Car sale quote on official letterhead

Car Sale quotation on letterhead হলো, ব্যবসা প্রতিষ্ঠানের লেটারহেড পেপারে গাড়ি বিক্রয়ের কোটেশন তৈরি করা। যেখানে ক্রয়ে আগ্রহীর জন্য নির্দিষ্ট গাড়ির বিস্তারিত উল্লেখ থাকে। 

Car Sale quotation on letterhead এ গাড়ির কোটেশন তৈরির এক সহজ সমাধান। যেখানে দ্রুততার সাথে একটি গাড়ির বিস্তারিত তথ্য সন্নিবেশ করতে একজন গাড়ি ব্যবসায়ির প্রতি নিয়ত প্রয়োজন। 

কোটেশন তৈরিতে দূর্দান্ত একটি ফরম। যেখানে একজন গাড়ি ব্যবসায়ির জন্য একটি গাড়ির সকল ধরনের তথ্য উপস্থাপনার জন্য সহজভাবে তৈরি করা হয়েছে। 

কোটেশন তৈরিতে সকল তথ্যসহ একটি ভিন্ন ধরনের চিঠি তৈরিতে সকলেই সচেষ্ট। তাই এখানে বিভিন্নভাবে নানান ফরমেটে তৈরি করা হয়েছে একটি সম্পূর্ন কোটেশন। এক ঘেয়েমি ফরমেট থেকে বের হয়ে মনের মতো করে বিভিন্ন ডিজাইনের ফরমেট ব্যবহার করতে পারেন সব সময়।

এই ফরমেট থেকে কোটেশন তৈরিতে বাঁচবে সময়, কর্মপ্রবাহকে রাখবে গতিশীল।

এই ফরমেট থেকে প্রিন্ট করা কোটেশন অফিস সংরক্ষনের জন্য PDF করেও সেভ করা সম্ভব।

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

বন্ধ হোক মহল্লার মসজিদ কমিটি নামক ’অসভ্যদের কমিটি বানিজ্য’

বন্ধ হোক মহল্লার মসজিদ কমিটি নামক ’অসভ্যদের কমিটি বানিজ্য’– মোহাম্মদ শওকত আকবার মহল্লার মসজিদ, খতিব, …

Leave a Reply

Language »