একটি পেইন্টিং একটি বাস্তব ঘটনা..

একটি পেইন্টিং একটি বাস্তব ঘটনা, এ অন্য রকম এক ভালোবাসা..

নিচের এই পেইন্টিং টি বাবার প্রতি মেয়ের ভালোবাসার কথায়ই বলে আসছে আজ শত শত বছর ধরে ।

একটি পেইন্টিং একটি বাস্তব ঘটনাএটি হল সিমন, লুই 14 এর সময়ের ঘটনা। একজন দরিদ্র বৃদ্ধকে রুটি চুরির অভিযোগে অভিযুক্ত করে “অনাহারে” তার মৃত্যুদন্ড দেয়া হয়। জেলখানায় তাকে কোনোরকম খাবার পানিয় পরিবেশন করা হবেনা। অনাহারেই হবে তার মৃত্যু।

এভাবে বেশ কিছুদিন অবিবাহিত হবার পর, বৃদ্ধের মৃত্যু হচ্ছেনা দেখে কারা কর্তৃপক্ষ অবাক হয়। এর নেপথ্যে কি তা সন্ধান করে। কোনো কিছুই তাদের দৃষ্টিগোচর হয়না।

এক পর্যায়ে অনেক অনুসন্ধানের পরে, বেরিয়ে আসে আসল ঘটনা। বৃদ্ধের মেয়ে পেরো জেলে তার বাবার সাথে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিল। এবং সে প্রতিদিন তার বাবাকে দেখা করার সময় বুকের দুধ খাওয়াতেন। যার ফলে বৃদ্ধ অভিযুক্ত হবার পরে কখনোই তার শরিরে খাদ্য পানিয়ের ঘাটতি হয় নাই।

অবশেষে বাবার প্রতি মেয়ের ভালোবাসা দেখে বাবাকে মুক্তি দেন বিচারকরা।

একটি পেইন্টিং একটি বাস্তব ঘটনা.. মানুষ মাত্রই যার ভেতর নাড়া দেয়।