ভুল করলে করনিয়

ভুল করলে করনিয়

4.8
(4)

ভুল করলে করনিয় : ভুল ! অভিধানের ছোটটো একটি শব্দ। কবে বা কখন থেকে বা কে বা কারা যে এ শব্দটি অভিধানে সংযোজন করেছে, আমি অনেক ঘাটাঘাটি করেও পাইনি। আমি মুর্খ বলেই হয়তো তার সন্ধান পাওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই।

বাংলা ভাষার এই শব্দটি কোন সময়কালের তাও আমরা জানা নাই। আমি নাকি অনেক ভুল করি, তাই এই শব্দটির প্রতি আমার খুবি আগ্রহ থেকেই এই অপচেষ্টা.. ।

আমি নিজে প্রচুর ভুল করি। অন্যরা তা ধরিয়ে দেয় এবং আমাকে শেখায়। আমি শিখি। তাদের ভুল হয়না। তারা ভুলের উর্দ্ধে। তারা আমার মতোই দুই হাত, দুই পা, দুই চক্ষুসমেত মানুষরুপি এক ধরনের ভুলহিন প্রানি। যাদের কর্মকান্ডে বা জীবনে ভুল বলে নাকি কোনো কিছুই নেই। তারা (আমার বোকা চোদা দৃষ্টিতে) প্রিথিবি নামক এই গ্রহের নয়!

সেই সব (আবাল চোদা ভিন গ্রহের) বাসিন্দাদের উদ্দেশ্যেই এই প্রিথিবির বিখ্যাত বিখ্যাত মানুষগুলোর বিখ্যাত উকতিগুলো তুলে ধরলাম ।

ভুল করলে করনিয়

টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন ‘অসংখ্যবার’ তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন ‘তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম’ তা শুনে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, ‘মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ।’

বেপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন তার মধ্য দিয়ে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, ‘ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা ।

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, ‘কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি ।

How to change a life বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে How to change a wife হয়ে বের হয়েছিলো তারপর তা বেস্ট সেলার !

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না ।

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তাই বলেছিলেন, ‘উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া ।

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, ‘নিয়ম মেনে কেউ হাটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাটা শিখতে হয় ।

কলিন পাওয়েলের মতে, ‘যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে ।

অন্যতম সেরা ক্রীড়াবিদ্ মাইকেল জর্ডান বলেছিলেন, ‘আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলেই আমি আজ সফল ।

হেনরি ফোর্ড বলেছিলেন, ‘ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ভাই বলেছিলেন, ‘ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ ।

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না ।

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে ! মোছা না গেলে চিত্র হয় না ।

Google News এ বৈশাখীবার্তা24 গুগল নিউজ এ শওকতবিডি

পরিশেষে,

কলম মানসিকতার মানুষগুলোর নিজেকে নির্ভুল ভাবে……! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

ভুল হবে- এটাই জিবন! ভূলকে সংশোধন করে, তা নাহলে মানিয়ে নিয়ে কিংবা তা ভূলে গিয়ে জিবন পরিচালনা করার জন্যেই এই মুনষ্য জাতির স্রিষ্টি।

আমার কথায় বা শব্দ প্রয়োগে কারো মনে যদি বিন্দু মাত্র কষ্টের স্রিষ্টি হয়, তার জন্যে ক্ষমা প্রার্থনা করছি।

ভালো থাকেন, সুস্থ থাকেন- এই কামনায়..

আর্টিকেলে বানান রিতিতে আমার নিজস্ব কিছু রিতি প্রয়োগ করেছি।

ভুল করলে করনিয়

image_printআর্টিকেল প্রিন্ট করুন

আর্টিকেল পড়ে আপনার অনুভূতি কি?

রেট দিতে তারকায় ক্লিক করুন!

গড় রেটিং 4.8 / 5. ভোট কাউন্ট হয়েছে: 4

এখন পর্যন্ত কোনো ভোট হয়নি! আপনিই প্রথম

আর্টিকেল পড়ে ভালো লাগলে...

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

আমাদের জানান কিভাবে আমরা এই আর্টিকেল আরো উন্নত করতে পারি?

Check Also

প্রার্থনা

প্রার্থনা..

5 (2) প্রার্থনা.. হে আল্লাহ তোমার কাছে হাত তুলে ক্ষমা চাই। ক্ষমা করো। তুমি রহমান, …

Translate »