ঈদ শুভেচ্ছা কার্ড জেনারেটর

ঈদ শুভেচ্ছা কার্ড জেনারেটর

ঈদ শুভেচ্ছা কার্ড জেনারেটর হচ্ছে, সহজেই ঈদ শুভেচ্ছা কার্ড তৈরির ক্লিক সমাধান। নেই লগইন বা রেজিষ্ট্রেশন করার বিড়ম্বনা। যেখান থেকে মনের মাধুরী মেশানো বার্তা আর দৃষ্টি নন্দন শুভেচ্ছা কার্ড তৈরি এখন শুধুই আপনার ইচ্ছের বিষয়।

  • উপরের বাটনে ক্লিক করলেই ঈদ শুভেচ্ছা কার্ড জেনারেটর ফরম ওপেন হবে। ফরমটি যথাযথ তথ্য দিয়ে পূরন করুন। যেমন :
  • কার্ডের একটি টাইটেল দিন, শুভ ঈদের দিন;
  • যে কোন একটি বার্তা পছন্দ করুন; যেমন : পবিত্র ঈদ সবার জিবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি;
  • যার দ্বার কার্ড প্রদান করা হচ্ছে তার নাম লিখুন; যেমন : আমিনুল ইসলাম
  • পদবী/পদ/সম্পর্ক লিখুন; যেমন : তোমার ভাই
  • প্রতিষ্টান হলে তার নাম আর ব্যক্তিগত হলে কি বোর্ড থেকে Alt+3 প্রেস করে হার্ট সাইন দিন বা যে কোনো একটি ইমোজি দিন
  • ই-মেইল আইডি প্রদান করুন; যেমন : amin1213@gamil.com (এই ইমেইল আইডি প্রদানে আমাদের নতুন সব ডকুমেন্টস আপডেটের নিজই পাবেন।
  • এবার পছন্দ মতো যে কোনো একটি কার্ডের উপর ক্লিক করলেই আপনার কার্ড ভিজিবল হবে।
  • Print Now বাটনে ক্লিক করে প্রিন্ট করুন।
  • ফাইনালি প্রিন্ট ব্রাউজার থেকে হেডার, ফুটার আনচেক করে প্রিন্ট করুন।

হয়ে গেলো আপনার কার্ড প্রিন্ট।

আরো ডকুমেন্টস্ তৈরি করুন:

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

Late attendance application

Late attendance application to office

Late attendance application হলো, দেরি করে কর্মস্থলে পৌছানোর জন্য মার্জনা চেয়ে লিখিত একটি আবেদনপত্র। যানজট, …

Language »
error: Content is protected !!