ব্যবহার নির্দেশিকা

নিখুঁত একটি সনদ তৈরি করার জন্য, আপনাকে অবশ্যই সততার সাথে একজন নাগরিকের ব্যক্তিগত সকল তথ্য-বিবরণ ব্যাখ্যা করতে হবে। সনদ তৈরি করতে সহায়তা করার জন্য নিচের টিপসগুলো দেখে নিন :

  • 1.- প্রতিষ্টান (পৌরসভা/ইউনিয়ন পরিষদের) নাম ও ঠিকানার বিস্তারিত : আপনার ইউনিয়ন পরিষদের নাম, কার্য্যালয়, ফোন নাম্বার (প্রয়োজনে) উল্লেখ করুন।
  • 2.- সনদের একটি নাম্বার প্রদান করুন : সনদের জন্য একটি রেফারেন্স নাম্বার প্রদান করুন। এবং রেফারেন্স নাম্বাটি আপনার প্রতিষ্টানের লেজার বুকে এট্রি করে রাখুন। যা একটি সনদ যাচাইয়ে প্রয়োজন হতে পারে। মনে রাখবেন, যেহেতু আমাদের এই সাইট কোনো ধরনেরন ডাটা সংরক্ষন করে না, ফলে সনদটি অনলাইনে যাচাই বাছাই করার সম্ভাবনা নেই। আপনার প্রতিষ্টানের প্রয়োজনে এবং একজন নাগরিকের সনদ যাচাই করনে সহায়তা প্রদান আপনার কর্তব্য।
  • 3.- ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত করুন: একজন নাগরিকের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার  ইত্যাদি।
  • 4.- একজন নাগরিকের স্থায়ী/অস্থায়ী ঠিকানা  অন্তর্ভুক্ত করুন।
  • 5. বর্তমান অফিশিয়াল (মেয়র/চেয়ারম্যান/মেম্বার) এর নাম উল্লেখ করুন।
  • 6. সনদ তৈরিকারকের নাম : যিনি নাগরিকদের জন্য সনদটি তৈরি করেছেন তার নাম, পদবী প্রয়োজনে মোবাইল নাম্বার উল্লেখ করুন।

এটি একটি উন্মুক্ত সনদ তৈরির ফরম। একজন নাগরিক হিসেবে দেশের অন্য নাগরিকের সেবা প্রদানের উদ্দেশ্যেই এই প্রয়াস। সম্পূর্ন বিনামূল্যে।

এক ধরনের ডিজাইনে সনদ তৈরী করতে করতে এক ঘেয়েমি কাটাতেই এখানে সংযোজন করা হয়েছে একের অধিক টেমপ্লেট। আশা করি ভালো লাগবে। আপনার কার্যালয়ের জন্য যে কোন একটি ফরম্যাট সব সময় ব্যবহার করার জন্য শুধু ফরম্যাট নাম্বারটি মনে রাখতে হবে।

ইউপি সনদ তৈরি করবেন যেভাবে :

1. ফরমে যথাযথ তথ্যাদি ইনপুট করুন।

2. পছন্দসই টেমপ্লেটের উপর ক্লিক করুন।

3. তথ্যসহ সনদ উপস্থিত হবে। যদি তথ্যাদিতে কোনরকম টাইপোস মিসটেক দৃশ্যমান না হয়, তাহলে PRINT NOW বাটনে ক্লিক করুন। পেপার সাইজ নির্বাচন করুন। প্রিন্ট ব্রাউজার থেকে প্রিন্ট দিন।

কারেকশন বা ভুল সংশোধন করন :

1. যদি টাইপোস কোনো মিসটেক থেকে থাকে Make Correction বাটনে ক্লিক করে ফরমের মূল পাতায় চলে যান।

2. যে ঘরের অপশন মিসেটেক দৃশ্যমান হয়েছে সে ঘরের অপশনগুলো কারেকশন করে পূর্বের ন্যায় পছন্দের টেমপ্লেটের উপর Click করুন এবং পুর্বের ন্যায় প্রিন্ট করুন।

ইউপি সনদ PDF ডাউনলোড করবেন যেভাবে :

ফরম ফিলাপের পর দৃশ্যমান সনদ পাতা থেকে Make Now বাটনে ক্লিক করুন। প্রিন্ট ব্রাউজার থেকে Save as PDF অপশন বাছাই করুন এবং Print দিন।

এক ধরনের ডিজাইনে সনদ তৈরী করতে করতে এক ঘেয়েমি কাটাতেই এখানে সংযোজন করা হয়েছে একের অধিক টেমপ্লেট। আশা করি ভালো লাগবে।

ইউপি সনদ তৈরি করবেন যেভাবে :

1. ফরমটি যথাযথ তথ্যাদি ইনপুট করুন।

2. পছন্দসই টেমপ্লেটের উপর ক্লিক করুন।

3. তথ্যসহ সনদ উপস্থাপন হবে। যদি সকল তথ্যাদিতে কোনরকম মিসটেক দৃশ্যমান না হয়, তাহলে PRINT NOW বাটনে ক্লিক করুন। পেপার সাইজ নির্বাচন করুন। প্রিন্ট ব্রাউজার থেকে প্রিন্ট দিন।

কারেকশন বা ভুল সংশোধন করন :

1. যদি টাইপোস কোনো মিসটেক থেকে থাকে মেক কারেকশন বাটনে ক্লিক করে ফরমের পাতায় চলে যান।

2. যে ঘরের অপশন মিসেটেক দৃশ্যমান হয়েছে সে ঘরের অপশনগুলো কারেকশন করে পূর্বের ন্যায় পছন্দের টেমপ্লেটের উপর Click করুন।

ইউপি সনদ PDF ডাউনলোড করবেন যেভাবে :

ফরম ফিলাপের পর দৃশ্যমান সনদ পাতা থেকে Make Now বাটনে ক্লিক করুন। প্রিন্ট ব্রাউজার থেকে Save as PDF অপশন বাছাই করুন এবং Print দিন।

Language »