ইউপি সনদ হল, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অনলাইন সনদ তৈরির এ্যাপ্লিকেশন । যা একজন নাগরিকের জন্য ইউনিয়ন বা পৌরসভা কর্তৃক অতি সহজে এবং সুবিধাজনকভাবে সনদ তৈরি করার সমাধান।
লক্ষ্য ও উদ্দেশ্য : আমাদের লক্ষ্য, ইউনিয়ন বা পৌরসভার সনদ তৈরির কার্যক্রমে সহায়তা প্রদান। যেন প্রতিটি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কোন ঝামেলা ছাড়াই কয়েকটি মাত্র ক্লিকে প্রয়োজনীয় বিভিন্ন সনদ তৈরি করতে পারে।
সনদ তৈরি মিনিটের বিষয :
মিনিটেই দক্ষতার সাথে ইউপি বা পৌরসভার সনদ তৈরি করার একটি সহজ সমাধান । সহজ, ফ্রেন্ডলী ইউজার ইন্টারফেস সব ধরনের ব্যবহারকারীন জন্য উপযুক্ত দৃষ্টি নন্দন ও আকর্ষনীয় টেমপ্লেটের সহায়তায় নাগরিকদের জন্য অতি সহজে অল্প সময়ে তৈরী করতে পারেন প্রয়্জেনীয় সব সনদ।আমাদের ফরম ডেটা এন্ট্রিকে দ্রুত করে আর আপনার সময়কে করে সাশ্রয়, বাঁচায় আপনার ইউনিয়ন বা পৌরসভার অফিস খরচ বা এক্সপেন্স। আমরা প্রিমিয়াম নয় একটি ফ্রিমিয়াম সার্ভিস অফার করি।
যদিও আমাদের সার্ভিস ফ্রিমিয়াম কিন্তু টেমপ্লেট এবং চিঠিগুলো অফার করি প্রিমিয়াম ধারার। যেখানে মান সম্মত একটি সনদের প্রতিটি বৈশিষ্ট্য বিদ্যমান।
এই ফরমের মাধ্যমে নিচের সনদসমুহ তৈরি করতে পারেন সহজেই :