জন্ম সনদ চেকিং সিষ্টেম

আসসালামু আলাইকুম। ShowkatBD.com এ স্বাগতম। আশাকরি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ কিভাবে অনলাইনে যাচাই করবেন বা অনলাইন কপি প্রিন্ট করবেন, সে বিষয়ে আলোচনা করবো। বাংলাদেশ সরকার প্রতিটি নাগরিকের জন্ম তথ্য অনলাইনে সংরক্ষন করার সিষ্টেম চালু করেছে। যেন সকলেই সহজে প্রয়োজন মতো অনলাইন কপি প্রিন্ট বা উত্তোলন করতে পারে।

বার্থ বা জন্ম সনদ চেকার

আপনি হয়তো ইতিমধ্যে আপনার নিজের বা আপনার সন্তান বা অন্য কারো জন্ম সনদ হাতে পেয়েছেন। সেটি ডিজিটাল কিনা – তা যাচাই করতে চাচ্ছেন? আসুন সহজেই তা যাচাই করি। এর জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বার এবং প্রকৃত জন্ম তারিখ। ১৭ ডিজিটের কম হলে আপনাকে তা ১৭ ডিজিটে রুপান্তর করে নিতে হবে। আমরা তাও ধারাবাহিকভাবে আলোচনা করবো।

জন্ম সনদ যাচাইয়ের জন্য নিচের ধাপগুলো অনুস্বরন করুন :

  1. প্রথমেই https://everify.bdris.gov.bd এই সাইটে প্রবেশ করুন, নিচের স্ক্রীন শো করবে :

  1. প্রথম ঘরে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার লিখুন । ডিজিট কম হলে Not Found শো করবে। অবশ্যই আপনাকে ১৭ ডিজিটে তা রুপান্তর করে নিতে হবে। (নিচে ১৭ ডিজিট করার বর্ণনা দেয়া আছে)।
  2. দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখুন। অবশ্যই YYYY-MM-DD এই ফরমেটটি অনুস্বরন করুন। যেমন : 2019-11-31
  3. যথাযথ সঠিক ক্যাপটা প্রশ্নের উত্তর লিখুন,
  4. সার্চ অপশন ক্লিক করুন।

জন্ম সনদের সকল তথ্য সম্বলিত নিচের স্ক্রীনটি শো করবে :

  1. বা পাশের সেভ অপশন থেকে পিডিএফ মুডে সেভকরে নিতে পারেন ।

বার্থ বা জন্ম সনদ চেকার

হয়ে গেলো আপনার জন্ম সনদ যাচাই আর সাথে অনলাইন প্রিন্ট কপি।

কিভাবে ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিটে রুপান্তর করবেন ?

কিভাবে ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার ১৭ ডিজিটে রুপান্তর করবেন তা জানিয়ে দিচ্ছি.. এক সময় হাতে লিখা জন্ম সনদগুলো ১৬ ডিজিটের হতো। পরবর্তিতে যখন তা অনলাইন করা হয় জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে সরকার তা ১৭ ডিজিটে রুপান্তর করে।

অনেকেই অনলাইনে তা যাচাই করতে যেয়ে Not Found দেখে ভরকে যায়। এখানে ভরকে যাওয়ার কিছু নেই। যেহেতু হাতে তৈরি জন্ম সনদের শেষ ৫ ডিজিট ব্যক্তগত পরিচিতি নাম্বার ছিলো, আপনি শেষ ৫ ডিজিটের পুর্বে একটা ০ শুন্য বসিয়ে ৬ ডিজিট করে নিলেই হলো। মনে রাখতে হবে, ১৭ ডিজিটের মধ্যে প্রথম ৪ ডিজিট ব্যক্তির জন্ম সাল এবং শেষ ৬ ডিজিট ব্যক্তিগত পরিচিতি নম্বর বহন করে।

আশা করি আমার এই সংকলনটি আপনার উপকারে আসবে। আপনার একটি রিভিউ, শেয়ার, কমেন্ট আমাকে এভাবে আপনাদের পাশে প্রয়োজনীয় আর্টিকেল লিখতে উৎসাহ যোগাবে।

আপনার প্রয়োজনীয় সময় আমার সাথে নষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

Keep Learning

* Character Certificate

* Marriage Certificate

* Notarial Certificate

আমরা ফ্যামিলির ম্যাম্বারদের সুখি ও সর্বদা হাসিখুশি রাখার জন্য তাদের সাথে যে সময় অতিবাহিত করি, তার চেয়ে বেশী সময় অতিবাহিত করি কর্মস্থলে। সেক্ষেত্রে কর্মস্থলই আমাদের সেকেন্ড ফ্যামিলি। সুতরাং সেখানকার মানুষ বা কলিগদের খুশি বা সুখি রাখার দায়িত্বও আমাদেরই। আসুন কর্মস্থলে সকলকে সুখী বা খুশি রাখার জন্য সকলেই চেষ্টা করি। ভালোবাসায় যেন ভরে থাকে আমাদের সেকেন্ড ফ্যামিলি।