Marriage Certificate Generate হচ্ছে, অনলাইনে সহজেই একজন কাজী বা রেজিষ্ট্রারের জন্য Marriage Certificate তৈরীর অ্যাপস্। মাত্র কয়েকটি ক্লিকেই তৈরী হবে একটি সার্টিফিকেট।
মেরেজ সার্টিফিকেট কি ?
Marriage Certificate / মেরেজ সার্টিফিকেট হল, এমন একটি সরকারী বিবৃতি যে, দুই ব্যক্তি (নারী ও পুরুষ) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের বিবাহের আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আইনি এখতিয়ারে (মুসলিম বিবাহ) একজন কাজীর মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন করা হয়। এবং উক্ত কাজী এই নারী ও পুরুষের বিবাহ বন্ধনের স্বীয় স্বীয় স্বাক্ষর এবং উক্ত বিয়ের স্বাক্ষীগনের স্বাক্ষর সম্বন্বিত একটি রেকর্ড সংরক্ষন করেন।