অনুপ্রাণিত করুন এবং অনুপ্রাণিত হোন…

বাংলা ভাষা ভাষির সকল বয়সের, সকল পেশার, ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্মুক্ত কন্টেন্ট প্রচার ব্লগ। একান্তই নিজস্ব এলোমেলো চিন্তা ভাবনা, মনের কথা, আদর্শ লিখুন, প্রকাশ করুন, অন্যের কন্টেন্টে কমেন্ট করুন। মত-ভিন্নমত, প্রচারের সঙ্গী । আমরা জ্ঞানের কথা বলি না, আমরা আমদের কথা বলি, আমাদের মতো বলি, আমাদের ভাষায় বলি। 

Showkatbd Experience Letter Apps

Showkatbd Experience Letter Apps কি এবং কেন

Showkatbd Experience Letter Apps হলো, বিভিন্ন প্রফেশনের অসংখ্য জব এক্সপেরিয়েন্স লেটার তৈরির এ্যাপ্লিকেশন। যেখান থেকে সহজেই তৈরি করতে পারেন Experience Letter. সম্পুর্ন ফ্রি ! নেই রেজিষ্ট্রেশন আর লগিন করার ঝামেলা।

বিভিন্ন পেশাজিবীর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরীর ওয়ান স্টপ সলিউশন ‍Showkatbd Experience Letter. সময় ও অর্থ বাঁচাতে এবং মানসম্মত এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লিখার দুশ্চিন্তা দুরিকরনে একটি সহজ ও দুর্দান্ত প্লাটফর্ম।

তৈরি করুন:

Bengali Letters

English Letters

উপকারিতা :
একটি প্রতিষ্ঠানের Human resource development (HRD) ডিপার্টমেন্টের জন্যেই এটি ডিজাইন করা। আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের মান সম্মত ও প্রফেশনাল জব এক্সপেরিয়েন্স লেটার তৈরীতে সহায়ক। ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ড্রাইভার, ইলেক্ট্রিশিয়ান, অফিস ম্যানেজার, শিক্ষক, যেই প্রফেশনের জন্যই হোক না কেনো, এই জেনারেটর আপনাকে কার্যকরী এবং প্রয়োজনীয় টেমপ্লেট সরবরাহ করবে।

ব্যবহার সহজ: Showkatbd Experience Letter Apps অনলাইন এ্যাপ্লিকেশন। এখানকার ফরমগুলো ব্যবহার খুবই সহজ। এগুলো ব্যবহার করার জন্য আপনার কোনও পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই ৷ শুধু কম্পিউটার পরিচালনা জানা থাকলেই হলো। আপনাকে যা করতে হবে, তা হল আপনি যে ধরনের সার্টিফিকেট তৈরি করতে চান তা নির্বাচন করুন, প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং প্রিন্ট বোতামে চাপ দিন। ব্যাস হয়ে গেলো আপনার সার্টিফিকেট ।

ফরমগুলো আপনাকে মিনিটের মধ্যেই সার্টিফিকেট তৈরী করে দিবে, যা আপনি সহজেই প্রিন্ট করতে পারেন।

মানসম্মত বা প্রফেশনাল: একটি লেটার ১০০% মানসম্মত এবং প্রফেশনাল। সার্টিফিকেটগুলো তৈরীতে আন্তরিকতার কোনো কমতি ছিলোনা।

সাবস্ক্রিপশন ফি: একদম ফ্রি, নেই কোনো সাবস্ক্রিপশন ফি। যখন যে অবস্থাতেই আছেন কয়েকটি ক্লিকেই তৈরী করতে পারেন একটি সার্টিফিকেট।

নো রেজিষ্ট্রেশন: এই অ্যাপ ব্যবহারে নেই কোনো রেজিষ্ট্রেশন করে লগ ইন করে ফরমে প্রবেশের ঝামেলা। সহজেই পছন্দের ফরম ক্লিক করে এগিয়ে যেতে পারেন ষ্টেপ বায় ষ্টেপ।

পরিশেষে: একটি লেটার তৈরীতে কেন লেখার সাথে লড়াই করে আপনার সময় এবং মাথার ব্রেন ক্ষয় করবেন ? যেখানে সহজেই কুইক এক্সপেরিয়েন্স মেকার থেকে পেশাদার ও মানসম্মত লেটার তৈরী করতে পারেন মিনিটেই।

”ব্রাউজ করুন, এ্যাপস্ নির্বাচন করুন, ফিলাপ করে এগিয়ে যান”

কন্ট্রিবিউটরের ভাষ্য: সহজে একটি এক্সপেরিয়ন্স সার্টিফিকেট তৈরি করার জন্যেই এটি ডিজাইন করা হয়েছে। একটি লেটার তৈরিতে কোনো রকম এক্সপার্ট হবার প্রয়োজন নেই। কম্পিউটার পরিচালনা করতে পারেন, এমন যে কেউ এই সার্টিফিকেট তৈরী করতে পারেন। আশা করি টুলসটি আপনাদের ভালো লাগবে।

এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরিতে যেসব তথ্য ইনপুট করতে হবে:

1. প্রথম ধাপে নিচের তথ্যগুলো সংগ্রহে রাখুন:

  • অফিস প্রদত্ত একটি রেফারেন্স নাম্বার
  • সার্টিফিকেট তৈরির তারিখ
  • প্রতিষ্ঠানের নাম
  • টেকনিশয়ান/কর্মচারী/আবেদনকারীর নাম
  • ঠিকানা
  • জাতীয়তা
  • জাতীয়তা পরিচিতি নাম্বার, (পাসপোর্ট/রেসিডেন্ট কার্ড/ন্যাশনাল আইডেনটিটি কার্ড – যে কোনো একটি)
  • ধর্ম
  • প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ
  • প্রতিষ্ঠানে যেদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা আছেন, সেই সময়কাল বা তারিখ উল্লেখ করতে হবে
  • যে কর্মকর্তার দ্বারা লেটারটি সহি স্বাক্ষর সম্পাদন হবে তার নাম ও পদবী
  • ফরমে উল্লেখিত একজন কর্মচারী / টেকনিশিয়ানের প্রশংসিত / গুনবাচক অপশনগুলো ধারাবাহিকভাবে পছন্দ মতো নির্বাচন করতে হবে।

2. দ্বিতীয় ধাপে সংগ্রহে রাখুন:

  • প্রতিষ্টানের লেটারহেড পেড বা অফিশিয়াল পেড,
  • লেটারে স্বাক্ষরকারী উর্ধতন অফিসারের নাম ও পদবী।

প্রুফ রিড করুন: একটি লেটার তৈরী হলে অবশ্যই প্রুফরিড করে নিবেন। কোম্পানীর লেটারহেড, অথোরিটির সাইন এবং কোম্পানীর সীল যথাযথ যাচাই করুন। অত:পর এ্যাপ্লিকেন্ট বরাবর ডেলিভারী করুন।

পিডিএফ এ সংরক্ষন: একটি লেটার প্রয়োজনে পিডিএফ মুডেও সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে পুরো ফরমটি ফিলাপ হয়ে গেলে প্রিন্ট অপশন ক্লিক করে প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন নির্ধারন করুন, এবং হেডার ফুটার আনচেক করুন ও সেভ এস পিডিএফ অপশন সিলেক্ট করে প্রিন্ট দিন।

সতর্কতা: পিডিএফ মুডে সেভ করা ফাইলটি আপনি শুধু প্লেইন ডকুমেন্ট  হিসেবেই পাবেন। সেক্ষেত্রে কোম্পানীর লেটারহেড, কর্মকর্তার স্বাক্ষর আর প্রতিষ্ঠানের সীল প্রদান করা থাকবে না।

ডেলিভারি সিষ্টেম: একটি সার্টিফিকেট প্রতিষ্ঠানের লেটারহেড বা পেডে প্রিন্ট নিয়ে, উর্দ্ধতন কর্মকর্তার স্বাক্ষর, সীল প্রদান করে 100% বৈধ করে, তবেই কর্মচারী বা আবেদনকারীকে প্রদান করতে হবে।

ভালো থাকুন, সুস্থ থাকুন..

সকলের মঙ্গল কামনায়..

আপনাদের সকল মতামত সাদরে গ্রহন করা হবে।

মোহাম্মদ শওকত আকবার
এডমিন,
01783989949
E-Mail: showkatbd2022@gmail.com

More Experience Letters:

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

চাকরির জন্য বায়োডাটা – 2025, বাংলা, ইংরেজি, আরবি

চাকরির জন্য বায়োডাটা – 2025 হচ্ছে ShowkatBD BIODATA থেকে বাংলা, ইংরেজি, আরবী ভাষায় চাকরির জন্য বায়োডাটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!