ওমানের ভিসা চেকিং

Oman Visa Checking System হচ্ছে ওমান গমনিচ্ছুদের ভিসার জেনুয়িনিটি চেক করার প্রক্রিয়া। ওমানের ভিসার জন্য কি আপনি আবেদন করেছেন বা ভিসা হাতে পেয়েছেন ? ভিসাটি কি জেনুইন না ফেক, তা জানতে চাচ্ছেন ? কিভাবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটি চেক করবেন তাই জানাবো আজ।

কারো কাছ থেকে ভিসা হাতে পেয়ে থাকলে অবশ্যই আপনার উচিত হবে ভিসাটি চেক করা। সেটা আপনি এ্যাম্বাসীর মাধ্যমেও জানতে পারেন অথবা অনলাইনে ঘরে বসেই জানেতে পারেন জেনুয়িনিটি।

আবার অনেকেই আছেন ভিসার জন্য এ্যাপ্লাই করেছেন, ভিসা ফি জমাও দিয়েছেন। ভিসা পাবার অপেক্ষায় আছেন। তারাও এখান থেকে জানতে পারেন ষ্ট্যান্ডার্ড ভিসার আবেদন অনুমোদিত  হয়েছে কিনা।

অনলাইনে ওমানের ভিসা চেকিং

বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে ব্যবসায়ীসহ প্রচুর পরিমানে শ্রমিক প্রবশে করে ওমানে। শ্রমিকের প্রচুর চাহিদা থাকায় সব ধরনের বাংলাদেশী শ্রমিকদেরও টার্গেট থাকে ওমানে প্রবেশের। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে ওমান গমনের আশায় এইসব নিরীহ শ্রমিকেরা এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীর হাতে হচ্ছে সর্বশান্ত। অসাধু ব্যবসাীয়ারা একটি ফেক ভিসার কপি হাতে ধরিয়ে দিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

আপনি যদি সেই শ্রমিক শ্রেনীর মাঝে থেকে তাকেন তাহলে আমার এই আর্টিকেলটি আপনার বিন্দু মাত্র হলেও উপকার করবে।

ওমানের ভিসা চেকিং এ যা প্রয়োজন

  • ভিসা এ্যাপ্লিকেশন নাম্বার,
  • ট্রাভেল ডকুমেন্ট নাম্বার।

ওমানের ভিসা চেকিং এ নিচের ধাপগুলো অনুস্বরন করুন

  • কম্পিউটার বা মোবইল ফোনের যে কোনো ব্রাউজারে থেকে evisa.rop.gov.om/ এ যান,
  • নিম্নোক্ত স্ক্রীন প্রদর্শিত হবে।

oman-visa-checking-system
Royal Oman Police

  • উপরের মেনু থেকে Track Your Application অপশনে ক্লিক করুন।
  • Visa Application Number (*) (ভিসার আবেদন নাম্বার লিখুন),
  • Travel Document Number (*) (ভ্রমন ডকুমেন্ট নাম্বার লিখুন),
  • Document’s Nationality (*) (জাতীয়তা নির্বাচন করুন);
  • Text Verification (*) ক্যাপচা টাইপ করুন।
  • সার্চ অপশনে ক্লিক করুন।

নিচের স্ক্রীনের মতো আপনার ভিসার ডিটেইলস্ আসবে । যেখানে আপনার ভিসার ষ্ট্যাটাস প্রদর্শিত হবে।

oman-visa-checking-system
Oman eVisa Tracking Status

আপনি আপনার ভিসার বর্তমান অবস্থান জানতে পারবেন। প্রয়োজনে আপনি পেমেন্ট ষ্ট্যাটাসও পিডিএফ থেকে প্রিন্ট করে নিতে পারেন।

যদি আমার এই আর্টিকেল থেকে একটি শ্রমিকও বিন্দু মাত্র উপকৃত হয়। তবেই আমার এই কষ্ট সার্থক। আর আপনার যদি পোষ্টটি ভালো লেগে থাকে শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনার সহযোগীতাই আমাকে আরো ভালো কিছু দেয়ার উৎসাহ যোগাব।

ভালো থাকুন। সুস্থ থাকুন। শওকতবিডি’র সাথেই থাকুন।

আমাকে আপনাকে যারা ঠকিয়েছে বা এখনো ঠকাচ্ছে, তাদের জন্য আফশোশ! অবিনশ্বর ঐ পৃথিবীতে মহান সৃষ্টিকর্তার কাছে তারা কি জবাব দিবে সেদিন, যেদিন আমার আপনার মুখ বন্ধ থাকবে।