Job application letter – BN

Job application letter হলো, চাকুরির জন্য লিখিত আবেদনপত্র, এক পৃষ্ঠার একটি নথি। যা কভার লেটার নামেও পরিচিত। একজন চাকুরী প্রার্থী সম্ভাব্য নিয়োগকর্তাদের কাছে একটি পদ নিশ্চিত করার জন্য অথবা একটি সাক্ষাৎকারের আমন্ত্রণ পাওয়ার জন্য লিখে পাঠান। এই চিঠিতে নিয়োগ ব্যবস্থাপকদের বরাবর চাকুরী প্রার্থীর দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষাগত পটভূমি বর্ণনা করা হয়। এটি এজন্য তৈরি করা হয় যে, চাকুরীপ্রার্থী বিজ্ঞাপিত (প্রচারিত) পদের জন্য উপযুক্ত।

Job application letter তৈরির সহজ টুলস্‌ এটি। অর্থাৎ ক্লিক সমাধান। নিচের ফরম দিয়ে মাত্র কয়েকটি তথ্য প্রদান আর ক্লিক করেই তৈরি করতে পারেন বাংলায় চাকরির জন্য একটি আবেদন পত্র বা দরখাস্ত। আপনার সময় ও অর্থ বাঁচাবে আর আবেদন পত্র তৈরির যুদ্ধ থেকে পাবেন মুক্তি। Enjoy IT!

Start writing

Job application letter

পদে চাকুরির জন্য আবেদন পত্র
পদে চাকুরির জন্য আবেদন
পদে নিযুক্তির আবেদন
পদে নিয়োগের জন্যে আবেদন
পদে নিয়োগের আবেদন


অধীনের বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী
যথাযথ সন্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী
যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি যে, আমি নিম্নস্বাক্ষরকারী

জানতে পারলাম যে,
পত্রিকার মাধ্যমে জানতে পার‌লাম যে,
অনলাইনের মাধমে জানতে পারলাম যে,

আপনার সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে
আপনার সুনামধন্য প্রতিষ্ঠানে
আপনার স্বনামখ্যাত প্রতিষ্ঠানে
আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে
দেশের অন্যতম সুনামধন্য আপনার প্রতিষ্ঠানে

কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে।
লোক নিয়োগ করা হবে।
কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে।

আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র আপনার সদয় বিবেচনার জন্য সংযোজন করলাম।
আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী। প্রার্থীতার সপক্ষে এবং আপনার সহানুভূতিশীল বিবেচনার জন্য আমার যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞাতার বিবরণাদি আপনার সমীপে পেশ করলাম।
আমি উক্ত পদে আগ্রহী এবং প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি সংযুক্ত করলাম।

অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, আমার সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও সকল তথ্যাবলির প্রেক্ষিতে অনুগ্রহ পূর্বক আমাকে উক্তে পদের জন্য বিবেচনা করলে বাধিত হবো।
অতএব, আপনার কাছে আমার আবেদন এই যে, আমার উল্লেখিত সকল তথ্যাবলির প্রেক্ষিতে উক্ত পদের জন্য বিবেচনা করেল চিরকৃতজ্ঞ থাকবেবো।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, আমার সকল কাগজপত্র, অভিজ্ঞতা বিবেচনা করে আমাকে উক্ত পদের জন্য নির্বাচন করলে চিরকৃতজ্ঞ হবো।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, আমার শিক্ষাগত যোগ্যাতা, অভিজ্ঞতা ও বিবরণের আলোকে আমাকে কাঙ্খিত পদে নিয়োগ দানে আপনার দয়ার্দ্র হৃদয়ের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবো।
অতএব, মহোদয়ের কাছে আমার নিবেদন, উল্লিখিত তথ্যাবলির ভিত্তিতে ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমার মেধা ও দক্ষতা যাচাইপূর্বক উক্ত পদে আমাকে নিয়োগদানে আপনার সুদৃষ্টি কামনা করছি।




Job application letter নমূনা কপি

Job application letter নমূনা কপি

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

Printable wishcard maker

showkatbd wishCard বিনামূল্যে শুভেচ্ছা বার্তাসহ, চমৎকার দৃষ্টিনন্দন কার্ড তৈরির সহজ সমাধান । ব্যক্তিগত বা প্রফেশনাল …

Leave a Reply

Language »