শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
Letter Generator QA

FAQ

Letter Generator QA

লেটার তৈরিতে জিজ্ঞাসিত সকল প্রশ্নের উত্তর পাবেন এখানে। একটু পড়ে নিন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

নীচে আমাদের সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নগুলির বিস্তারিত উত্তর রয়েছে ৷ আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবেন ।

প্রশ্ন.  Letter Generator Apps কি ?

উত্তর: লেটার ক্রিয়েশন অনলাইন অ্যাপস্। লেটার তৈরীর ওয়ান স্টপ সলিউশন ।

প্রশ্ন. এর উপকারীতা কি?

উত্তর: কয়েকটি ক্লিক ও কিছু ইনফরমেশন প্রদানে, অল্প সময়ে লেটার তৈরীতে সহায়ক।

প্রশ্ন. কিভাবে ব্যবহার করতে হয় ?

উত্তর: ব্যবহার অত্যন্ত সহজ । পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই ৷ কম্পিউটার বা মোবাইল পরিচালনা জানা থাকলেই এখান থেকে জেনারেট করতে পারবেন এক্সপেরিয়েন্স লেটার ।

প্রশ্ন. চিঠিগুলো মানসম্মত কিনা ?

উত্তর: মানসম্মত ও প্রফেশনাল । প্রথিবীর যে কোন প্রান্তেই অনলাইনে এটি ব্যবহার সম্ভব ।

প্রশ্ন. অন্য কান্ট্রি তে কি এই চিঠি গ্রহন করবে ?

উত্তর: অবশ্যই গ্রহন করবে। তবে ভাষা বিবেচনায় রাখতে হবে। ইংরেজী প্রেফার করলে অব্যশই ইংরেজী ভার্সনে লেটার তৈরী করতে হবে। এখানে কয়েকটি আরবী লেটার সংযোজন করা হয়েছে। যা আরব গালফে প্রতনিয়তই প্রিন্ট করছে। গুগল এনালাইটিক্স আমাকে সেরকম তথ্যই প্রদান করছে।

প্রশ্ন. সাবস্ক্রিপশন ফি কত ?

উত্তর: মাসিক বা লেটার তৈরীর জন্য কোন সাবস্ক্রিপশন ফি নেই, একদম ফ্রি ! আমাদের ফর্মগুলি বিনামূল্যে ব্যবহারের জন্য।

প্রশ্ন. আ্যপসগুলো ব্যবহারে রেজিষ্ট্রেশনের প্রয়োজন পড়ে না কেন ?

উত্তর: রেজিষ্ট্রেশন করাকে অনেকেই ঝামেলা মনে করেন। সব ধরনের ব্যবহারকারীর কথা মাথায় রেখেই রেজিষ্ট্রেশনের বা লগ ইন করার কোনো ষ্টেপ রাখা হয় নাই।

প্রশ্ন. এটি ব্যবহার কতটা সিকিউর ?

উত্তর. 100% সিকিউর।

প্রশ্ন. একসাথে সকল লিস্ট কোথায় পাওয়া যাবে ?

উত্তর. SemiOffice নামক মেনুতে ক্লিক করলে সব লেটার লিস্ট একসাথে প্রদর্শিত হবে। অথবা এই লিঙ্কে ক্লিক করলে বিস্তারিতসহ সব লিষ্ট পেয়ে যাবেন। অথবা Letter Generator Apps এ ক্লিক করলেও সব লেটার লিস্ট প্রদর্শিত হবে।

প্রশ্ন. কিভাবে নির্দিষ্ট চিঠি খুজে পাবো?

উত্তর. মেনুবারের সার্চ অপশনে ”পছন্দেরলেটার নামক টাইপ করুন ৷ পেয়ে যাবেন আপনার চিঠি।

প্রশ্ন. কিভাবে একটি লেটার প্রিন্ট করব ?

উত্তর. ফরমের প্রতিটি প্রশ্নের উত্তর দিন। এবং সবার শেষ প্রিন্ট বোতামে চাপলেই আপনার চিঠিটি প্রদর্শিত হবে । প্রিন্টারে (প্রয়োজনে) অফিশিয়াল পেড দিন । এবার প্রদর্শিত লেটারের নিচের প্রিন্ট বোতামে চাপলেই চিঠি প্রিন্ট হবে। আরো জানতে প্রিন্ট ইন্সট্রাকশন পড়তে এই বাটনে  ক্লিক করুন..

প্রশ্ন.এম এস ওয়ার্ডে ব্যবহার করা যায় কিনা ?

উত্তর. জ্বি। প্রতিটি ফরম পূরন করে প্রিন্ট বাটনে ক্লিক করলেই আপনার কাংখিত ডকুমেন্টস্ দৃশ্যমান হবে। সম্পূর্ন টেক্সট কপি করে এম এস ওয়ার্ডে পেষ্ট করুন। পছন্দ মতো সাজিয়ে প্রিন্ট করতে পারেন এবং সেভ করেও রাখতে পারেন।

প্রশ্ন.  Experience Letter Maker কি ?

উত্তর: এক্সপেরিয়েন্স লেটার ক্রিয়েশন অনলাইন আ্যাপস্ । বিভিন্ন পেশাজিবীর এক্সপেরিয়েন্স লেটার তৈরীর ওয়ান স্টপ সলিউশন ।

প্রশ্ন. এক্সপেরিয়েন্স লেটার মেকার এর উপকারীতা কি?

উত্তর: প্রতিষ্ঠানের এইচআরডি বিভাগের ভার্চুয়াল এ্যাসিসটেন্ট। এ্যামপ্লোয়ীদের মান সম্মত ও সব ধরনের প্রফেশনের এপ্রিসিয়েশন লেটার তৈরীতে সহায়ক।

Letter Generator QA

প্রশ্ন. ওয়ার্ক এক্সপেরিয়েন্স লেটার, জব এপ্রিসিয়েশন লেটার, পারফরমেন্স লেটার ইত্যাদি কি সব এই ধরনের লেটার।

উত্তর. সবই প্রায় কাছাকাছি।

প্রশ্ন. এই লেটারের উপকারিতা কি ?

উত্তর. একটি এপ্রিসিয়েশন লেটার একজন এ্যামপ্লোয়ীদের অভিজ্ঞতা, দক্ষতা প্রমান করে। আর ভাল সুযোগ সুবিধা সম্পন্ন বা বেশী বেতনের নতুন চাকুরি পেতে সহায়তা করে।

প্রশ্ন. কিভাবে এবং কোথা থেকে এপ্রিসিয়েশন লেটার সংগ্রহ করতে হয় ?

উত্তর. কর্মরত প্রতিষ্ঠানের এইচআরডি ডিপার্টমেন্ট আপনাকে এই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা পারফরম্যান্স লেটার প্রদান করবে। তবে আপনাকে মৌখিক বা লিখিত আকারে লেটারের প্রয়োজনীয়তা জানিয়ে আবেদন করতে হবে।

প্রশ্ন. এইচ আরডি ডিপার্টমেন্ট কি এপ্রিসিয়েশন লেটার তৈরিতে এই ফর্মেটের উপর নির্ভর করতে পারে ?

উত্তর. জ্বি। আমার জানা মতে দেশের বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান এখান থেকে পারফরম্যান্স লেটার বা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরি করছে। আমি তাদের কাছ থেকে উপদেশ এবং উন্নয়ন বিষয়ক বেশ কিছু মেইল পেয়েছি ।

প্রশ্ন. কিভাবে একটি লেটার ডাউনলোড করবো ?

উত্তর. চিঠি তৈরীর পরে প্রিন্ট ব্রাউজার থেকে সেভ টু পিডিএফ বা সেভ এস পিডিএফ নামক বাটনে ক্লিক করুন। প্রিন্ট দিন অবশেষে ফাইলের একটি নাম প্রদান করুন। মনে রাখবেন, পিডিএফ মুডে সেভ করলে একটি প্লেইন চিঠিই দৃশ্যমান হবে। যেখানে কোম্পানীর প্যাড, অথোরিটির সাইন বা কোম্পানীর সীল প্রদান করা থাকবে না।

চিঠি তৈরীতে আর নয় যুদ্ধ : লেটার তৈরীতে মাথার ব্রেন, সময় নষ্ট না করে সহজেই লেটার জেনারেটর দিয়ে  তৈরী করতে পারেন আপনার কাংখিত ডকুমেন্টস্ ।

Letter Generator QA  [FAQ] পৃষ্ঠা দেখার জন্য আপনাকে ধন্যবাদ ।

আপনার যদি আরও প্রশ্ন থাকে, অনুগ্রহ করে ই-মেইল করুন বা যোগাযোগ করুন।

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

৪ comments

  1. medicamentos precio en México Inopha Ciudad Jardín El Libertador Options de dosage variées pour la médicaments

  2. сниться людина з чужим обличчям молитва богородиці ноти для
    дівчина рак сумісність із
    чоловіком овном щоб він чи привітати колишнього з днем народження таро

  3. астана опера, астана опера театры музыкальный университет
    в казахстане, музыкальный университет алматы
    жас анаға кеңес, баланың кіндігі қызарса көктем туралы эссе 3 сынып, көктем келді әңгіме құрау

  4. It’s very effortless to find out any topic on net
    as compared to books, as I found this piece of writing at this site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!