গাড়ি বিক্রয়ের চুক্তিনামা : আমরা যখন একটি Used বা ব্যবহৃত গাড়ি ক্রয় বা বিক্রয় করি তখন গাড়িটি বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতার মাঝে একটি চুক্তিপত্র (Agreement) স্বাক্ষরিত হয়।
আর এই চুক্তিপত্রটিই আমাদের সকলের কাছে গাড়ি বিক্রির চুক্তিপত্র বা Car Sale Agreement হিসেবে পরিচিত। এই চুক্তিপত্রের মাধ্যমেই Bangladesh Road Transport Authority (BRTA) ক্রেতার নামে তাদের সার্ভারে ডাটা এন্টি রাখে। এই ডিড বাদে একজনের গাড়ির ডকুমেন্টস্ অন্যের নামে ট্রান্সফার করা যায় না।
নিচের ফরম ফিলাপ করে সহজে একটি ডিড সম্পাদন করুন।