ঈদ শুভেচ্ছা কার্ড জেনারেটর হচ্ছে, সহজেই ঈদ শুভেচ্ছা কার্ড তৈরির ক্লিক সমাধান। নেই লগইন বা রেজিষ্ট্রেশন করার বিড়ম্বনা। যেখান থেকে মনের মাধুরী মেশানো বার্তা আর দৃষ্টি নন্দন শুভেচ্ছা কার্ড তৈরি এখন শুধুই আপনার ইচ্ছের বিষয়।
- উপরের বাটনে ক্লিক করলেই ঈদ শুভেচ্ছা কার্ড জেনারেটর ফরম ওপেন হবে। ফরমটি যথাযথ তথ্য দিয়ে পূরন করুন। যেমন :
- কার্ডের একটি টাইটেল দিন, শুভ ঈদের দিন;
- যে কোন একটি বার্তা পছন্দ করুন; যেমন : পবিত্র ঈদ সবার জিবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি;
- যার দ্বার কার্ড প্রদান করা হচ্ছে তার নাম লিখুন; যেমন : আমিনুল ইসলাম
- পদবী/পদ/সম্পর্ক লিখুন; যেমন : তোমার ভাই
- প্রতিষ্টান হলে তার নাম আর ব্যক্তিগত হলে কি বোর্ড থেকে Alt+3 প্রেস করে হার্ট সাইন দিন বা যে কোনো একটি ইমোজি দিন
- ই-মেইল আইডি প্রদান করুন; যেমন : amin1213@gamil.com (এই ইমেইল আইডি প্রদানে আমাদের নতুন সব ডকুমেন্টস আপডেটের নিজই পাবেন।
- এবার পছন্দ মতো যে কোনো একটি কার্ডের উপর ক্লিক করলেই আপনার কার্ড ভিজিবল হবে।
- Print Now বাটনে ক্লিক করে প্রিন্ট করুন।
- ফাইনালি প্রিন্ট ব্রাউজার থেকে হেডার, ফুটার আনচেক করে প্রিন্ট করুন।
হয়ে গেলো আপনার কার্ড প্রিন্ট।
আরো ডকুমেন্টস্ তৈরি করুন: