এসি টেকনিশিয়ান পারফরম্যান্স লেটার | বাংলা

এসি টেকনিশিয়ান পারফরম্যান্স লেটার হচ্ছে এয়ার কন্ডিশনের উপর একজন প্রফেশনালের দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করে লিখিত একটি চিঠি। ইংরেজিতে এক্সপেরিয়েন্স লেটার, এক্সপেরিয়েন্স ষ্টেটমেন্ট আর বাংলায় অভিজ্ঞতার সনদ নামে পরিচিত। 

.block { display: block; width: 100%; border: none; background-color: darkblue; color: white; padding: 14px 28px; font-size: 16px; cursor: pointer; text-align: center; }

.block:hover { background-color: orange; color: black; } input[type=text], select, textarea { width: 100%; padding: 12px; border: 1px solid #ccc; border-radius: 4px; resize: vertical; }

label { padding: 12px 12px 12px 0; display: inline-block; }

input[type=submit] { background-color: #04AA6D; color: white; padding: 12px 20px; border: none; border-radius: 4px; cursor: pointer; float: right; }

input[type=submit]:hover { background-color: #45a049; }

.col-25 { float: left; width: 25%; margin-top: 6px; }

.col-75 { float: left; width: 75%; margin-top: 6px; }

/* Clear floats after the columns */ .row::after { content: ""; display: table; clear: both; }

}

অভিজ্ঞতা সনদ

নিম্নলিখিত ঘর পুরন করে সহজেই তৈরি করুন অভিজ্ঞতার সনদপত্র

প্রতিষ্ঠানের বর্ননা

রেফারেন্স নাম্বার/সূত্র : (প্রয়োজনে)

ইস্যু তারিখ :

কর্মরত প্রতিষ্ঠানের নাম :

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে,

— একটি মার্ক করুন —জনাবজনাবা

নাম :

অভিভাবক

— মার্ক করুন —পিতাস্বামী

অভিভাবকের নাম লিখুন :

স্থায়ী ঠিকানা :

জাতীয়তা :

জাতীয়তা প্রমানিত যেভাবে :

— মার্ক করুন —পাসপোর্টরেসিডেন্ট কার্ডজাতীয় পরিচয়পত্র নম্বর

নাম্বার লিখুন :

ধর্ম :

— মার্ক করুন —ইসলামহিন্দুখিৃষ্টান বৌদ্ধ

কর্মস্থলে যোাগদানের তারিখ :

যে তারিখ পর্যন্ত কর্মস্থলে ছিলেন/আছেন:

কর্মস্থলে বর্তমান অবস্থান মার্ক করুন :

— মার্ক করুন —কর্মরত ছিলেনকর্মরত আছেন

কাজের বর্ণনা : একটি অপশন মার্ক করুন


অপশন-১

এসি ইনস্টলেশন, মেইনটেন্সে এবং রিপেয়ারে তিনি দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ান। তিনি সৎ, নিষ্ঠাবান এবং উত্তম চরিত্রের অধিকারী ।

<input type="radio" name="activities" value=" তার উল্লেখযোগ্য প্রধান দায়িত্বগুলো হচ্ছে :
১. এসির সকল ধরনের ওয়ারিং, ইনস্টল, রক্ষণাবেক্ষণ এবং মেরামত করা।
২. বৈদ্যুতিক সব ধরনের সমস্যা সমাধান ।
৩. এসির নিরাপত্তা বিষয়ক সকল ধরনের তদারকি ও কর্তৃপক্ষ বরাবর রিপোটিং এবং
৪. নিয়ম মাফিক এসি সার্ভিসিং ও গ্যাস রিফিল সম্পাদন।


তার উল্লেখযোগ্য প্রধান দায়িত্বগুলো হচ্ছে :
১. এসির সকল ধরনের ওয়ারিং, ইনস্টল, রক্ষণাবেক্ষণ এবং মেরামত করা।
২. বৈদ্যুতিক সব ধরনের সমস্যা সমাধান ।
৩. এসির নিরাপত্তা বিষয়ক সকল ধরনের তদারকি ও কর্তৃপক্ষ বরাবর রিপোটিং এবং
৪. নিয়ম মাফিক এসি সার্ভিসিং ও গ্যাস রিফিল সম্পাদন।

মার্ক করুন :


সুপারিশ –

অফিস, বাসা বা ফ্ল্যাটে এসির কাজের জন্য যারা নিরাপদ, নির্ভরযোগ্য, সচেতন, পরিস্কার-পরিচ্ছন্নভাবে কাজ করেন, এমন একজন টেকনিশিয়ান খুঁজছেন, তাদের জন্য এই টেকনিশিয়ানকে সুপারিশ করা হলো ।

মার্ক করুন :

মার্ক করুন :


সফলতা ও মঙ্গল কামনা একটি মার্ক করুন :
















কর্তৃপক্ষের নাম :

পদবী / পদ :

… কর্তৃপক্ষের পদবী / পদ…চেয়ারম্যানব্যবস্থাপনা পরিচালকপরিচালক, অর্থহিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টপ্রধান নির্বাহী কর্মকর্তা/সিইওএকাউন্টস্ ডিপার্টমেন্টএডমিনিষ্ট্রেশনস্বত্বাধিকারীমহামান্য রাষ্ট্রদূতমহামান্য হাইকমিশনারমিশন প্রধানফার্ষ্ট সেক্রেটারীসেকেন্ড সেক্রেটারীথার্ড সেক্রেটারীফিনেন্স এ্যাটাশেরেজিস্ট্রার

অফিস ই-মেইল :

.block { display: block; width: 100%; border: none; background-color: #04AA6D; color: white; padding: 14px 28px; font-size: 16px; cursor: pointer; text-align: center; }

.block:hover { background-color: #ddd; color: black; }

এসি টেকনিশিয়ান পারফরম্যান্স লেটার প্রিন্ট হলে নিচের ছবির ন্যায় দৃশ্যমান হবে ।

নমূনা কপি -1  :এসি টেকনিশিয়ান পারফরম্যান্স

ইংরেজি ফরমেট :

Make Letter

লেটার তৈরিতে যেসব তথ্য ইনপুট করতে হবে :

1. প্রথম ধাপ :

  • অফিস প্রদত্ত একটি রেফারেন্স নাম্বার
  • সার্টিফিকেট তৈরির তারিখ
  • প্রতিষ্ঠানের নাম
  • টেকনিশয়ান/কর্মচারী/আবেদনকারীর নাম
  • ঠিকানা
  • জাতিয়তা
  • জাতিয়তা পরিচিতি নাম্বার, (পাসপোর্ট/রেসিডেন্ট কার্ড/ন্যাশনাল আইডেনটিটি কার্ড – যে কোনো একটি)
  • ধর্ম
  • প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ
  • প্রতিষ্ঠানে যেদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা আছেন, সেই সময়কাল বা তারিখ উল্লেখ করতে হবে
  • যে কর্মকর্তার দ্বারা লেটারটি সহি স্বাক্ষর সম্পাদন হবে তার নাম ও পদবী
  • ফরমে উল্লেখিত একজন কর্মচারী / টেকনিশিয়ানের প্রশংসিত / গুনবাচক অপশনগুলো ধারাবাহিকভাবে পছন্দ মতো নির্বাচন করতে হবে।

2. দ্বিতীয় ধাপ :

  • প্রতিষ্টানের একটি লেটারহেড পেড / অফিশিয়াল পেড
  • লেটারে স্বাক্ষরকারী উর্ধতন অফিসারের নাম ও পদবী।

 

What is Showkatbd : Showkatbd.com is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form.   It will save your time !

  FORM2Dox

  DOCUMENTCreation Tools