ড্রাইভারের জন্য অভিজ্ঞতার চিঠি | Bengali Format

ড্রাইভারের জন্য অভিজ্ঞতার চিঠি তৈরি করুন সহজেই। নিচের ফরম যথাযথ ফিলাপেই পেয়ে যাবেন আপনার  কাংখিত চিঠি। 

একজন ড্রাইভার তার নিয়োগকর্তার কাছ থেকে তার কাজের প্রশংসা স্বরুপ একখানা প্রশংসা পত্র বা অভিজ্ঞতা সনদ পেতে পারেন। এই অভিজ্ঞতা সনদ একজন ড্রাইভারকে ভাল সুযোগ সুবিধা বা বেশী বেতনের চাকুরি পেতে সহায়তা করে।

Fill the form below with Correct information:

Enjoy Now!

input[type=text], select, textarea { width: 100%; padding: 12px; border: 1px solid #ccc; border-radius: 4px; resize: vertical; }

label { padding: 12px 12px 12px 0; display: inline-block; }

input[type=submit] { background-color: #04AA6D; color: white; padding: 12px 20px; border: none; border-radius: 4px; cursor: pointer; float: right; }

input[type=submit]:hover { background-color: #45a049; }

.col-25 { float: left; width: 25%; margin-top: 6px; }

.col-75 { float: left; width: 75%; margin-top: 6px; }

/* Clear floats after the columns */ .row::after { content: ""; display: table; clear: both; }

} .block { display: block; width: 100%; border: none; background-color: #04AA6D; color: white; padding: 14px 28px; font-size: 16px; cursor: pointer; text-align: center; }

.block:hover { background-color: #ddd; color: black; }

অভিজ্ঞতা সনদ

নিম্নলিখিত ঘর পুরন করে সহজেই তৈরি করুন অভিজ্ঞতার সনদপত্র

— একটি মার্ক করুন —জনাবজনাবা

— মার্ক করুন —পিতাস্বামী

অভিভাবকের নাম লিখুন :

— মার্ক করুন —পাসপোর্টরেসিডেন্ট কার্ডজাতীয় পরিচয়পত্র নম্বর

— মার্ক করুন —ইসলামহিন্দুখিৃষ্টান বৌদ্ধ

— মার্ক করুন —কর্মরত ছিলেনকর্মরত আছেন

কাজের বর্ণনা : একটি মার্ক করুন

1.
অপশন-১
ইলকট্রিকেল ইন্সট্রুমেন্ট ইনস্টলেশন, মেইনটেন্সে এবং রিপেয়ারে তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান। তিনি সৎ, নিষ্ঠাবান এবং উত্তম চরিত্রের অধিকারী ।

2. <input type="radio" name="activities" value=" তার উল্লেখযোগ্য প্রধান দায়িত্বগু সমুহ :
১. বৈদ্যুতিক সকল ধরনের ওয়ারিং, ইন্সট্রুমেন্ট ইনস্টল, রক্ষণাবেক্ষণ এবং মেরামত।
২. বৈদ্যুতিক ব্রেকডাউনের সমস্যা সমাধান ।
৩. কর্মক্ষেত্রের নিরাপত্তা বিষয়ক নিয়ম নীতি মেনে ও
৪. জাতীয় বৈদ্যুতিক কোড অনুসরণ করে কাজ সম্পাদন।”>
অপশন-২

তার প্রধান কাজের দায়িত্বগুলির মধ্যে রয়েছে :
১. বৈদ্যুতিক সকল ধরনের ওয়ারিং, ইন্সট্রুমেন্ট ইনস্টল, রক্ষণাবেক্ষণ এবং মেরামত।
২. বৈদ্যুতিক ব্রেক ডাউনের সমস্যা সমাধান ।
৩. কর্মক্ষেত্রের নিরাপত্তা বিষয়ক নিয়ম নীতি মেনে কাজ সম্পাদন।
৪. জাতীয় বৈদ্যুতিক কোড অনুসরণ করে কাজ সম্পাদন।

মার্ক করুন :


সুপারিশ –

অফিস, বাসা বা ফ্ল্যাটে ইলেকট্রিক কাজের জন্য যারা নিরাপদ, নির্ভরযোগ্য, সচেতন, সুশৃঙ্খল, পরিস্কার-পরিচ্ছন্নভাবে কাজ করেন, ইলেকট্রিশিয়ান খুঁজছেন তাদের জন্য এই ইলেকট্রিশিয়ানকে সুপারিশ করা হলো ।

মার্ক করুন :


আমি

মার্ক করুন :


তার

সফলতা ও মঙ্গল কামনা একটি মার্ক করুন :


সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

ভবিষ্যতের জন্য শুভ কামনা করি।

সর্বোত্তম সাফল্য কামনা করি ।

আগামীর জন্য শুভ কামনা রইলো।

জীবনের উজ্জল ভবিষ্যৎ কামনা করি ।

জীবনের প্রতিটি সাফল্য কামনা করি ।

জীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করি ।

সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি ।

যার দ্বারা পত্রটি স্বাক্ষরিত (কর্তৃপক্ষের নাম) :

পদবী / পদ :

… কর্তৃপক্ষের পদবী / পদ…চেয়ারম্যানব্যবস্থাপনা পরিচালকপরিচালক, অর্থহিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টপ্রধান নির্বাহী কর্মকর্তা/সিইওএকাউন্টস্ ডিপার্টমেন্টএডমিনিষ্ট্রেশনস্বত্বাধিকারীমহামান্য রাষ্ট্রদূতমহামান্য হাইকমিশনারমিশন প্রধানফার্ষ্ট সেক্রেটারীসেকেন্ড সেক্রেটারীথার্ড সেক্রেটারীফিনেন্স এ্যাটাশেরেজিস্ট্রার

অফিস ই-মেইল :

অসংখ্য প্রফেশনের ফরম : এখানে বিভিন্ন প্রফেশনের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরির ফরম দেয়া আছে। আপনার পছন্দের ফরমটি সিলেক্ট করে কিছু প্রশ্নের উত্তর প্রদানে পেয়ে যাবেন আপনার কাংখিত সার্টিফিকেট।

যেভাবে তৈরি করবেন অভিজ্ঞতা সনদ :

  • উপরের ফরম যথাযাথ পূরনে করে  প্রিন্ট বাটন চাপলেই চিঠি নিচের ছবির ন্যায় দৃশ্যমান হবে :

নমূনা কপি :

drivers

যেসব তথ্য ইনপুট করবেন :

  1. অফিস প্রদত্ত একটি রেফারেন্স নাম্বার
  2. সার্টিফিকেট তৈরির তারিখ
  3. প্রতিষ্ঠানের নাম
  4. ড্রাইভারের নাম
  5. গার্ডিয়ানের নাম
  6. ঠিকানা
  7. জাতিয়তা
  8. জাতিয়তা পরিচিতি নাম্বার, (পাসপোর্ট/রেসিডেন্ট কার্ড/ন্যাশনাল আইডেনটিটি কার্ড – যে কোনো একটি)
  9. ধর্ম
  10. প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ
  11. প্রতিষ্ঠানে যেদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা আছেন, সেই সময়কাল বা তারিখ উল্লেখ করতে হবে
  12. যে কর্মকর্তার দ্বারা লেটারটি সহি স্বাক্ষর সম্পাদন হবে তার নাম ও পদবী
  13. ফরমে উল্লেখিত একজন ড্রাইভারের প্রশংসিত / গুনবাচক অপশনগুলো ধারাবাহিকভাবে পছন্দ মতো নির্বাচন করতে হবে।

প্রুফরিড : একটি সনদ প্রদানের পূর্বে অবশ্যই প্রুফরিড করে নিবেন।

অভিজ্ঞতা সনদের উপকারিতা : একজন ড্রাইভার তার নিয়োগকর্তার কাছ থেকে তার কাজের একটি অভিজ্ঞতা সনদ পেতে পারেন। এই অভিজ্ঞতা সার্টিফিকেট একজন ড্রাইভারকে ভাল সুযোগ সুবিধা বা বেশী বেতনের নতুন চাকুরি পেতে সহায়তা করে।

বাংলা, ইংরেজী দু ভাষাতেই তৈরী করতে পারেন একটি সনদ : এখানে বাংলাদেশসহ সারা বিশ্বের সকল ড্রাইভারদের জন্য এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরির টুলস দেয়া আছে। সহজেই উপভোগ করুন !

যেভাবে সনদ ডেলিভারি দিবেন : একটি অভিজ্ঞতা সনদ অবশ্যই আপনার অফিসের লেটারহেডে প্রিন্ট আউট করতে হবে । সার্টিফিকেট ১০০% বৈধ করার জন্য কর্মকর্তার সীল, সহি সম্পাদন  করতে কোনোক্রমেই ভুল করবেন না।

জিজ্ঞাসিত প্রশ্ন :

আবুধাবির মতো অন্যান্য দেশে বাংলাদেশী নিয়োগকর্তার দেওয়া ড্রাইভিং অভিজ্ঞতার সার্টিফিকেট কি বৈধ ?

– একটি অভিজ্ঞতা সার্টিফিকেট পৃথিবীর সকল দেশেই বৈধ, তবে আপনি যে দেশে গাড়ি চালাতে চান সেই দেশের নিয়ম অনুযায়ী আপনার সংশ্লিষ্ট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

একজন ড্রাইভারের গুরুত্বপূর্ণ দক্ষতা কি কি ?

– ধৈর্য, সতর্কতা এবং গাড়ি সম্পর্কিত যান্ত্রিক দক্ষতা।

কন্ট্রিবিউটরের ভাষ্য : আমি এটি ডিজাইন করেছি যেনো, সহজে একটি এক্সপেরিয়ন্স সার্টিফিকেট তৈরি করা যায়। এটি তৈরিতে কোনো রকম এক্সপার্ট হবার প্রয়োজন নেই। কম্পিউটার পরিচালনা করতে পারেন এমন যে কেউই এই সার্টিফিকেট তৈরী করতে পারেন।  আশা করি টুলসটি আপনাদের ভালো লাগবে।

ভালো থাকুন, সুস্থ থাকুন- এই প্রত্যাশায় ..

যে কোন পরামর্শ বা অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে – 01783989949 বা মেইল করতে পারে : showkatbd2022@gmail.com  এই আইডিতে। সব ধরনের পরামর্শ ও উপদেশ সাদরে গ্রহন করা হবে।