Its a digital heaven for multi faceted blooging, offering more than just words on a screen

Help

আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস্ নিয়েই showkatbd.com. ডকুমেন্টস্ তৈরিতে আপনার সময় বাঁচানোর জন্যেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। একটি ডকুমেন্টস্ তৈরীতে যতগুলো ধাপ অতিক্রম করতে হয়, তার সবই আমার প্রতিটি ডকুমেন্টস্ এ উপস্থাপন করা হয়েছে। এবং একটি উন্নত মানের ডকুমেন্টস্ তৈরী করার চেষ্টা হয়েছে।

অফিস বা ব্যবসায় প্রায়শই যে ধরনের ডকুমেন্টস প্রয়োজন পড়ে, আমি তাই এখানে সংযোজন করার চেষ্টা করেছি। প্রতিটি ফরমে আছে বিস্তারিত সহজবোধ্য বর্ণনা । সহজেই তা পূরন করে তৈরী করতে পারেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস্।

একটি ডকুমেন্টস্ তৈরীর আগে প্রথমেই যা করতে হবে :

১. যে বিষয়ের ডকুমেন্টস্ তৈরী তরতে হবে তার সমস্ত তথ্য আপনার কাছে থাকতে হবে।
২. আমাদের সাইটে প্রবেশ করে সেই ফরমটি খুঁজে বের করে মূল ফরমে প্রবশে করতে হবে।
৪. যত্নের সাথে ফরম টি ফিলাপ করুন। খেয়াল রাখতে হবে যেন কোন একটি ঘরও পূরন করা বাকী না থকে।
৫. সর্বকশেষ অপশনে ক্লীক করে  প্রিন্ট করুন।

শওকতবিডি’র  সকল ধরনের লেটার দ্রুত এবং সহজে তৈরি করতে নিচের প্রিন্ট ইন্সট্রাকশন পড়ুন এবং অনুসরণ করুন।

ব্যবহার নির্দেশিকা :

লেটার তৈরীর ফর্মটি পূরণ করার পরে ফর্মের নিচের Print Button এ ক্লিক করুন, নীচের ছবির মতো প্রিন্ট ডায়ালগ বক্স দেখতে পাবেন :

ক. নীচে দেওয়া ছবির মত Page Margin সেটআপ পেজ দৃশ্যমান হবে :

খ. নিচের ছবির ন্যায় More options বাটনে ক্লিক করুন :

গ. নিচের ছবির ন্যায় -Headers and footers এবং -Background graphics আনচেক করুন :

ঘ. এবার Print বাটনে ক্লিক করে প্রিন্ট দিন।

2. কিভাবে একটি সফট্ কপি বা পিডিএফ ফাইল তৈরী করবেন :

a. নিচের সিরিয়াল নাম্বার ১ এর (ক-ঘ) পর্যন্ত অনুস্বরন করুন :

b. প্রিন্ট ব্রাউজার থেকে Print Destination : Save as PDF নিচের ছবির মতো এবং Save বাটনে ক্লিক করে সেভ করুন।

c. এবার নিচের ছবির মতো পছন্দের একটি নাম দিন । এবং সেভ বাটনে ক্লিক করুন।

d. ব্যাস হয়ে গেলো আপনার পিডিএফ মুডে ফাইল সেভ।

Enjoy it !

বি.দ্র. আপনার যে কোন চিঠি PDF ফর্ম্যাটে সংরক্ষণ করতে পারেন। যাতে করে আপনি এটি ইমেল, WhatsApp এবং আরও অনেক উপায়ে শেয়ার করতে পারেন ৷

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন
Language »
error: Content is protected !!