আমাদের ব্লগ থেকে বিন্দুমাত্র উপকৃত হলে দয়া করে একটি রিভিউ দিন! আপনাদের রিভিউ নতুন নতুন আর্টিকেল উপহার দিতে আমাদের সহায়তা করবে।
Good job. Go ahead
Excellent job!
আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরির এডমিন সেকশনে কাজ করছি বহু বছর। আমাকে প্রায়ই এমন ছুটির এপ্লিকেশন গ্রহন করতে হয় আর ষ্টাফদের ছুটির অনুমোদন দিতে হয়। ইতিপুর্বে আমি এমন ধরনেই কোন সফটওয়ার পাই নাই। যা আমার কাজকে অনেক সহজ করে দিয়েছে। আমি ইদানিং এখান থেকেই ষ্টাফদের অনেক চিঠি তৈরি করছি। যেমন : ছুটির দরখাস্ত, অভিজ্ঞতার সার্টিফিকেট, বেতনের ব্রেকডাউন। যদি এই ওয়েব সাইটটি কন্টিনিউ থেকে যায় আমার মতো অনেকেই উপকৃত হবে।