Its a digital heaven for multi faceted blooging,
offering more than just words on a screen.

Advertise

Showkatbd.com ব্লগের বিজ্ঞাপন পাতায় আপনাকে স্বাগতম। আমাদের প্ল্যাটফর্মটি একটি বহুমাত্রিক পরিষেবা নিয়ে পথ চলছে। যা শুধুই ব্লগিং নয়, সমগ্র বাংলা ভাষা ভাষির প্রতি মুহুর্তের প্রয়োজনিয় এক ঠিকানা।

এখন আমরা উদ্যোক্তা ব্যবসায়ি এবং স্টার্টআপের বিস্তৃত বিষয়ে আগ্রহী যেকোন ব্যক্তির জন্য একটি গো-টু রিসোর্স হিসেবে কাজ করছি। এখানে, বিজ্ঞাপনের মাধ্যমে আপনি কীভাবে আমাদের ভিজিটরদের সাথে সংযোগ করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরছি।

কেন আমাদের বেছে নিবেন?
Showkatbd ব্লগে প্রদর্শিত বিজ্ঞাপন আপনাকে ব্যবসায়িক মানসিকতার বিভিন্ন ভিজিটরদের কাছে পৌঁছানোর অনুমতি দেয়। আমাদের ভিজিটররা হয়তো নতুন পণ্য, পরিষেবা কিংবা বিজনেস সংক্রান্ত বিভিন্ন ধারণা খুঁজছেন। আপনার বিজ্ঞাপন তাদের সাথে আপনার সম্পর্ক তৈরির সেতুবন্ধন তৈরি করবে। আপনি তাদের সমাধানের অংশ হয়ে উঠবেন  এবং সরাসরি তাদের সাথে ডিল করছেন।

আমরা আমাদের ওয়েবসাইটে স্পন্সরশিপ বা বিজ্ঞাপনের জন্য কিছু নির্দিষ্ট স্থান ডিজাইন করেছি। যেখানে আপনার বিজ্ঞাপন ব্যানার আমাদের সকল ভিজিটরের কাছে সহজেই দৃশ্যমান হবে এবং যা ক্লিকেই আপনার ওয়েব পৃষ্ঠা বা সোশ্যাল মিডিয়ার নির্দিষ্ট লিঙ্কে পৌঁছে দিবে। বিজ্ঞাপন ব্যানার ততক্ষন দৃশ্যমান থাকবে, যে সময়ের জন্য উক্ত স্থান আপনার জন্য বরাদ্দ করা হয়েছে।

স্পনসর বিজ্ঞাপন :
স্পনসর বিজ্ঞাপন আপনার ব্র্যান্ডের সর্বাধিক এক্সপোজার নিশ্চিত করতে বিশিষ্টভাবে প্রদর্শিত হয়। এটি আপনার ব্যবসার জন্য একটি চমৎকার উপায় আমাদের ভিজিটরদের মনোযোগ আকর্ষণ করার।

ব্যানার বিজ্ঞাপন :
আমরা আমাদের ওয়েব সাইট জুড়ে বিভিন্ন ব্যানার বিজ্ঞাপন প্লেসমেন্ট অফার করি।আমাদের সাইটের হোমপেজের টপে, প্রতিটি পোষ্টের টপে বা পেজের বটম সেকশনে বা সাইডবারে এই ব্যানার বিজ্ঞাপন প্রদর্শিত হয়। এই বিজ্ঞাপনগুলি আমাদের ভিজিটরদের কাছে পৌঁছানোর একটি কার্যকর উপায়। যেখান থেকে ব্যানার লিঙ্কের মাধ্যেমে সরাসরি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া নিশ্চিত করে। যা আপনার ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷

বিজ্ঞাপনের আকার
970X250
300X250
728X90

বিজ্ঞাপনের সুবিধা:

1. আমাদের সাইটের বিষয়বস্তু ভিন্ন ধরনের। যা প্রতিটি পাঠককে আকর্ষন করে। প্রথমবারের ভিজিটর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, বহুবার আমাদের এখানে ফিরে আসেন। ফিরে আসেন তার প্রয়োজনে। অফিশিয়াল চিঠিপত্র তৈরির জন্য, ফিরে আসেন তার প্রডাক্ট বা প্রতিষ্টানের প্রচার প্রশারের জন্য, হৃদয়গ্রাহি আর্টিকেল পাঠ করার জন্য।

2. আমরা বর্তমানে প্রতি মাসে গড়ে ২ থেকে ২.৫ মিলিয়ন ভিজিটর পাচ্ছি।

3. আপনার ব্যানার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ওয়েবসাইটের বিভিন্ন স্থানে দেখানো হবে এবং ক্লিকেই সম্ভাব্য ভিজিটরকে আপনার ওয়েবসাইট / পণ্যে / আর্টিকেলের পাতায় নিয়ে যাওয়া হবে।

4. ব্যানার সরাসরি আপনার ওয়েবসাইটে লিঙ্ক করবে। আমাদের ভিজিটর আপনার গ্রাহক বা পাঠক হবে।

5. আমাদের সাইটে থার্ট পার্টি বিজ্ঞাপন প্রচার করিনা। আমাদের বিজ্ঞাপন প্রচারের স্থান সীমিত, তাই আজই আপনার বিজ্ঞাপন প্রদর্শের স্থান পছন্দ করুন।

আমাদের প্রত্যাশা, আমাদের বিজ্ঞাপন ইনভেন্টরি আপনার প্রতিষ্টানের পরিচিতি, পন্যের জন্য অধিক গ্রাহক সংগ্রহে সহায়তা প্রদান করবে।

আমরা উক্ত স্পনসরশিপ এবং বিজ্ঞাপন প্রদানের সংশ্লিষ্ট সুবিধাগুলির একটি কাস্টমাইজড ব্যবস্থা নিয়ে আপনার প্রতিষ্ঠানের সাথে আলোচনা করার জন্য উদগ্রীব। যা আপনার চাহিদা পুরনের জন্য উপযুক্ত এবং আপনি আরো বিস্তারিত জেনে স্পন্সরশিপ বা বিজ্ঞাপন প্রদানে অধিকতর আগ্রহী হবেন।

আমরা কীভাবে পারস্পরিকভাবে উপকারী অংশীদারিত্ব তৈরি করতে পারি, তা নিয়ে আপনার প্রতিষ্ঠানের সাথে আলোচনা করার সুযোগের অপেক্ষায় আছি। আপনার কোম্পানীর একটি স্পন্সরশিপ, বিজ্ঞাপন আমাদের চলার পথকে করবে আরো গতিশীল। একটি তথ্যবহুল ব্লগ বাঁচিয়ে রাখতে করবে সহায়তা । আপনার হাত বাড়িয়ে দিন Showkatbd Blog এর পক্ষ থেকে বিশেষ অনুরোধ।

আমরা বিশ্বাস করি যে, আপনার প্রতিষ্টান আমাদের এই পথচলা মূল্যায়ন করবে। এবং আমাদের এই সাইটের আরো গুনমান বৃদ্ধিকল্পে এবং আমাদের ব্লগটিকে বাঁচিয়ে রাখতে আপনার কোম্পানীর স্পনসরশিপ বা বিজ্ঞাপন প্রদানের হাত বাড়িয়ে দিবে। আপনার সমর্থন শুধুমাত্র এই ব্লগের বৃদ্ধিতেই অবদান রাখবে না বরং আমাদের বৈচিত্র্যময় অনলাইন পাঠকদের কাছে আপনার প্রতিষ্টান, পন্য বা আপনার মূল্যবান নিবন্ধের অধিক প্রচারে সাহায্য করবে।

আপনি আমাদের সাইটের কোন স্থানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান তা নির্বাচন করে নিচে দেয়া ফোন বা ইমেইলে জানাতে পারেন।

ধন্যবাদ.

Email : showkatbd2022@gmail.com
Contact : +8801783989949
Contact form : Send Message

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন
Language »
error: Content is protected !!