Google My Business কি এবং কেন

Google My Business কি এবং কেন ?

5
(1)

Google My Business বর্তমান সময়ে যে কোন ই কমার্স বা অন্যান্য বিজনেসের জন্য ডিজিটাল প্লাটফর্ম ছাড়া চিন্তা করা অসম্ভব একটি ব্যাপার। এজন্য GOOGLE এর প্লাটফর্ম GOOGLE MY BUSINESS লোকাল বিজনেস এবং লোকাল এসইও এর জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ। কোন বিজনেসের ডিজিটাল উপিস্থিতি বা ডিজিটাল মার্কেটিং এর জন্য যেসব কাজ করা হয় তার বেশিরভাগ অংশ দখল করে থাকে GOOGLE MY BUSINESS। এটি খুবি গুরুত্বপূর্ণ সার্ভিস, বিজনেসকে ব্র‍্যান্ডিং এবং মার্কেটিং করতে, কাস্টমারদের সাথে কানেক্ট করতে, বিজনেসকে আরো প্রশারিত করতে, বিজনেসের বহুল প্রচারে অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে।

GOOGLE MY BUSINESS কি?

GOOGLE MY BUSINESS এমন একটি সার্ভিস, যা গুগলের মাধ্যমে আপনার বিজনেস বা প্রতিষ্ঠান বা সংস্থার অনলাইন Property / Identity নিশ্চিত করে তাকে। এর ফলে আপনার বিজনেস গুগল সার্চ রেজাল্ট পেজে, গুগল সাজেস্ট অফশনে এবং গুগল ম্যাপে সহজেই খুঁজে পাওয়া যায়।

আপনার বিজনেসের নাম লিখে গুগলে সার্চ করলে কম্পিউটারের ডান পাশে এবং মোবাইলে উপরের দিকে একটি বক্সের মধ্যে বিজনেস লোকেশন, প্রতিষ্ঠানের ফটো, এড্রেস, ফোন নাম্বার সহ বিভিন্ন তথ্য দেখা যাবে। আবার আপনার কোন সর্ভিস বা ক্যাটাগরি লিখে সার্চ করলে সার্চ রেজাল্টে ম্যাপ সহ বিজনেস এর নাম ও আরো কিছু তথ্য দেখাবে। GOOGLE MY BUSINESS পেজে একাউন্ট তৈরী এবং ব্যবসায়িক প্রয়েজনীয় তথ্যাদি দিয়ে কাস্টোমাইজ করার ফলেই এই তথ্যগুলি প্রদর্শন করে থাকে।

GOOGLE MY BUSINESS সম্পর্কে কিছু তথ্য,

বিশ্বের ৮০ শতাংশ মানুষ লোকাল বিজনেস ইনফরমেশনের জন্য গুগলে সার্চ করে। তাই Google My Business এর মাধ্যমে বিজনেস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য গুগলে প্রদর্শিত হয়। সরাসরি Google My Business পেজের মাধ্যমে বিভিন্ন পোস্ট, অফার বা ইভেন্ট শেয়ার করা যায়। এই পোস্টে বাছ বাটন, বুক বাটন বা ওয়েবসাইট এর লিংক বাটন এ্যাড করা যায়।

এখান থেকে বিনামুল্যে সাব-ডোমেইনে ওয়েবাসাইট বানাতে পারেন আপনার বিজনেসের জন্য অথবা আপনার ওয়েবসাইটও অ্যাড করতে পারবেন।

Google Adwords সরাসরি ম্যানেজ করা যায় এবং প্রয়োজন অনুসারে ক্যাম্পেইনও রান করা যায়। এবং সহজেই Insight রিপোর্ট পাওয়া যায়।

কেন ব্যাবহার করবেন ?

১. এর মাধ্যমে গুগল ম্যাপে আপনার বিজনেস লোকেশন দৃশ্যমান হবে ।
২. এর মাধ্যমে আপনি আপনার বিজনেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো সকলের সামনে প্রদর্শন করতে পারবেন। যেমন- বিজনেস নাম, প্রডাক্ট বা সার্ভিস, অ্যাড্রেস, কন্টাক্ট ইনফোর্মেশন, ম্যাপ, বিজনেস আওয়ার, ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি।
৩. ক্লায়েন্ট সহজেই আপনার বিজনেস সম্পর্কে ইনফরমেশন জানতে পারবেন এবং প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন।
৪. এর মাধ্যমে কাস্টমার ইন্টারঅ্যাকশন করা যায়। যেমন, ম্যাসেজিং।
৫. আপনার প্রডাক্ট বা সার্ভিস সম্পর্কে রিভিউ দেখাবে, যা আপনার প্রতি বা আপনার ব্যবসার প্রতি মানুষের মনে বিশ্বাস ও যোগ্যতা বৃদ্ধি করবে।
৬. এটি আপনার বিজনেসকে প্রমোট করবে; যেমন- ব্র্যান্ডিং, রিভিউ ও লোকাল এসইও ইত্যাদি।

GOOGLE MY BUSINESS এর জন্য যারা আবেদন করতে পারবেন,

  • ফিজিক্যাল অ্যাড্রেস আছে এমন যে কোন ব্যবসা প্রতিষ্ঠান; যেমন, ছোট-বড় দোকান, রেষ্টুরেন্ট, জিম, পার্লার ইত্যাদি বা যে কোন সংস্থা বা সংগঠন এর জন্য যারা আবেদন করতে পারবেন

বিজনেসকে গুগলের কাছে লিপিবদ্ধ করে নিন, যেন কাষ্টমার চাইলেই সহজে গুগল সার্চ বা গুগল ম্যাপে আপনার বিজনেসকে খুঁজে পায়।

GoogleNews

image_printআর্টিকেল প্রিন্ট করুন

আর্টিকেল পড়ে আপনার অনুভূতি কি?

রেট দিতে তারকায় ক্লিক করুন!

গড় রেটিং 5 / 5. ভোট কাউন্ট হয়েছে: 1

এখন পর্যন্ত কোনো ভোট হয়নি! আপনিই প্রথম

আর্টিকেল পড়ে ভালো লাগলে...

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

আমাদের জানান কিভাবে আমরা এই আর্টিকেল আরো উন্নত করতে পারি?

Check Also

প্রতি মুহুর্তের প্রয়োজনে এক মাল্টিফাংশনাল প্লাটফর্ম

প্রতি মুহুর্তের প্রয়োজনে

0 (0) প্রতি মুহুর্তের প্রয়োজনে Showkatbd.com, এক মাল্টিফাংশনাল প্লাটফর্ম। যা হতে পারে আপনার অফিস সহকারি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »