showkatbd wishCard বিনামূল্যে শুভেচ্ছা বার্তাসহ, চমৎকার দৃষ্টিনন্দন কার্ড তৈরির সহজ সমাধান । ব্যক্তিগত বা প্রফেশনাল সকল ধরনের শুভেচ্ছা বার্তার কার্ড তৈরি করুন মাত্র ৩০ সেকেন্ডে। প্রিয়জনের জন্য হৃদয়গ্রাহী বার্তা এবং দৃষ্টিনন্দন ও আকর্ষনীয় ডিজাইন থেকে বেছে নিন আপনার কার্ডটি।
সাইন আপ বা রেজিষ্ট্রেশনের প্রয়োজন নেই
কার্ড তৈরির এই বাটনে ক্লিক করুন:

WishCard তৈরি করবেন যেভাবে :
- Showkatbd WishCard সাইটে প্রবেশ করুন,
- কার্ডের একটি টাইটেল দিন,
- যে কোন একটি বার্তা পছন্দ করুন,
- যার দ্বার কার্ড প্রদান করা হচ্ছে তার নাম লিখুন,
- পদবী/পদ/সম্পর্ক লিখুন,
- প্রতিষ্টান হলে তার নাম আর ব্যক্তিগত হলে কি বোর্ড থেকে Alt+3 প্রেস করে হার্ট সাইন দিন বা যে কোনো একটি ইমোজি দিন
- ই-মেইল আইডি প্রদান করুন; যেমন : amin1213@gamil.com (এই ইমেইল আইডি প্রদানে আমাদের নতুন সব ডকুমেন্টস আপডেটের নিউজ পাবেন।
- এবার পছন্দ মতো যে কোনো একটি কার্ডের উপর ক্লিক করলেই আপনার কার্ড ভিজিবল হবে।
- Print Now বাটনে ক্লিক করে প্রিন্ট করুন।
- ফাইনালি প্রিন্ট ব্রাউজার থেকে হেডার, ফুটার আনচেক করে প্রিন্ট করুন।
হয়ে গেলো আপনার কার্ড প্রিন্ট।
আরো ডকুমেন্টস্ তৈরি করুন: