বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরীতে নিচের ধাপসমুহ অনুস্বরন করুন :

  1. নিচের ফরমটি ফিলাপ করে প্রিন্ট বাটনে ক্লিক করলেই তৈরী হবে প্রশংসাপত্র।
  2. প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন, এবং হেডার ফুটার আনচেক করে প্রতিষ্টানের লেটারহেড পেপারে প্রিন্ট দিন। 

Experience Letter for Electrician


[ Fill Following Details and Get Your Letter in Minutes ]

Father’s Name :

[ Mark any one]


He has extensive knowledge in electrical equipment installation and maintenance. He is honest, hardworking, sincere and fulfilled all the work responsibilities on time.

[ Mark any one]

This electrician is recommended for those who are looking for a safe, reliable, conscious, hardworking electrician for electric work in the office, home or flat.

[ Mark any one]

[ Mark any one]

All success in future endeavor.
Hope and pray bright and good speed in his future life.
Every Success in his life.
A good life and better opportunity of employment.
Best of luck for future.
All the best and success in future endeavors.
All the best for future ventures. Please feel free to contact us for any other information required.

[Signatory Authority]Name :

Designation/Position :

Office E-mail [Your email address will not be published] :



শওকতবিডি এক্সপেরিয়েন্স লেটার মেকার বিভিন্ন প্রফেশনের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরির টুলস। সব ধরনের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরির ফরম দেওয়া আছে এখানে। পছন্দের ফরমটি সিলেক্ট করে কিছু প্রশ্নের উত্তর দিয়ে রেডি পাবেন আপনার কাংখিত এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।

যেভাবে তৈরি করবেন ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

চিঠি তৈরিতে যেসব তথ্য ইনপুট করবেন :

1. প্রথম ধাপে একজন ইলেকট্রিশিয়ানের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরিতে নিচের  তথ্যগুলো সংগ্রহে রাখুন :

  • অফিস প্রদত্ত একটি রেফারেন্স নাম্বার
  • সার্টিফিকেট তৈরির তারিখ
  • প্রতিষ্ঠানের নাম
  • আবেদনকারী / কর্মচারীর টেকিনিশিয়ানের নাম
  • ঠিকানা
  • জাতিয়তা
  • জাতিয়তা পরিচিতি নাম্বার, (পাসপোর্ট/রেসিডেন্ট কার্ড/ন্যাশনাল আইডেনটিটি কার্ড – যে কোনো একটি)
  • ধর্ম
  • প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ
  • প্রতিষ্ঠানে যেদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা আছেন, সেই সময়কাল বা তারিখ উল্লেখ করতে হবে
  • যে কর্মকর্তার দ্বারা লেটারটি সহি স্বাক্ষর সম্পাদন হবে তার নাম ও পদবী
  • ফরমে উল্লেখিত একজন কর্মচারী / টেকনিশিয়ানের প্রশংসিত / গুনবাচক অপশনগুলো ধারাবাহিকভাবে পছন্দ মতো নির্বাচন করতে হবে।

2. দ্বিতীয় ধাপে সংগ্রহে রাখুন :

  • প্রতিষ্টানের একটি লেটারহেড পেড / অফিশিয়াল পেড
  • লেটারে স্বাক্ষরকারী উর্ধতন অফিসারের নাম ও পদবী।

ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট: Sample 1.

ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

Sample 2.

ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট-২

বাংলা ফরমেট :

electrician_experience_letter

প্রুফরিড : একটি ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট প্রদানের পূর্বে অবশ্যই প্রুফরিড করে নিবেন।

ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ডেলিভারি সিষ্টেম : একটি ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই অফিসের লেটারহেডে প্রিন্ট করতে হবে এবং ১০০% বৈধ করার জন্য কর্মকর্তার সীল সহি সম্পাদন  করতে হবে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন 

এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের উপকারিতা কি ?

একটি অভিজ্ঞতা সার্টিফিকেট একজন টেকনিশয়ানের বা একজন কর্মচারীর ভাল সুযোগ সুবিধা বা বেশী বেতনের নতুন চাকুরি পেতে সহায়তা করে।

কিভাবে এবং কোথা থেকে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হয় ?

আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা কর্মরত ছিলেন সে প্রতিষ্ঠানের এইচ আর ডিপার্টমেন্ট আপনাকে এই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট প্রদান করবে। তবে আপনাকে অবশ্যই মৌখিকভাবে বা লিখিত আকারে এক্সপেরিয়েন্স সনদের জন্য আবেদন করতে হবে।

এই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট কি ১০০% মানসম্মত ? 

জ্বি।

এইচ আর ডিপার্টমেন্ট কি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরিতে এই ফর্মেটের উপর নির্ভর করতে পারে ?

জ্বি। আমার জানা মতে দেশের কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান এখান থেকে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরি করছে। আমি তাদের কাছ থেকে উপদেশ এবং উন্নয়ন বিষয়ক বেশ কিছু মেইল পেয়েছি ।

ইলেকট্রিশিয়ান এর কাজ কি ?

কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, বাসা বাড়ি এমন কোনো একটি সেক্টর নেই যেখানে একজন ইলেকট্রিশিয়ানের উপস্থিতি নেই। সর্বত্রই একজন ইলেকট্রিশান বিদ্যমান। ইলেকট্রিক লাইটের সুইচে প্রবলেম, পরিবর্তনে প্রয়োজন ইলেকট্রিশিয়ান, বাসা বাড়িতে এসির লাইনে সমস্যা, সমাধানে দরকার একজন ইলেকট্রিশিয়ান । জেনারেটর সাপোর্ট দিচ্ছে না, ইলেকট্রিক লাইনে প্রবলেম, দরকার একজন ইলেকট্রিশিয়ান। মোট কথা আমাদের দৈনন্দিন জীবনে একজন ইলেকট্রিশিয়ান অতিব জরুরী একজন টেকনিশিয়ান।

শওকতবিডি এক্সপেরিয়েন্স লেটার মেকার কি ?

শওকতবিডি এক্সপেরিয়েন্স লেটার মেকার সব ধরনের Experience Certificate / Experience Statement / অভিজ্ঞতা সনদ  তৈরির এক সহজ সমাধান। যেখান থেকে আপনি মান সম্মত প্রয়োজনীয় এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরি করতে পারেন সহজেই । একজন টেকনিশিয়ান বা প্রফেশনালের প্রয়োজনীয় কিছু তথ্যাদি ইনপুট করে মাত্র 2 মিনিটে তৈরি করতে পারেন একটি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট / অভিজ্ঞতা সনদ । একদম ফ্রি ! নেই রেজিষ্ট্রেশন আর লগিন করার ঝামেলা।

কন্ট্রিবিউটরের ভাষ্য : আমি কুইক এক্সপেরিয়েন্স মেকার ডিজাইন করেছি, যেন সহজে যে কোন প্রফেশনের জন্য একটি এক্সপেরিয়ন্স সার্টিফিকেট তৈরি করা যায়। এটি তৈরিতে কোনো রকম এক্সপার্ট হবার প্রয়োজন নেই। কম্পিউটার পরিচালনা করতে পারেন এমন যে কেউই এই সার্টিফিকেট তৈরী করতে পারেন।  আশা করি টুলসটি আপনাদের ভালো লাগবে।

ভালো থাকুন, সুস্থ থাকুন- এই প্রত্যাশায় ..

যে কোন পরামর্শ বা অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে – 01783989949 বা মেইল করতে পারে : showkatbd2022@gmail.com  এই আইডিতে। সব ধরনের পরামর্শ ও উপদেশ সাদরে গ্রহন করা হবে।

অনুরোধ : যদি বিন্দুমাত্রও উপকৃত হোন, তাহলে শেয়ার করে অন্যকে ব্যবহার করার ব্যবস্থা করে দিন। সেটা হবে আপনার জন্য একটি সাদাকায়ে জারিয়া।

কুইক এক্সপেরিয়েন্স মেকার এটি একটি সেবা মূলক সাইট। আমার এই কষ্ট পরিশ্রম অন্যকে সাহায্য করার জন্য।একে এগিয়ে নেয়ার জন্য আপনাদের সব ধরনের সাহায্য সহযোগীতা কামনা করছি।

আমার চাকুরি জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, ডকুমেন্টস তৈরির সমাধান কল্পেই এই প্রয়াস। সকল ধরনের অনিচ্ছাকৃত ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

image_printআর্টিকেল প্রিন্ট করুন
বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

Check Also

বায়োডাটা তৈরি করুন বিভিন্ন ফরম্যাটে

বায়োডাটা তৈরি করুন বিভিন্ন ফরম্যাটে – EN

বায়োডাটা তৈরি করুন বিভিন্ন ফরম্যাটে : মাত্র একটি ফরম পুরন করে বিভিন্ন ফরম্যাট এবং বিভিন্ন …

Language »
error: Content is protected !!