বাবা মা’র জন্য দোয়া-৩

আল্লাহ রাহমানির রাহীম পবিত্র কোরানের মাধ্যমে বারংবার জন্মদাতা বাবা-মার জন্য দোয়া করার জন্য সন্তানদের তাগিদ দিয়েছেন। সন্তানদের দোয়া বাবা মার জন্য এক একটি বুলেট। আর বাবা মার দোয়াও সন্তাদের জন্য এক একটি বুলেট। যা কখনোই মিস ফায়ার হয় না। তাই প্রতিটি সন্তাদের উচিত প্রতি নিয়ত জীবিত বা মৃত বাবা মার জন্য আল্লাহ্’র দরবারে হাত তুলে তাদের মাগফিরাতের জন্য কান্নাকাটি করা।

رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارًۢا

উচ্চারণ : ‘রাব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিলমুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাযিদিজ জ্বালিমিনা ইল্লা তাবারা।’

অর্থ : ‘হে আমার রব! আমাকে, আমার বাবা-মাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন আর আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না।’ (সুরা নুহ : আয়াত ২৮)

হে আল্লাহ, আমার বাবা-মা, আমার পূর্ব-পুরুষদের আপনি জান্নাতুল ফেরদাউস নসীব করেন।

আজ আমি আপনি আমাদের বাবা-মার জন্য আল্লাহর দরবারে দু’হাত তুলে কান্নাকাটি করলে, আমার আপনার সন্তানেরাও এক সময় আমার আপনার জন্য কান্নকাটি করবে। এটাই আল্লাহর বিধান.. মোহাম্মদ শওকত আকবার