Marriage Certificate Generate হচ্ছে, অনলাইনে সহজেই একজন কাজী বা রেজিষ্ট্রারের জন্য Marriage Certificate তৈরীর অ্যাপস্। মাত্র কয়েকটি ক্লিকেই তৈরী হবে একটি সার্টিফিকেট।
মেরেজ সার্টিফিকেট কি ?
Marriage Certificate / মেরেজ সার্টিফিকেট হল, এমন একটি সরকারী বিবৃতি যে, দুই ব্যক্তি (নারী ও পুরুষ) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের বিবাহের আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আইনি এখতিয়ারে (মুসলিম বিবাহ) একজন কাজীর মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন করা হয়। এবং উক্ত কাজী এই নারী ও পুরুষের বিবাহ বন্ধনের স্বীয় স্বীয় স্বাক্ষর এবং উক্ত বিয়ের স্বাক্ষীগনের স্বাক্ষর সম্বন্বিত একটি রেকর্ড সংরক্ষন করেন।
মেরেজ সার্টিফিকেট কিভাবে সংগ্রহ করবেন ?
বিবাহের রেকর্ডের দেওয়ানী নিবন্ধনের পরেই একজন সরকারী কর্মকর্তা কর্তৃক মেরেজ সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট বিবাহকে কার্যকর করার জন্য মৌলিক এবং বিবাহে উভয় অংশীদারের (স্বামী ও স্ত্রী) অধিকার ও কর্তব্য নির্ধারণে সহায়তা করে।
// Marriage Certificate Generate //
মেরেজ সার্টিফিকেট কে প্রদান করে থাকেন?
এই সার্টিফিকেট শুধুমাত্র একজন কাজী /রেজিষ্টারই তার অফিশিয়াল সহি স্বাক্ষরের সমন্বয়ে একজন ক্লায়েন্ট (স্বামী/স্ত্রী) কে তার/তাদের দু’য়ের অনুরোধের ভিত্তিতে প্রদান করতে পারেন।
মেরেজ সার্টিফিকেট কেনো প্রয়োজন ?
এই সার্টিফিকেট স্বামী এবং স্ত্রীর পরিচয় বহন করে। সরকারী চাকরী, ব্যাংকের একাউন্ট ওপেন, বিদেশ বিভুইয়ে একের সাথে অন্যের পরিচয় বহন করে এই সার্টিফিকেট।
Showkatbd.comসাইটে পাবেন একটি অনলাইন ডকুমেন্টস্ প্রস্তুত করার টুল। যা একটি অনলাইন ফর্ম ব্যবহার করে কিছু তথ্য পূরন করার মাধ্যমে ডকুমেন্টস প্রস্তুত করতে পারেন। অফিস, ব্যবসায়িক বা ব্যক্তিগত উদ্দেশ্যে তাৎক্ষনিকভাবে একটি ডকুমেন্টস্ প্রস্তুত পাবেন যা আপনার সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় করবে। নেই রেজিষ্ট্রেশন বা লগ ইন করে ডকুমেন্টস তৈরীর বিড়ম্বনা।
মেরেজ সার্টিফিকেটের ব্যাপারে কেবল একজন রেজিষ্টারই তার রেজিষ্টার থেকে তথ্যাদি সংগ্রহ করে তৈরী করতে পারেন এই Marriage Certificate. এবং তার সহি স্বাক্ষরের পরেই সার্টিফিকেটটি উল্লেখিত স্বামী বা স্ত্রীকে প্রদান করতে পারেন ।
এখানে যে সার্টিফিকেট টি দেয়া আছে তা, তৈরীর একমাত্র ক্ষমতা একজন রেজিষ্টারের। তার কাজ সহজ করার উদ্দেশ্যেই আমার এই প্রয়াস ।
যেভাবে তৈরী করবেন মেরেজ সার্টিফিকেট
Make Letter এ ক্লিক করুন। স্বংয় সম্পূর্ন একটি ফরম আসবে।
ষ্টেপ বায় ষ্টেপ আপনি ফরমটি ফিলাপ করে যান। একটি ঘর যেনো বাদ পরে না যায়। তাহলে ফরমের অনেক অংশই অপুর্ন রয়ে যাবে।
প্রিন্ট ব্রাউজার থেকে পছন্দ মতো পেজ মার্জিন ও পেজ সেট আপ করুন।
হেডার ফুটার আনচেক করুন।
Print [প্রিন্ট] দিন।
হয়ে গেলো আপনার মেরেজ সার্টিফিকেট তৈরী। এবার সরকারী রেজিষ্টারের সীল, সহি-স্বাক্ষরের পর্ব।
বি.দ্র. : একজন সরকারী রেজিষ্টার যতক্ষন না এই সার্টিফিকেটে তার সীল, সহি-স্বাক্ষর প্রদান না করবেন, ততক্ষনে এটি একটি সাধারন সার্টিফিকেট হিসেবই গণ্য হবে। কোন মহলেই তা গ্রহন যোগ্য হবেনা।
শওকতবিডি’র প্রতিটি ডকুমেন্টস্ বা লেটার তৈরির সিস্টেম এক। যদি একটি লেটার তৈরী করতে পারেন, তাহলে অন্য লেটার তৈরীতে আপনার কোন প্রকার ঝামলো হবেনা।
আপনার চিঠি প্রুফরিড করুন :
তৈরী করা সার্টিফিকেট প্রুফরিড করতে ভুলবেন না। এটি আপনার যে কোনো চিঠির ত্রুটি বা টাইপোস বা টাইপ মিস্টেক সংশোধনে সহায়তা করবে।
প্রিন্ট প্রিভিউ :
মেরেজ সার্টিফিকেট প্রিন্ট দিলে নিচে প্রদর্শিত ছবির ন্যায় দৃশ্যমান হবে।
Loading...
পিডিএফ করে ফাইল সেভ :
প্রিন্ট ব্রাউজার থেকে আপনি পিডিএফ মুডেও প্রিন্ট করে পিডিএফ ফাইল করে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন।
অনুরোধে : আমি চেষ্টা করেছি মেরেজ সার্টিফিকেট লেখার একটি সহজ পদ্বতি তৈরীর। কতটুকু স্বার্থক তা কেবল একজন ইউজারই বলতে পারবেন। যদি বিন্দুমাত্র উপকার হয় তবেই আমার কষ্ট সার্থক। অনলাইন টিপস নিয়ে রচিত যে কোনো আর্টিকেল পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার ব্যাপারে যে কোনো পরামর্শ সাদরে গৃহিত হবে। সরাসরি ফোন করুন এই নাম্বারে – +8801783989949 অথবা ই-মেইল করতে পারেন – showkatbd2022@gmail.com
সকলের দোয়া কামনায়..। নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ !!