Salary Statement Maker হলো, স্থানীয় বা বিদেশী মুদ্রায় প্রাপ্ত বেতন বিবরণী তৈরিকরন টুল। আর Salary Statement হলো, একজন নিয়োগকর্তার কাছ থেকে একজন কর্মচারীকে পর্যায়ক্রমিক অর্থ প্রদানের একটি রূপ।
Salary Statement Maker
3 ষ্টেপে তৈরি করুন একটি সেলারি সার্টিফিকেট

Find your form

Answer simple question

Print and sign
Create your letter easily
1. নিচের বাটনে ক্লিক করে ফরম ওপেন করুন 2. Form ফিলাপ করুন 3. প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন, এবং হেডার ফুটার আনচেক করে প্রিন্ট দিন
** প্রয়োজনে এই ফর্ম দিয়ে চিঠি তৈরির পরে টেক্সট সমুহ কপি করে এমএস ওয়ার্ডে পেষ্ট করেও প্রিন্ট দিতে পারেন
Create now
LOCAL CURRENCY SALARY STATEMENT
Salary Statement Maker কি?
Salary Statement Maker হলো, একটি বেতন বিবরণী তৈরিকরন টুল। অর্থাৎ বেতন বিবরনী তৈরির এ্যাপ্লিকেশন। যেখান খেকে কিছু তথ্য প্রদানে, ক্লিকেই একটি মানসম্মত সেলারি সার্টিফিকেট তৈরি করা সম্ভব।
No login, No registration
Salary Statement কি?
আর একটি সেলারী ষ্টেটমেন্ট বা সেলারি সার্টিফিকেট হলো, যা একজন কর্মচারীর অনুরোধে অফিস প্রধান বা কর্তৃপক্ষ তাদের কর্মচারীকে তার বেতনের বিস্তারিত প্রদান করে থাকে। এটি অফিস কর্তক জারিকৃত একটি বেতন বিবরণী। এটি সেলারী সার্টিফিকেট, সেলারী ষ্টেটমেন্ট বা বেতন বিবরণী নামে পরিচিত।
Salary Statement কি, প্রয়োজনীয়তা, কিভাবে গ্রহন করতে হয় আর কে বা কার দ্বারা এই চিঠি গ্রহন করতে হয় তার বিস্তারিত
নতুন চাকরীতে পূর্বের যোগ্যতা প্রমান, ব্যাংক একাউন্ট ওপেন, ইনকাম টেক্স, ফ্ল্যাট ক্রয়, গাড়ি ক্রয়, নির্দিষ্ট কিছু দেশের ভিসা পাওয়ার জন্য এই সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। যে কোন প্রতিষ্ঠানের এইচআরবিভাগ দ্বারা বা প্রধান কর্মকর্তা দ্বারা এই সেলারী সার্টিফিকেট প্রদান করা হয়।
Salary Statement হল, একটি দস্তাবেজ যা একজন কর্মচারীর অনুরোধে অফিস প্রধান বা হিউম্যান রিসোর্সডিপার্টমেন্ট তাদের কর্মচারীকে জারি করে। এটি অফিস কর্তক জারিকৃত একটি প্রশংসা পত্রও বটে। একজন কর্মচারী তার কর্মস্থান থেকে প্রাপ্ত মাসিক বেতনের সারসংক্ষেপ উল্লেখপুর্বক একটি চিঠি। যেখানে উল্লেখ থাকবে –
- কর্মচারীর পরিচয় বিবরণ।
- কর্মচারীর অবস্থান।
- মোট মাসিক মোট বেতন/ভাতা’র পরিমান।
- মাসিক মোট বেতন/ভাতা’র ব্রেক আপসমূহ।
Salary Statement এর ধরন:
সেলারী সার্টিফিকেট দুই ধরনের হয়:
1. লোকাল বা স্থানীয় মুদ্রায় সেলারী: যে সেলারী লোকাল বা স্থানীয় মুদ্রায় প্রদান করা হয়, তার জন্য লোকাল কারেন্সীর সার্টিফিকেট আর
2. ফরেন বা বিদেশী মুদ্রায় সেলারী: যে সেলারী ফরেন বা বিদেশী মুদ্রায় প্রদান করা হয়, তার জন্য ফরেন কারেন্সীর সার্টিফিকেট।
1. লোকাল বা স্থানীয় মুদ্রায় প্রাপ্ত বেতনের সার্ফিকেট: একজন এমপ্লোয়ী যে দেশে অবস্থান করছেন, সে দেশের স্থানীয় মুদ্রায় যে বেতন পায়, তার বর্নণা উল্লেখ করে যে সার্টিফিকেট প্রদান করা হয়, তাই হচ্ছে লোকাল মুদ্রায় প্রাপ্ত সেলারী সার্টিফিকেট।
নমুনা কপি-
1. ফরেন বা বিদেশী মুদ্রায় প্রাপ্ত বেতনের সার্টিফিকেট: একজন এমপ্লোয়ী স্থানীয় মুদ্রার বদলে যখন বিদেশী মুদ্রায় যে বেতন পায়, তার বর্নণা উল্লেখ করে যে সার্টিফিকেট প্রদান করা হয়, তাই হচ্ছে ফরেন বা বিদেশী মুদ্রায় প্রাপ্ত সেলারী সার্টিফিকেট।
যে কাজে এই সার্টিফিকেট ব্যবহৃত হয়: বেতনের সত্যতা যাচাই সহ বহুবিধ কাজে প্রয়োজন পরে এই সার্টিফিকেট। যেমন-
- নতুন চাকরীতে পূর্বের যোগ্যতা প্রদানের জন্য এর দরকার পড়ে,
- ব্যাংকে একাউন্ট ওপেন করতে এর প্রয়োজন পড়ে,
- ইনকাম টেক্সের জন্য,
- ফ্ল্যাট ক্রয়ের জন্য,
- গাড়ি ক্রয়ের জন্য।
একজন এ্যামপ্লোয়ী যেভাবে এই সার্টিফিকেট গ্রহন করতে পারেন:
আপনি যে প্রতিষ্ঠানে বা যেখানে (হোক মালিকানাধীন) কর্মরত আছেন সেখান থেকেই আপনি এই সার্টিফিকেট গ্রহনের ক্ষমতা রাখেন। এই সনদ উত্তোলনের জন্য আপনাকে মালিক / এইচআরডি বরাবর আপনার প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করে একটি আবেদন পত্র লিখতে হবে। এরপরেই মালিক নিজে অথবা তার প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এই সনদ প্রদান করবেন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাদের স্বাক্ষর ও অফিসিয়াল সীল সহ।
একটি প্রতিষ্টান যেভাবে একজন এ্যামেপ্লোয়ীকে এই সার্টিফিকেট প্রদান করতে পারেন:
সেলারী সার্টিফিকেট তৈরীর প্রথমেই আপনাকে কর্মচারীর নাম, পদবী, যোগদানের তারিখ, তিনি কত বছর কাজ করছেন, কোম্পানিতে কর্ম দক্ষতার বিবরণ এবং সম্পূর্ণ বেতন/ভাতা’র সারসংক্ষেপ সংগ্রহে রাখতে হবে। চিঠি লিখার মতোই সনদের প্রারম্ভে ইস্যু তারিখ এবং সর্ব পরিশেষে মালিকের সহি স্বাক্ষর প্রদান বাধ্যতামূলক।
বি:দ্র: যে কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সনদ প্রদানে অবশ্যই কোম্পানীর প্যাড ব্যবহার করতে হবে অর্থাৎ সার্টিফিকেট অফিশিয়াল প্যাডে প্রিন্ট করতে হবে। যদি তা না করেন তাহলে এই সার্টিফিকেটের মূলত কোথাও কোন গ্রহন যোগ্যতা থাকবেনা। আর একজন কর্মচারীও যদি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সীল সাইন কিংবা মালিকের কোনো স্বাক্ষর গ্রহন না করেন, তাহলেও এটির সত্যতf যাচাইয়ের বদলে ফেক হিসাবেই পরিগনিত হবে।
আপনার চিঠি প্রুফরিড করুন: একজন কর্মকর্তা / কর্মচারীর হাতে সেলারী ষ্টেটেমেন্ট দেয়ার আগে প্রুফরিড করতে ভুলবেন না। এটি আপনার চিঠিতে কেনো ত্রুটি বা টাইপোস বা টাইপ মিস্টেক আছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করবে।
কন্ট্রিবিউটরের অনুরোধ : আমি চেষ্টা করেছি চিঠি লেখার জন্য একটি সহজ পদ্বতি তৈরির। কতটুকু স্বার্থক হয়েছি তা কেবল একজন ইউজারই বলতে পারবেন। যদি বিন্দুমাত্র উপকার হয় তবেই আমার কষ্ট সার্থক। অনলাইন টিপস নিয়ে রচিত যে কোনো আর্টিকেল পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার ব্যাপারে যে কোনো পরামর্শ সাদরে গৃহিত হবে। সরাসরি ফোন করুন এই নাম্বারে – +8801783989949 অথবা ই-মেইল করতে পারেন – showkatbd2022@gmail.com
আমি চেষ্টা করি কিছু ভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেয়ার। হাজার হাজার আর্টিকেল নয়, একটি আর্টিকেল লিখবো – আর সেটা যেনো আপনার বিন্দুমাত্র হলেও উপকারে আসে, আর এটাই আমার আন্তরিক প্রচেষ্টা।
আমার সাথেই থাকুন।
সকলের দোয়া কামনায়..। নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ !!
ইয়া রাব্বুল আলামীন, সকল ধরনের শিরক, মোনাফেকি, বিদাআতি কর্মকান্ড থেকে নিজেদের যেনো রক্ষা করে চলতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন !!
নিচের ভিডিও থেকে সেলারী সার্টিফিকেট তৈরীর নিয়ম জেনে নিন সহজেই। ভিডিওতে সাউন্ড অমিট করে দেয়া হয়েছে।
Create Now
FOREIGN CURRENCY SALARY STATEMENT

Create your letter easily
Leave a review

আমাদের সাইট ভালো লাগলে একটি রিভিউ দিন!
Rating
Reviews
Good job. Go ahead
Excellent job!
আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরির এডমিন সেকশনে কাজ করছি বহু বছর। আমাকে প্রায়ই এমন ছুটির এপ্লিকেশন গ্রহন করতে হয় আর ষ্টাফদের ছুটির অনুমোদন দিতে হয়। ইতিপুর্বে আমি এমন ধরনেই কোন সফটওয়ার পাই নাই। যা আমার কাজকে অনেক সহজ করে দিয়েছে। আমি ইদানিং এখান থেকেই ষ্টাফদের অনেক চিঠি তৈরি করছি। যেমন : ছুটির দরখাস্ত, অভিজ্ঞতার সার্টিফিকেট, বেতনের ব্রেকডাউন। যদি এই ওয়েব সাইটটি কন্টিনিউ থেকে যায় আমার মতো অনেকেই উপকৃত হবে।
Tags Salary Certificate Salry Statement বেতন বিবরণী বেতনের বিবরণ সেলারী সার্টিফিকেট
Check Also
Printable wishcard maker
showkatbd wishCard বিনামূল্যে শুভেচ্ছা বার্তাসহ, চমৎকার দৃষ্টিনন্দন কার্ড তৈরির সহজ সমাধান । ব্যক্তিগত বা প্রফেশনাল …
5 comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Every weekend i used to visit this web site, because i want
enjoyment, for the reason that this this web site conations
actually fastidious funny stuff too.
Thanks for staying with us
Howdy I am so thrilled I found your web site, I really found you
by mistake, while I was looking on Bing for something
else, Nonetheless I am here now and would just like to say kudos
for a remarkable post and a all round entertaining blog (I
also love the theme/design), I don’t have time to browse it all at the
moment but I have bookmarked it and also added in your RSS feeds, so when I have time I will be
back to read a lot more, Please do keep up the excellent work.
Thank you very much.
Heya! I just wanted to ask if you ever have any problems with hackers?
My last blog (wordpress) was hacked and I ended up losing several weeks of hard work due to no backup.
Do you have any solutions to stop hackers?