ব্লগিং করুন, আয় করুন। Public Voice সমসাময়িক প্রাসঙ্গিক কন্টেন্ট ক্রয়ে আগ্রহী। প্রতিটি কন্টেন্ট 25 টাকা। যত ইচ্ছা কন্টেন্ট লিখতে পারেন। আপনার মাসিক মোবাইল খরচ হয়তো চলে আসবে এখান থেকে।
এ সুযোগ সীমিত সময়ের জন্য..
পাবলিক ভয়েস সবার জন্য উন্মুক্ত বাংলা কমিউনিটির ব্লগ। পাবলিক ভয়েজ প্রকাশের মুখপাত্র। এলোমেলো ভাবনা প্রচারের নতুন সংযোজন। সকল বয়সের, সকল পেশার, মত–ভিন্নমত, ধর্ম–বর্ণ নির্বিশেষে বাংলা ভাষাভাষির আপনা কথন প্রচারের উন্মুক্ত প্লাটফর্ম। আমরা জ্ঞানের কথা বলি না, আমরা আমাদের কথা বলি, আমাদের মতো বলি, আমাদের ভাষায় বলি । আপনার মনের কথা, আপনার আদর্শ, আপনার একান্তই নিজের চিন্তা ভাবনা প্রকাশের এক কমিউনিটি, বাংলা ভাষার ব্লগ কমিউনিটি।
কন্টেন্ট প্রকাশে নেই এডমিনের সংশোধন, বিয়োজনের অপচেষ্টা। সরাসরিআপনার কন্টেন্ট প্রকাশ পাবে ।
আমরা আমাদের মতো, আমাদের নিজস্ব ধারায় বহমান।
জুলাই, 2024, এর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সকল মেধা যোদ্ধাদের নামে উৎসর্গকৃত এই ব্লগ।
লিখুন, বেশী বেশী মন্তব্য করুন, আমাদের সাথেই থাকুন।
কন্টেন্ট নীতিমালা:
ক. কন্টেন্ট মিনিমাম ৩০০ ওয়ার্ড।
খ. আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে লিখুন। নিজস্ব মত, আদর্শ নিয়ে লিখুন।
বিষয়:
ক. অতীতের সকল সরকারের কাছ থেকে আমাদের শিক্ষনীয় ও বর্জনীয়,
খ. দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী বৃদ্ধিতে চলমান জীবনে এর প্রতিফলন,
গ. সরকারী আমলাদের শত শত কোটি টাকা আত্বসাতের উপাখ্যান,
ঘ. প্রশ্নপত্র ফাঁসের কান্ডকারখানা,
ঙ. বৈষম্য বিরোধী আন্দোলন, অত:পর স্বাধীনতা ও আমরা..
যেভাবে লিখা পোষ্ট করবেন :
ষ্টেপ-১
ক. সাইন আপ করুন
খ. ইউজার নেম, আপনার পুরো নাম এবং আপনার, পেশা, হোয়াটস আপ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কমিউনিটিতে যোগ দিন বাটনে ক্লিক করুন।
আপনার ই-মেইলে একটি মেসেজ যাবে। মেসেজ থেকে Active Your Account এ ক্লিক করলেই আপনার নিজস্ব একটি ড্যাশবোর্ড দৃশ্যমান হবে। অর্থাৎ আপনার সাইনআপ কমপ্লিট।
গ. পেজের উপরে দৃশ্যমান New লিখা অপশনে ক্লিক করুন। Post তৈরির জন্য আপনার মূল পেজ আসবে।
ঘ. Add Title ঘরে আপনার আর্টিকেলের টেইটেল দিন।
ঙ. Type/to choose a block ঘরে আর্টিকেল লিখা শুরু করুন। অথবা এমএসওয়ার্ড থেকে বা আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনার আর্টিকেল কপি করে এনে এখানে পেষ্ট করুন।
চ. ডানপাশের Set Featured Image এ ক্লি ক করে ছবি সংযোজন করুন।
ছ. সর্বশেষ Publish বাটনে ক্লিক করলেই আপনার আর্টিকেল সাইটে পাবলিশ হয়ে যাবে।
ষ্টেপ-২
ক. এবার আপনার আর্টিকেলটি ৫টি শেয়ার দিন।
খ. শেয়ারগুলোর স্ক্রীনশট হোয়াটসঅ্যাপ 01783989949 এই নাম্বারে পাঠিয়ে দিন।
গ. এভাবে যতটি ইচ্ছে আর্টিকেল পোষ্ট করতে পারেন। ফেসবুক, ইন্সটাগ্রাম থেকে পোষ্ট কপি করলে কন্টেন্ট রাইটারের নাম অবশ্যই উল্লেখ করতে হবে । প্রতিদিন একজন ব্লগারের ২টি আর্টিকেলের অর্থ প্রদান করা হবে।
ঘ. আপনি যে নাম্বারে অর্থ গ্রহন করতে ইচ্ছুক সে নাম্বারটি আমাদের টেক্সট করে দিন। আর্টিকেল পাবলিশ এবং শেয়ারের ত্রিশ মনিটের মধ্যেই আপনার অর্থ আপনার বরাবর প্রেরন করা হবে।