Job application letter হলো, চাকুরির জন্য লিখিত আবেদনপত্র, এক পৃষ্ঠার একটি নথি। যা কভার লেটার নামেও পরিচিত। একজন চাকুরী প্রার্থী সম্ভাব্য নিয়োগকর্তাদের কাছে একটি পদ নিশ্চিত করার জন্য অথবা একটি সাক্ষাৎকারের আমন্ত্রণ পাওয়ার জন্য লিখে পাঠান। এই চিঠিতে নিয়োগ ব্যবস্থাপকদের বরাবর চাকুরী প্রার্থীর দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষাগত পটভূমি বর্ণনা করা হয়। এটি এজন্য তৈরি করা হয় যে, চাকুরীপ্রার্থী বিজ্ঞাপিত (প্রচারিত) পদের জন্য উপযুক্ত।
Job application letter তৈরির সহজ টুলস্ এটি। অর্থাৎ ক্লিক সমাধান। নিচের ফরম দিয়ে মাত্র কয়েকটি তথ্য প্রদান আর ক্লিক করেই তৈরি করতে পারেন বাংলায় চাকরির জন্য একটি আবেদন পত্র বা দরখাস্ত। আপনার সময় ও অর্থ বাঁচাবে আর আবেদন পত্র তৈরির যুদ্ধ থেকে পাবেন মুক্তি। Enjoy IT!
Start writing
Job application letter
Job application letter নমূনা কপি
