্যের উর্ধগতিতে হিমশিম খাওয়া মানুষ, অন্যদিকে অকস্মাৎ ফুলে ফেঁপে উঠা এমপি, মন্ত্রী, সরকারি আমলা থেকে শুরু করে সরকার দলীয় লোকদের দৃষ্টিভঙ্গির আলোকপাত।

বেহুদা প্যাঁচাল
-শওকত আকবার

চাউলের দাম বাড়ছে দেশে
মাংশের দামো ম্যালা ?
এক জাতের লোক হুদাই চিল্লায়
বাড়ায় দেশে জ্বালা।

মাথা মোটা মুর্খ তারা
বুদ্ধি শুদ্ধিহীন,
দেশের জঞ্জাল বাড়ায় তারা
দিনের পর দিন।

সব্জি টবজি ওরাই খায়
ঐসব খেতে পারিনা,
ঐসবের দাম বাড়লে কমলেও
আমার কিছু যায় আসেনা।

আলু, মরিচ, পিয়াজের দাম
বাড়লে কি আর এমন হয় ?
১০০/২০০ ব্যাপারনা ভাই,
মাসিক আয় তো কম নয়,

বেতন আছে মাস কাবারি
বোনাস আছে সাথে,
সালামি পাই ফাইলে ফাইলে
বাণ্ডেল আসে হাতে

দেশের টাকা শেষ হইলেও
ফাইলের টাকার কমতি নাই,
দ্রব্য মুল্যের চিন্তা করা
সময় নষ্ট বেহুদাই।

এমপি আছে, মন্ত্রি আছে
আছে মজুতদার,
যার যা ইচ্ছা করে করুক
দেখবে তা সরকার।

আমার কাজ ফাইল দেখা
টাকার মেশিন খোঁজা,
বছর বছর হজ্ব করা আর,
করা নামায রোজা

কে মরিলো কে বাঁচিলো
জানার নাই দরকার।
জন্মিলে মরিতে হয়,
বাণী যে স্রষ্টার।

যায় রাজা, আসে রাজা
আমার চেয়ার পারমানেন্ট,
সুপার পাওয়ার এই চেয়ারের
আমিইতো এক গভর্মেন্ট।

নিজে বাঁচলে বাপের নাম
জ্ঞানীদের বানী,
তাদের কথাই হর হামেশা
চলছি আমি মানি।

নিত্যপণ্য আর দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে একশ্রেনীর লোকের উপহাসের চিত্র। তাদের দৃষ্টিতে বেশতো চলছে দিন। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। মানুষের বেড়েছে আয়। দেশে এখন গরীবের সংখ্যা নেই বললেই চলে। সরকার টিকে থাক ক্ষমতায় হাজার হাজার বছর।

বেহুদা প্যাঁচাল

আমি মুর্খ মানুষ, আমিও চাই দেশে অনন্ত সময়কাল ধরিয়া সরকার ক্ষমতার আসনে উপবিষ্ট থাকুক। তাহার এমপি, মন্ত্রী, আমলা, দলীয় লোকের আরো ফুলিয়া ফাঁপিয়া উঠুক। যতো পারুক দেশের ট্যাকা বিদেশে পাঠাক, আমার তাতে কিস্সু আসে যায়না। আমি একটু সুখ শান্তিতে থাকবার চাই। আমার আয়ের সাথে ব্যায়ের মাত্রাটা যেন সমান তালে রাখিতে পারি, আমি তাহাই চাই। চাউলের দাম একটু কম হইলে, মাসের উনত্রিশখান দিন যেন শাক, লতা, পাতা দিয়া ভোজন করিতে পারি। মাসে যেনো একবার, একবেলা সাধের বউ আর জন্ম দেয়া বাচ্চা কাচ্চাগুলারে লইয়া গরুর গোশত দিয়া কয় লোকমা ভাত খাইতে পারি। আমার তো এর চাইতে আর বেশী কিসসুর দরকার নাই।

আমি ভাই অতো ধর্ম কর্ম বুঝিনা। বাপ দাদার ওয়ারিশসুত্রে মুসলমান। বছর বছর হজ্ব করিবারও ইচ্ছা আমার নাই। আমিতো নিজেই চলতে পারিনা। ঐসব পালন করবার ট্যাকা কই ? সারাক্ষন কেবলি বেহুদা প্যাঁচাল পারি, আমারতো বুদ্ধি শুদ্ধি নাই, তাই চর্ম চক্ষ্যে যাহা দৃশ্যমান হয়, তাহা লইয়াই একটুসখানি আকিবুকি করি। আপনেরা আবার এইসব আন্ডাপচা কথাগুলারে প্যাচাইয়েন না। আমি ভাই শান্তিকামী লোক, শান্তিতে থাকবার চাই। আপনারাও শান্তিতে থাকেন, উপর ওয়ালার কাছে আপনাদের জন্যিও দোয়া করিবো। আইজকার মতো বিদায়..

শওকতবিডি ই-ডকস্ - অফিস এখন আপনার হাতেইShowkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.




কবির আর্তনাদ

কবির আর্তনাদ এ যেন প্রতিটি মানুষের বিবেক নাড়া দেয়া এক কলমের আঁচড়। কবির হৃদয়ের মাতম যেন সমগ্র জাতীর হৃদয়ের হাহাকার।

কবিরা সমাজ-সংসার, জাতী-জাতীয়তার প্রচার-প্রশারে, মানবতা-ধর্ম উন্নয়নের এক সচেতন বহুমুখী কর্মকার। তারা ঘুনে ধরা সমাজ ভাঙ্গে, উন্নততর সমাজ গড়ে, তারা অধর্মের প্রতিবাদ করে, ধর্মের সুশীতল বানী প্রচার করে। তারাই সমাজের বিবেক। আজ সেই কবির কথা মূল্যহীন, কবির বানী আজ ষ্টীম রোলারে পিষ্ট। কবি আজ নিঃস্ব, কবি সর্বশান্ত। তাই কবির আর্তনাদ ভেসে বেড়ায় আকাশে বাতাসে, সর্বত্র, সর্বখানে।

অসত্যের হুলিখেলায় মেতেছে জাতি,
সত্য কাঁদে গুমড়ে,
দাঁত কেলিয়ে হাসে শয়তান,
মানবতা রক্তাক্ত হয়-
তার বিষাক্ত কামড়ে।

আদম আমরা শ্রেষ্ট জাতি
ভুলে গেছি আজ,
শয়তান আমাদের শোষন করছে
চলছে তাহারি রাজ।

মানবের সুরতে আসলে আমরা
শয়তানেরি চেলা,
শয়তান আমাদের যেভাবে খেলায়
সেভাবেই করি খেলা।

বোধের কারিগর সুইসাইড করেছে
বহু বছর গত,
বোধহীন মনুষ্যকুল শয়তানের পায়ে
সেজদায় অবনত।

প্রেম প্রিতী ভালবাসা
ছেড়ে গেছে প্রিথিবি,
কবিতাও গিয়াছে বনবাসে তাই
মাথা ঠুকে যে কবি।

রাগ করোনা ওগো প্রভু
দেখিওনা তোমার জেদ,
তোমার কৃপার জল দিয়ে ধোও
আমাদের সকল ক্লেদ।

ক্ষমা চাহি তোমারি কাছে
দুহাত তুলিয়া তাই,
তুমি ছাড়া শান্তির সুধা
দেবারতো কেউ নাই।

 

কবির আর্তনাদ

কবির আর্তনাদ আজ শুনবার কেউ নাই। তাই কবির কবিতাও হারিয়ে গেছে অজানায়। অসত্যের অট্রহাসিতে ভয়ার্ত সমাজ, দেশ, জাতী। মানবতা, ধর্ম পলাতক। 

শওকতবিডি ই-ডকস্ - অফিস এখন আপনার হাতেইShowkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.




নেতা সমাচার

নেতা সমাচার : ইহা বর্তমান সময়ের বড়ই কষ্টের একখান চিত্র। নেতা সমাচার, ইহা বড়ই এক কষ্টের বয়ান। কহিতে আজ বড়ই লজ্জা লাগে- সমাজ, দেশ আজিকে নেতায় নেতায় সয়লাব। বড় নেতা, ছোট নেতা, মাঝারী নেতা, পাতলা নেতা, মোটা নেতা, সেচরা নেতা, লুইচ্যা নেতা, উঠতি নেতা, পাতি নেতায় আমার জন্মভূমি টই-টুম্বুর। গৃহে গৃহে নেতা, মহল্লায় মহল্লায় নেতা, পাড়ায় পাড়ায় নেতা, থানায় থানায় নেতা, জেলায় জেলায় নেতা, নেতা আর নেতা। রাষ্ট্রযন্ত্র পরিচালনায় যে সরকার, সেই ক্ষমতাশীন সরকারের দলীয় নেতায় আজ ভরিয়া গিয়াছে সমগ্র দেশ। মেগাসিটি থেকে আরম্ভ করিয়া প্রত্যন্ত পল্লীগৃহেও দাপড়ে বেড়াচ্ছে এইসকল নেতাদের প্রেতাত্না। গৃহ থেকে আরম্ভ করিয়া ফুটপাত, হাট-বাজার দখল করিয়া লইয়াছে এইসব নেতারা। নেতা ছাড়া আম-আদমী খুঁজিয়া পাওয়া আজ বড়ই মুশকিল।

দেশে কাক বেশি না নেতা বেশি
প্রশ্ন করা হলে-
নেতায় ভরে গেছে দেশ
জবাবে ছাত্র বলে

বুঝলে কিভাবে ব্যাখ্যা দাও
টিচার জানতে চান-
বলছি স্যার বুঝিয়ে, একটু দাড়ান

বাবা হলেন সভাপতি আমার মহল্লার,
মা আমার সেক্রেটারি,মহিলা সংস্থার,

বড় ভাই ছাত্র নেতা, চাচা ক্যাশিয়ার,
দাদার পদ উপদেষ্টা, দাদী প্রচার,
নানি আমার বন সম্পাদক, নানা পশু নেতা,
আমি দেখেন এই স্কুলের
সকল ছাত্রের মাথা।
আপনি আছেন প্রচার পদে শিক্ষক সমিতির,
হেড স্যার হলেন আহবায়ক সেই কমিটির,

ম্যাথ টিচার ম্যাথ সোসাইটির তথ্য সম্পাদক,
বোটানি ম্যাডাম নারী অধিকারে দিচ্ছেন হাক ডাক,
বানিয়েছেন নতুন দল ধর্ম স্যারকে নিয়ে
হুজুর আমার শেভ করেছেন সমাজ উন্নয়নে,
দপ্তরি ব্যাস্ত দপ্তর নিয়ে স্বাধীকার আন্দোলনে,
বুয়া দৌঁড়ায় বাড়ি বাড়ি বিধবার কল্যানে,
সাংগঠনিক সম্পাদক ঈমাম সাহেব
“ল্যান্ড মিডিয়া” দলে,
বেচা-বিক্রি জমি জমা
তার আদর্শের মুলে।

বুঝেচি বুঝেছি হয়েছে অনেক
একটু ক্ষেমা দে
নিজের কাছে লাগছে শরম
ঢেড় হয়েছে-

থামলে কি আর হবে স্যার
বলতে দেন না কিছু
নেতাগিড়ি বিশাল প্রতিভা
বাকি সবাই কচু-

আমার দেশের মাটি কনা
এতোটাই উর্বর,
নেতার সৃষ্টি হতেই থাকে
বছরের পর বছর।

– শওকত আকবার

বিশেষ দ্রষ্টব্য : ইহা কেবল একজন আবাল মুর্খের নিজস্ব দৃষ্টিভঙ্গিই বটে। মুর্খ তো আর নিজে কিছু করিবার মতোন ক্ষেমতা রাখেনা, তাই সাচ্ছন্দে পরনিন্দা করিয়া বেড়াইতেই মুর্খ ভালোবাসে। ইহাতে মুর্খকে আপনি ভৎসর্না করিলেও মুর্খের গায়ে কোনোরকম ফোশ্কা পড়িবেনা বা মুর্খেরও কোনোরুপ পরিবর্তনও ঘটিবেনা। কেননা মুর্খ সে-তো মুর্খই। ভালোমন্দ বুঝার মতোন জ্ঞান কি মুর্খ রাখে ? যদি তাই রাখিতো তাহা হইলে কি মুর্খ এইরুপ আন্ডাপচা কবিতা রচনা করিতো ?

নেতা সমাচার

শওকতবিডি ই-ডকস্ - অফিস এখন আপনার হাতেইShowkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.




জীবন সায়াহ্নে

জীবন সায়াহ্নে কিভাবে কখন যে পৌঁছে গ্যাছি, টের পাইনি। পূবের রবি ডুবে যাবে খানিক বাদেই। ঘোর অমানিশায় হারিয়ে যাবে এই অহমিকার জীবন। কে আমি ? কি ছিলাম ? কিইবা আমার পরিচয়, ঘুঁচে যাবে নিমিষেই। পেছনে পড়ে থাকবে একটি মিছে মায়ার সীমাহীন প্রিথিবি। যার হাতে আমার জীবনের নাটাই, এবার বুঝি সেই ঘুড়িওয়ালা সুতো নিবে গুছিয়ে।

জীবন সায়াহ্নে

হামাগুড়ি দিয়ে পেরিয়ে এসেছি
বয়েসের বিশ আনা,
মৃত্যুর দূত নিয়ে এলো বুঝি
মৃত্যুর পরোয়ানা

সাংগ হবে ভবলীলা,
থামবে জারিজুরি,
সুতো কেটে এবার উড়েই যাবে
জীবনের রংগিন ঘুড়ি।

– শওকত আকবার

জীবন সায়াহ্নে

Showkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.




মুর্খের অকবিতা..

মুর্খের অকবিতা হচ্ছে মুর্খের বাস্তব দৃষ্টিভঙ্গির আলোকপাত। العلماء ورثةً للأنبياء “আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া” আলেম ওলামারা হচ্ছেন নবী-রাসূলদের ওয়ারিশ বা উত্তরাধিকারী। আমরা মুসলমান হিসেবে যেসব আলেম ওলামাদের দেখানো পথে চলবো, আজ সেইসব আলেম ওলামারাই দলে দলে বিভক্ত। তাদের দু’একটি বৈশিষ্ট্যের উদাহরন নিম্নরুপ :

এই আলেমে ঐ আলেমে
চলছে ভিষন দ্বন্ধ,
অভিনয়ে সেরা সবাই
দেখে পাই আনন্দ-
ছন্দে ছন্দে বলবো তাদের
সকল ভালো মন্দ।

অমুক বলেএইটা হারাম
আমি বলি না,
এটা হলো বিদায়াত
সে জানে না,
দাঁড়ি টুপি নিয়েও অনেক
আলেম রুপি যালেম,
আমার মতো জ্ঞানি হলেই
হবে সে আলেম।
কোরান হাদিস কয় খান পড়ছে-
আমার থেকে বেশি ?
অবশ্যই না, কোরান, হাদিস পড়ছি আমি
সকাল দুপুর নিশি।
ওয়াজ করে টাকা নেয় সে,
ধর্ম বেঁচে খায়,
আমি ভাই নেইনা টাকা
চলি হাদিয়ায়।
হজ উমরার ক্ষেপ মারি
মাসের পর মাস,
অর্থ আসে এভাবেই
নাই কোনো আর কাজ।
আমার কন্ঠ মিষ্টি মধুর
গাইতে পারি গানও,
আমার মতো ফুটবল খেলোয়ার
আছে নি আর কোন্ও।
আমি হলাম অল রাউন্ডার,
আলেম সমাজের মনি,
কোরান, হাদিস, ইজমা কিয়াস
আমিই বেশি জানি।
হারাম হালাল জানতে হলে আমার চ্যানেলে,
লেগে থাকুন, সারাক্ষন ইমানদার হলে।
ঐ চ্যানেলে ঢুকবেন্না
আমার এটা আদেশ,
ইমান হারা হয়ে যাবেন
জিবন হবে শেষ।
আজাহারি বলেন মাদানি বলেন
ডিগ্রি কেনা যায়,
ঐসবে আমি যাইনি রে ভাই
চলি প্রতিভায়।
জান্নাত পাওয়া খুবই সহজ
একদমই সোজা,
সময় সুযোগ হইলে তবে
কইরেন নামাজ রোজা।
আমি থাকবো আপনার সাথে
রোজ হাশরের মাঠে,
অনুরোধ করবো আল্লাহর কাছে
জান্নাত যাবে জুটে।
নেক সরকার দেশ চালায়
এমপি মন্ত্রীও আছে,
রাজনিতির কি দরকার আমার
আমিতো তাদের পাছে।
সুদ ঘুস তাদের বিষয়
ন্যায়ের কথা বলে-
রোশানলে পড়ে তাদের
যাবো কোনো জেলে।
এইতো বেশ ভালো আছি,
দোয়া দুরুদ বেঁচে,
মরতে আমি চাইনা ভাই
জেলখানায় পঁচে।

আমি মুর্খ আমার মাথায় আসেনা এসব বিভক্তির কারন। আল্লাহ্ আমাদের এইসব দলাদলি থেকে মুক্তি দিন। আমাদের অন্তরের দৃষ্টিশক্তি মজবুত করে দিন। আমাদের অন্তরের জ্ঞান বাড়িয়ে দিন – আমরা এক নবীর উম্মত হয়ে, একটি দলের মাঝেই যেনো ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি।

মুর্খের অকবিতা বর্তমান সময়ের এক বাস্তব চিত্র। আমাদের চারপাশে তাকালেই আপনি পেয়ে যাবেন এর উদাহরন।

Showkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.

  FORM2Dox

  DOCUMENTCreation Tools




মুর্খের নেতা হওয়া

মুর্খের নেতা হওয়া – একটি কলমের প্রতিবাদ। আমাদের সমাজে ইদানিং এক শ্রেনীর মানুষের নেতা হবার প্রবনতা খুব বেড়ে গেছে। তাদের নেতা হতে হবে। দেয়ালে দেয়ালে বিশালাকৃতির পোষ্টার, ফেষ্টুন, ব্যানার সাটতে হবে। নিজেকে জাহির করতে হবে। ক্ষমতা কুক্ষিগত করতে হবে। এবং এই ক্ষমতার দাপটে দাপড়ে বেড়াতে হবে সমাজ, সংসার, দেশ-সর্বত্র। নেতা হবার মতোন কতটুকু যোগ্যতা আছে, তা বিচার বিশ্লেষন করার মতোন জ্ঞানটুকুও যাদের নেই, তারাই আজ নেতা হবার জন্য অবিরাম তোড় জোড় করে যাচ্ছে। যে যেখানে পারছে, অমুক সমিতি, তমুক এসোসিয়েশন, তকুম অর্গানাইজেশণ, খালি দল, ভরা লীগ, হুদাই পার্টি – নেই, থেমে নেই কেউ। হর্দম গলদঘর্ম হয়ে ছূটে চলছে নেতা হবার আশায়। সেইসব প্রানপন চেষ্টা করা ’নিজপ্রেমী’ ‘মুই কি হনু’ ভাইদের উদ্দেশ্যেই আজকের এই বয়ান:

মুর্খের নেতা হওয়া

আমার একটি ফ্ল্যাট আছে
আছে একটি গাড়িও
নেতা এবার হয়েই যাবো
কেই মানুক না যদিও

কুছ নেহি পরোয়া
হাতে আছে আইফোন
খুলবো গ্রুপ হোয়াটস আপে
হলেই হলো এক দেড় জন

চাকরি যদি ছোটোও
অফিসের তো অফিসার
সমাজপতি হবোই এবার
সামনে দাঁড়ায় কে আমার

“মুই কি হনু” বুঝাতে হবে
হোক না খরচ দু চার লাখ
ব্যাংক থেকে তো নিয়েছি লোন
স্ত্রী সন্তান নিপাত যাক

খাবো কয়দিন ডাটে ফাটে
সাথে নিয়ে দুই চার জন
বাচ্চা কাচ্চা না খেয়ে থাক
তাদের আমার কি প্রয়োজন

নেতা হবো,

পাতি নেতা, ছাতি নেতা, মুরগি নেতা, কদু নেতা, কিংবা হিসু নেতা,
একটা পদ পেলেই এবার
করবো সমাজ ফাতা ফাতা



Showkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form.   It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here. Do not heisted to try this! 

  FORM2Dox

  DOCUMENTCreation Tools

পরিশেষে, দেশ, সমাজ, শিক্ষিত জাতি বিনির্মানে নেতার প্রয়োজন । যে নেতা সমাজের পরিবর্তন আনবে। উন্নয়ন হবে দেশ, বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে জাতি। আমাদের সে নেতার প্রয়োজন।

সাবধান! এমন নেতা নয়, যে নিজেই কিনা ‘নেতা’ শব্দের অর্থ এবং এর কর্মকান্ড সম্পর্কে অবগত নয়। তারা উন্নয়নের পরিবর্তে ধ্বংস করবে আমার সংসার, আমার সমাজ, আমার দেশ ।

আমার সমাজ, আমার দেশ পরিচালনায় দেখুন আজ কারা ? আর কতোটুকুই বা উন্নয়ন হচ্ছে দেশর কতোটুকু উন্নয়ন হচ্ছে দেশের এইসব নেতাদের.. ভাবুন, চিন্তা করুন.. 

দেশটা আপনার! আমার! আমাদের! আমাদের সকলের! আর দেশকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আপনার, আমার, আমাদের, আমাদের সকলের।

নেতা হোন, সত্যিকারের নেতা, দেশপ্রেমিক নেতা, মানবতার নেতা, ধর্মের নেতা, সত্যের নেতা, সাম্যের নেতা, সর্বোপরি মানুষের নেতা।




এফবি সেলিব্রেটি ইদু মিয়া

এফবি সেলিব্রেটি ইদু মিয়া আমাদের সমাজেরই একজন। যে কখনো স্কুলের বারান্দায় পর্যন্ত পা দেয় নাই। সেই ইদু মিয়া ফেসবুকের বদৌলতে এখন একজন সেলিব্রেটি। সে একজন কন্টেন্ট রাইটার। সে মানুষকে জ্ঞান দেয়। তার পোষ্টের ভিউ বাড়ে। মানুষ হাসে। কিছু বুঝুক আর নাই বুঝুক, হোক তার তথ্য মিথ্যা কিংবা সত্য, হোক তা প্লাজিক, বা না জেনেই কারো মুখ থেকে শ্রবন করা- সেই পোষ্ট ভাইরাও (শওকতবিডির ভাষায় ভাইরালের বহুবচন) হয়। উল্টা পাল্টা কমেন্টের পরেও অন্যরা তা জনে জনে শেয়ার করে। আজকের এই কবিতা সেই ইদু মিয়ার জন্যেই উৎসর্গ করা হলো :

যা বলা উচিত নয়, তাই বলছি আজ
যা করা অনুচিত, করছি সেই কাজ।
যার মুখে যা সাজেনা, তার মুখে সেই বানি,
সোশাম মিডিয়ার বদৌলতে, সকলেই আজ জ্ঞানি..
আসুন তা-ই আজকে জানি..

১. এফবি সেলিব্রেটি ইদু মিয়া

ইদু মিয়ার যদু চ্যানেল চলছে বেশ ভালো,
পাছার উপর কাপড় তুলে, দিচ্ছে জ্ঞানের আলো।
২০০k ভিউ তার, রঙ্গ রসে ভরা,
আফসোস, তার জিবনে নাইতো লেখা-পড়া,
নাম লিখতে জানলে তারে কেউ কি খুজে পেতো ?
সচিব, এমপি, মন্ত্রি নয় সে রাষ্ট্রপতি হতো।
মেধার ভারে ইদু মিয়া দেখে শর্ষে ফুল,
এই সময়ে সেই রাইট, বাকি সবাই ভুল।
ইদু মিয়া, কদু বেচে এমবি ঢুকায় ফোনে,
একটা সেকেন্ড এফবি ছাড়া, থাকে ক্যামনে?
বেচতে হবে কদুর সাথে, অল্প কিছু জ্ঞান
একটা পোষ্ট না করলে আজ, থাকে না তার মান।
ইদু মিয়া লিখবে আজ কদুর গুনাগুন,
কদু দিয়ে তৈরি হয়-পান খাওয়ার চুন,
কদু দিয়ে যায় বানানো- কাচ্চি বিরিয়ানি,
কদুর মধ্যে সব ভিটামিন, আমি ইদুই জানি।
কদু দিয়ে যায় বানানো-আপেলের জুস,
কদুর ব্যবসায় নামি আজ, হলিউডের ক্রুজ।
কদুর আচার ভারি মজা চাইনিজরা খায়,
কদুর তেল মাখলে মাথায় জ্ঞান বৃদ্ধি পায়।
এই গুন, সেই গুন, ইদু মিয়া শেখায়,
ভিউ বারে তার পোষ্টের লাইক ইমোজি পায়।
মুরগি ওয়ালা, মাছ ওয়ালা, ফল বিক্রেতা মিলে,
তার পোষ্টে লাইক মারে সবাই দলে দলে।
বাহা বাহা রিয়েকশন দেয় কদুর গুনাগুনে
ইদু মিয়া আপ্লুত হয়, হাসে মনে মনে।
হায়রে আবাল, বোকা চোদা, মুর্খের দল
মনে মনে গালি দেয়, বলে বুঝলিনা আমার ছল-
এফবিতে আজ যা মেখে দেই, সবাই তা-ই খায়,
হবোই এবার বিশ্ব সেরা, কে আমারে পায়।

এফবি সেলিব্রেটি ইদু মিয়া

দিন যাচ্ছে, এফবি সেলিব্রেটি ইদু মিয়া ‘দের সংখ্যা সমাজে বেড়েই যাচ্ছে। বেড়ে যাচ্ছে তাদের দৌরাত্ন্য। নেট ‍দুনিয়ায় জয় জয়কার এই ইদু মিয়াদের। এদের অহমিকার স্টিম রোলারে পিষ্ট হচ্ছে মেধা.. ধন্যবাদ ফেসবুককে, ধন্যবাদ Meta Platforms, Inc কে.. যারা অতি শিঘ্রই ফেসবুকের মতো আমাদের অল্প সময়ের মধ্যে আবারো উপহার দিতে যাচ্ছে একটি নতুন সম্প্রদায়, একটি মুর্খ জাতি। সে দিন আর বেশী দূরে নয়।

Showkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form.   It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here. Do not heisted to try this! 

  FORM2Dox

  DOCUMENTCreation Tools




মায়ের জন্য কবিতা

মায়ের জন্য কবিতা, মা হারা প্রতিটি সন্তানের নিরব আর্তনাদ। একজন মানব মানবী জন্ম থেকে মৃত্যু অবধি প্রতিটি মুহুর্তে যার ভালোবাসা খুঁজে ফিরে, সে একজন মা, একজম মমতাময়ী মা, ভালোবাসার এক বিশাল নদী।

মায়ের জন্য কবিতা

খুব সকালে ডাকতো আমায়
একটি পাখি রোজ,
সেই পাখিটা হারিয়ে গেলো
পাইনা যে তার খোঁজ।
সেই পাখিটার মিষ্টি ডাকে
ছিলো মায়া ভরা,
সেই মায়াটা হারিয়ে আমি
হলাম দিশেহারা।
সেই পাখিটা খুঁজি আজো
সাড়াটা দেশ জুড়ে,
সেই পাখিটা উড়েই গেলো
আমায় একলা করে।
সেই পাখিটা ডাকে না আর
ভাংগায় না যে ঘুম,
রাখেনা আর মাথায় হাত
দেয়না গালে চুম।
সেই পাখিটা ফিরবে না আর
জানি কোনোদিনি,
সেই পাখিটার জন্যে সদাই
চোখে নামে পানি।
হারালো আমার সোনালী ভোর
সেই পাখিটার সাথে,
কাটছে জীবন অন্ধকারেই
বিরহের সাথে।

– শওকত আকবার

মহান রাব্বুল আলামীন আমার মায়ের সাথে, প্রতিটি অন্ধকার করবের মাকে জান্নাতবাসী করুন। আমিন।.

– শওতক আকবার

 

মায়ের জন্য কবিতা

মহান রাব্বুল আলামীন আমার মায়ের সাথে, প্রতিটি অন্ধকার করবের মাকে জান্নাতবাসী করুন। আমিন।




নেতা বনাম কাক

নেতা বনাম কাক : দেশ ভরিয়া গিয়াছে নেতায়। কাকের সংখ্যা পেছনে ফিলিয়া নেতার সংখ্যা আগাইয়া গিয়াছে। এখন কাক গনণা করা যায়, কিন্তু নেতা গননা করা যায়না।

নেতা হইবার কারন কি জানেন ? নেতা হইলে সগলতে সমীহ করে। বানিজ্য করিবার পথ ঘাট খুলিয়া যায়। বস্তায় বস্তায় টাকার চালান চইলে আসে। নেতা হইলে একদা দেশের এমপি, মন্ত্রী হওয়া খুবি সহজতর হইয়া উঠে। খুব বেশী কষ্ট করিবার লাগে না।

শওকতবিডি ই-ডকস্ - অফিস এখন আপনার হাতেইShowkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.




ফ্যাকাশে কবিতা

কবিতার রং আজ ফ্যাকাশে
হারিয়ে যাচ্ছে আমাদের কবিতা
তাই মানুষের মন আজ পাথরের চেয়েও শক্ত
মানুষের চোখ আজ জুজুর মতো ভয়ংকর
আর ব্যবহার সেতো নিষ্ঠুর নির্মম
কোমলতা অভিধানে আজ অস্পষ্ট
মনুষ্যত্ব আজ মরিচিকা

অভিনয় আর অসত্য দখল করেছে কবিতার পংক্তিমালা