Its a digital heaven for multi faceted blooging,
offering more than just words on a screen.

Leave Application Letter Generator

Leave Application Letter Generator : কর্মস্থল বা চাকুরী স্থান থেকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে ছুটি নেয়ার প্রয়োজন পড়ে। আর এই ছুটির জন্য অফিসের প্রধান বরাবর বা (Human Resource Management Department) এইচ আর এম ডিভিশন বা অফিস নির্ধারিত এডমিনিষ্ট্রেশন বরাবর একটি ছুটির দরখাস্ত লিখে জমা দিতে হয়। তাই হচ্ছে ছুটির দরখাস্ত বা Leave Application Letter. যেখানে ছুটির কারন বা ছুটির প্রয়োজনীয়তা উল্লেখ পূর্বক ছুটির সময় এবং ছুটি পরবর্তী কর্মস্থলে যোগদানের সময় জানিয়ে দিতে হয়।

ক্লিকেই সলিউশন :

1. Leave Application Letter | লীভ এপ্লিকেশন | English Format  :

LEAVE APPLICATION

[ Fill belows form ]

Application written on :

Choose Subject :

1. Application for Sick Leave
2. Application for Annual Leave
3. Application for Death in Family Member
4. Application for leave For Brother’s Marriage
5. Application for leave For Sister’s Marriage
6. Application for Emergency Leave
7. Application for Visa Purpose leave

To the Authority :


Dear
Respected
Honoarable
His Excellency


Sir
Madam
Muhtaram
His Excellency

Choose Starting template

I am writing to let you know that,
I am writing this letter to inform you that,
I hereby, would like to inform you that,
I am writing to inform you that,
I am writing this letter to inform you that,

Mention Leave Reason : (Mark any one):

1. I developed an acute case of food poisoning last night. I hoped it would go away by this morning, but it looks like I am still unwell.
2. I would not be able to join the office today because I am under the weather and have symptoms of viral infection. I went to the doctor yesterday and he prescribed few days of rest.
3. I am suffering from high fever for the past few days. It will be difficult for me to come to the office today.
4. My elder brother’s marriage date has been fixed to happen on this date at my home town.
5. My sister’s marriage date has been fixed to happen on this date at my home town.
6. As my entire quota of annual leave sanctioned by the company is pending.
7. We are going on a vacation to Abroad during the summer vacation. For the trip, we have to get our visas renewed. For that purpose need to attend an interview to the Embassy.
7. Today is a very sad day for my family and me I am in pain and full of grief on losing my beloved :

Request Template : (Mark your desire reason) :

1. In this regard, I need { } Days leave from the office to make the necessary arrangements and of course to attend the functions. :
2. I request you to allow me a leave of absence for a period of {} days, in lieu of my annual leave allowance. I will be leaving for the program on the {} and will resume work on the {}.
3. As per my family doctor, it is best that I take rest and recover properly before resuming work.
4. I request you to kindly confirm the Leave so that we can start the visa process.
5. I will not be able to come to office, we are going to our native place for the Burial of my: If you exchange any option to other, remove previous data pls.

Mark Your Choice

I will be grateful if you kindly grant me a leave of :
Please grant me leave of :
I request you to grant me leave of :

[ Write required leave and joining details]

[ Must Mark Your Choice ]

I will appreciate your help in this case
All the best
Looking forward to hear from you
Waiting for your response
I look forward to your acknowledgment of my leave application
I hope you will soon sanction my request for the leave of absence.

Mark Your Choice

Thanks & Best Regards
Regards
Thanking You
Truly Yours
Sincerely Yours
Thank you for understanding.



অনলাইন সমাধান :

অনলাইনে মাত্র কয়েকটি ষ্টেপে তৈরী করতে পারেন একটি Leave Application Letter | লীভ এপ্লিকেশন :

  • উপরের ফরম পুরন করে PRINT বাটনে ক্লিক করলে আপনার চিঠিটি দৃশ্যমান হবে।
  • চিঠির নিচ থেকে আবার প্রিন্ট বাটনে ক্লিক করুন
  • প্রিন্ট ব্রাউজার উপস্থিত হবে। এবার সেখান থেকে পেপার সাইজ, মার্জিন, এবং হেডার ফুটার আনচেক করে প্রিন্ট দিন।
  • এখন আপনার সহি স্বাক্ষর সহ জমা দিন।

Leave Application Letter | লীভ এপ্লিকেশন সাবমিট করার পূর্বে আপনি তৈরীকৃত লেটারের একটি ফটোকপিও তৈরী করে নিবেন। এবং অফিসের অথোরিটি বরাবর সাবমিট করবেন । এক্ষেত্রে অথোরিটি একটি চিঠি গ্রহন করে রেখে দিবে আরেকটি কপিতে তাদের সীল, সহি সম্পাদন করে আপনাকে ফেরত দিবে। এতে প্রমানিত হবে আপনি ছুটির এপ্রোভাল পেয়েছেন।

এক ফরমে সকল ছুটি ‘র আবেদন- BN

কখনো কখনো এই ছুটির দরখাস্ত জমা দিয়ে ছুটি কাটাতে হয় আবার কখনো বিশেষ ছুটি কাটিয়ে এসে ছুটির দরখাস্ত জমা দিতে হয়।

কিভাবে অল্প সময়ে, আল্প কথায়, একটি সুন্দর মান সম্মত Leave Application বা ছুটির দরখাস্ত বা ছুটির আবেদনের চিঠি তৈরি করা যায় সে সম্পর্কেই আজকের এই আর্টিকেল। একটি ফর্ম থেকে মাত্র ২ মিনিটেই তৈরী করতে পারবেন আপনার ছুটির দরখাস্ত।

ছুটির দরখাস্ত কি?

আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেখান থেকে পারিবারিক প্রয়োজনে আপনার ছুটি নেয়ার প্রয়োজন হতে পারে। আর এই ছুটি অনুমোদনের জন্য যে চিঠি বা দরখাস্ত লিখতে হয়, তাই হচ্ছে ছুটির দরখাস্ত বা ছুটির আবেদনপত্র বা Leave Application Letter.

কেনো ছুটির দরখাস্ত লিখতে হয়?

কর্মস্থলের পরে আপনি একজন সমাজ সংসারে আবদ্ধ একজন মানুষ। আপনার পরিবার বা সমাজের প্রয়োজনে অফিসের কর্মকান্ড সাময়িক বন্ধ রাখার প্রয়োজন পড়তে পারে। আর তা আপনার কর্মস্থলে অবহিত করার জন্যই এই দরখাস্ত লিখা।

যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন, আপনার উপর নির্ধারিত কর্ম থেকে নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক ছুটি কাটানোর অনুমতি পাওয়ার জন্যই দরখাস্ত লিখতে হয়। কেনোনা আপনার উপর অর্পিত দায়িত্ব প্রতিষ্ঠানের প্রধানেক অবগত করে যাওয়া এবং উক্ত দায়িত্ব অন্য কাউকে দিয়ে সম্পন্ন করার তাগিদেই ছুটির দরখাস্ত লিথতে হয়। আপনার অবর্তমানে উক্ত কর্ম যেনো অফিস প্রধান অন্য কাউকে দিয়ে সমাধান করিয়ে নিতে পারেন, সেই পূর্ব প্রস্তুতির জন্যই ছুটির দরখাস্ত লিখতে হয়।

কার বরাবর ছুটির জন্য দরখাস্ত লিখতে হয়? 

কর্মস্থল বা প্রতিষ্ঠোনের প্রধান বরাবর দরখাস্ত লিতে হয়। কখনো কখনো ম্যানজোর, ব্যবস্থাপক, কখনো (Human Resource Management Department ) বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট, কখনো বা এডমিনিষ্ট্রেশন বরাবর। মোট কথা অফিস প্রধান যে ডিপার্টমেন্ট কে এই কর্মসাধনের ক্ষমতা প্রদান করে থাকেন, তার বরাবরই ছুটির দরখাস্ত লিখতে হয়।

কিভাবে ছুটির দরখাস্ত লিখতে হবে ?

অতি সংক্ষেপে আপনার প্রয়োজন উল্লেখ করে চিঠি লিখতে হবে। কেনো বা কি উদ্দেশ্যে ছুটির প্রয়োজন তার যথাযথ বর্ণনা উপস্থাপন করতে হবে। কবে থেকে ছুটি কার্যকর হবে আর কবেই বা কর্মস্থলে যোগদান করবেন-ইত্যাদি বিষয়সমুহ স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

কখন এবং কিভাবে ছূটির দরখাস্ত জমা দিতে হয়?

ছুটির দরখাস্ত একজন কর্মচারীর প্রয়োজনের উপরেই নির্ভর করে জমা দিতে হয়। আকস্মিত অসুস্থতার কারনে তো আর আগে  ভাগেই আর ছুটির দরখাস্ত জমা দেয়া যায়না। এক্ষেত্রে সুস্থ হয়ে আপনাকে অফিসে এসেই ছুটির দরখাস্ত জমা দিতে হবে। আর আপনার বোনের বিয়ে? এক্ষেত্রে তো আর বিয়ে খেয়ে এসে দিলে হবে না। মূলতঃ ছুটির দরখাস্ত প্রয়োজন অনুযায়ী একজন কর্মকর্তা/কর্মচারী জমা দিয়ে থাকেন।

ছুটির দরখাস্ত জমা না দিলে কি হয়?

ছুটির দরখাস্ত জমা না দেয়াটা একটি প্রতিষ্ঠানের আইন ভঙ্গ করার সামিল। যেটা করা মোটেই উচিত নয়।  এমনটি হলে প্রতিষ্টান  আপনার বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা রাখেন। কারন আপনি কর্মস্থলকে অবমাননা করেছেন। ছোটো হোক আর বড়ই হোক কর্মকে সন্মা্ন আর কর্মস্থলকে শ্রদ্ধা করাটাই আপনার আর আমার উচিত। তাই যে কোনো ছুটির প্রসঙ্গে আপনার কবে কখন প্রয়োজন তা জেনেশুনেই আপনাকে ছুটির দরখাস্ত লিখতে হবে আর জমা দিতে হবে।

আসুন এবার শুরু করি ছুটির দরখাস্ত লিখা।

ছুটির দরখাস্তসহ অসংখ্য প্রয়োজনীয় লেটার পাবেন showkatba.com এই সাইটে। এটি  একটি সেবামূলক সাইট। কোনো চিঠিপত্র তৈরিতে আপনার রেজিষ্টেশন বা লগ ইন এর ঝামেলা পোহাতে হবে না। আপনার প্রয়োজ্নীয় অফিশিয়াল বহু লেটার তৈরির ফরম দিয়ে সাজানো একটি সাইট। যেখানে সহজেই তৈরি করতে পারবেন আপনার লেটার। একদম ফ্রিতে।

 

আপনার চিঠি প্রুফরিড করুন :

Leave Application Letter | লীভ এপ্লিকেশন লেটার সাবমিট করার পূর্বে প্রুফরিড করতে ভুলবেন না। এটি আপনার চিঠিতে কেনো ত্রুটি বা টাইপোস বা টাইপ মিস্টেক হয়েছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করবে।

প্রিভিউ সেম্পল

Leave Application Letter | লীভ এপ্লিকেশন লেটার প্রিন্ট দিলে নিচে প্রদর্শিত ছবির ন্যায় দৃশ্যমান হবে। প্রিন্ট ব্রাউজার থেকে আপনি পিডিএফ মুডেও প্রিন্ট করে পিডিএফ ফাইল হিসেবে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন।

Leave Application Sample [English Format]

Leave Application Letter

বাংলায় তৈরী করুন একটি ছুটির দরখাস্ত

ইংরেজির পাশাপাশি আপনি এখান থেকেই বাংলায় একটি ছুটির দরখাস্ত তৈরী করতে পারবেন। শুধু আপনাকে ছুটির জন্য আবেদন-বাংলা ফরমেট এই অপশনের ফরমটি বেছে নিতে হবে। এবং ইংরেজীর মতোই প্রতিটি ঘর পছন্দ মতো পূরন এবং সিলেক্ট করে ষ্টেপ বায় ষ্টেপ এগিয়ে যেতে হবে। চিঠিটি প্রিন্ট করলে নিচের ছবির মতো দৃশ্যমান হবে :

Leave Application Letter - Printed Copy

Leave Application Sample [Bengali Format]

অনুরোধে : আমি চেষ্টা করেছি একটি ফরম্যাট থেকে সহজে ছুটির চিঠি লেখার সহজ পদ্বতি তৈরীর। কতটুকু স্বার্থক হয়েছি তা কেবল একজন ইউজারই বলতে পারবেন। যদি বিন্দুমাত্র উপকার হয় তবেই আমার কষ্ট সার্থক। অনলাইন টিপস নিয়ে রচিত যে কোনো আর্টিকেল পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার ব্যাপারে যে কোনো পরামর্শ সাদরে গৃহিত হবে। সরাসরি ফোন করুন এই নাম্বারে – +8801783989949 অথবা ই-মেইল করতে পারেন – showkatbd2022@gmail.com

সকলের দোয়া কামনায়..। নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ !!

আশা করি, আমার এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। ছুটির দরখাস্ত তৈরিরে আপনার সময় বাচাবে।

যদি উপকারে আসে, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, আর আমার জন্য দোয়া করবেন। সুস্থ থেকে যেনো আপনাদের প্রয়োজনীয় আর্টিকেল উপস্থাপনা করতে পারি। আর্টিকেলের ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন-এই প্রার্থনায় আজকের মতো বিদায়।

জিজ্ঞাসিত কিছু প্রশ্ন :

Leave Application Letter | লীভ এপ্লিকেশন লেটার কি কর্ম প্রতিষ্টানে গ্রহন করবে?

  • একবার তৈরী করে সাবমিট করেই দেখুন ।

এই চিঠিটি কি ১০০% মান সম্মত ?

  • সবার ড্রাফটিং যেমন এক রকম হয় না, তেমনি কোনো চিঠিই ১০০% মান সম্মত হবেনা, এটাই স্বাভাবিক।   

এই ফরেম থেকে কয় ধরনের ছুটির দরখাস্ত তৈরী করা যাবে ?

এই ফর্ম থেকে আপনি নিচে উল্লেখিত ক্যাটাগরির ছুটির দরখাস্তগুলো তৈরী করতে পারবেন :

  • Application for Sick Leave
  • Application for Annual Leave
  • Application for Death in Family Member
  • Application for leave For Brother’s Marriage
  • Application for leave For Sister’s Marriage
  • Application for Emergency Leave
  • Application for Visa Purpose leave

হে আল্লাহ্ আমারা যারা আজ বাবা-মা হারা, ইয়াতিম, আপনার দরবারে বাবা মার অন্ধকার কবরের আযাব থেকে মুক্তির প্রার্থনা করছি, আপনি আমাদের সকল ইয়াতিমের দোয়া কবুল করুন। আমাদের সকলের বাবা মাকে আপনি জান্নাতবাসী করুন। আমিন।

Showkatbd.com is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form.   It will save your time !

  FORM2Dox

  DOCUMENTCreation Tools

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

চাকরির আবেদনপত্র মেকার

চাকরির আবেদনপত্র মেকার – BN

চাকরির আবেদনপত্র মেকার হলো ক্লিকেই চাকরির আবেদন পত্র তৈরির টুলস্‌। অর্থাৎ ক্লিক সমাধান। নিচের ফরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!