Your Office Assistant!

Create office, Personal or Business documents easily.

Thank You Letter Maker | Showkatbd eDocs

Thank You Letter Generator – 100% Free

Thank You Letter হচ্ছে, ধন্যবাদ জানিয়ে লিখিত একটি চিঠি। যে চিঠি কোন ক্লায়েন্ট, বন্ধু বা প্রিয় কাউকে উদ্দেশ্যThank You Letter | Showkatbd eDocs  করে লিখতে হয়। যেমন, আপনার কোন ক্লায়েন্ট, বন্ধু বা প্রিয় মানুষ কোন উপলক্ষে, তা হতে পারে আপনার জন্মদিন, বিয়ে বার্ষিকিতে  আপনাকে কিছু বই, কার্ড, কিছু শো-পিস গিফট করেছে। গিফটি পেয়ে আপনি আনন্দিত। তাকে ধন্যবাদ দিতে চাচ্ছেন, showkatbd eDocs থেকে সহজেই তৈরি করতে পারেন Thank You Letter.

পুরন করুন একটি ফরম, আপনার পছন্দের ডিজাইনে তৈরি হবে ১০টি চিঠি । অর্থাৎ একটি ফরম ফিলাপ করে নিজের পছন্দ মতো ১০ টি ফরমেটের যে কোন একটি ফরমেটে  প্রিন্ট করতে পারেন সহজেই। শুধু প্রয়োজন যত্নের সাথে ফরমটি পুরন।

Thank You Letter Maker | Showkatbd eDocsThank You Letter Generator প্রফেশনাল, ব্যক্তিগত ভাবে এপ্রিসিয়েশন লেটার লিখার এক দুর্দান্ত ফরম। নেই রেজিষ্ট্রেশন, লগিন করার বাড়তি ঝামেলা। চিঠি তৈরিতে আপনার সহকারী। আপনার কর্মপ্রবাহকে গতিশীল রাখার দুর্দান্ত প্রয়াস। Start now..

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Thank You Letter | Easy way to make a letter

Q. Thank You Letter জেনারেটর কী?

A. Thank You Letter হচ্ছে ধন্যবাদ জানানো চিঠি লিখার একটি অ্যাপস্। যার দ্বারা মাত্র কয়েক মিনিটেই তৈরি করতে পারেন একটি চিঠি। চিঠি তৈরি নিয়ে যুদ্ধ করা থেকে মুক্তি দিতেই এই অ্যাপস্। 

Thank You Letter for clients, friens and others

Q. কীভাবে এই জেনারেটর ব্যবহার করবেন?

A. প্রাপকের নাম, পদবী, প্রেরকের নাম, পদবী, প্রতিষ্টানের নাম, ইমেইল সহ ফরমে উল্লেখিত চিঠির তৈরির মেসেজ সমুহ পছন্দ করুন। এবং নিচের টেম্পলেট সমুহ থেকে পছন্দ মতো যে কোন একটি পছন্দ করে ক্লিক করুন।আপনার ধন্যবাদ নোটটি দৃশ্যমান হবে। অর্থাৎ আপনার নোটটি প্রস্তুত, প্রুফ্রিড করে সর্বশেষ প্রিন্ট বোতামে ক্লিক করে প্রিন্ট দিন।

Q. এটি কি বিনামূল্যের?

A. হ্যাঁ! এই ধন্যবাদ লেটার জেনারেটরটি বিনামূল্যে এবং এটির জন্য কোনও সাইনআপ বা লগইন করার প্রয়োজন হয় না।

Q. এই চিঠিটি আমি এমএসওয়ার্ডে কিভাবে নিবো?

A.  চিঠি দৃশ্যমান হলে সম্পূর্ন টেক্সসমুহ কপি করে এমএসওয়ার্ডে পেষ্ট করুন।

Thank You Letter - A Great tools to make a thank you note

Thanks you letter, Thank You Note, Thank You Message একটি চিঠির ভিন্ন ভিন্ন নাম। সারাংশ একই!

Thanks you letter সম্পর্কে কোনও প্রশ্ন বা প্রতিক্রিয়া থাকলে showkatbd2022@gmail.com যোগাযোগ করতে পারেন। চিঠি তৈরিতে আপনাদের সকল ধরনের উপদেশ সাদের গ্রহন করা হবে।

কমেন্ট করুন। আপনার কমেন্ট আরো ভালো কিছু উপহার দিতে আমাকে উৎসাহ দিবে।

পরিশেষে, যদি এই টুলস্ আপনার বিন্দুমাত্র উপকার হয়, তা-ই আমার সার্থকতা। শেয়ার করে আরেক জনকে ব্যবহারের সুযোগ দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, showkatbd.com সাথেই থাকুন। শওকতবিড হোক আপনার প্রতি মুহুর্তের প্রয়োজনের সঙ্গী।

showkatbd eDocs কি এবং কেন ?

সম্পূর্ন একটি সেবা মূলক সাইট showkatbd eDocs. নেই থার্ড পার্টি বিজ্ঞাপন প্রচার। ব্যক্তিগত, ব্যবসায়িক প্রয়োজনে সকল ধরনের চিঠি পত্র তৈরির এক প্লাটফর্ম, চিঠি পত্র তৈরির যুদ্ধ থেকে মুক্তি দিতেই এই সাইট। সকল ধরনের অনলাইন  ব্যবহারিকারীর কথা মাথায় নিয়েই এর পথচলা।

About MD. SHOWKAT AKBER

অফিস, ব্যবসা বা ব্যক্তিগত বিষয়ে প্রতি নিয়ত প্রয়োজন এমন সব চিঠিপত্র তৈরির সহজ পদ্বতি তুলে দেয়ার উদ্দেশ্যেই আমার এই ব্যক্তিগত প্রয়াস। আমার এই প্রয়াস যদি কারো বিন্দু মাত্রও উপকার হয়, তাই আমার সার্থকতা।

Check Also

FREE Thank you Letter Generator

FREE Thank You Letter Generator | showkatbd eDocs

FREE Thank you Letter Generator | Create a thank you letter online. This is a …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!