পার্কিং ভাড়ার চুক্তিপত্র

পার্কিং ভাড়ার চুক্তিপত্র

পার্কিং ভাড়ার চুক্তিপত্র : পার্কিং বা গেরেজ ভাড়া নিয়ে বাড়িওয়ালা এবং ভাড়াটের মাঝে চুক্তিপত্র তৈরির সহজ টুলস্। ফরম পূরনের উদাহরণ প্রতিটি সেলে দেয়া আছে, নিজের মতো করে কাষ্টমাউজ করুন। অপ্রয়োজনীয় সেলে (-) হাইফেন প্রদান করুন।

চুক্তিপত্র তৈরিতে এই টুলস্  আপনাকে নিজে থেকেই এগিয়ে নিয়ে যাবে। প্রতিটি অপশন আপনাকে সাহায্য করবে। আপনি শুধু ফরমের তথ্যসমু ইনপুট করুন।

ষ্টেপ-১

উপরের ফরম পূরন করুন।

ষ্টেপ-২

ফরম পূরন শেষে PRINT বাটনে ক্লিক করুন।

ষ্টেপ-৩

আপনার তথ্যসমুহসহ একটি চুক্তিপত্র ভিজিবল হবে। পেজ সেট আপ করে ফাইনালি প্রিন্ট করুন।

পেজ সেট আপ :

যে কোন চুক্তিপত্র নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে প্রিন্ট করতে হয়। যার প্রকৃত সাইজ 8.5 – 14 (Legal Paper Size).  Top Section : 4.5 Inch, Bottom Section : 2.15 Inch করে দিলেই আপনার চুক্তিপত্র সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে।

আশা করি কার পার্কিং চুক্তিপত্র আপনাদের পার্কিং বা গেরেজ ভাড়া দেয়ার চুক্তিপত্র তৈরিতে সহায়তা করবে।

About মোহাম্মদ শওকত আকবার

আমি শওকত আকবার… একজন লেখক, কবি, প্রযুক্তি উদ্ভাবক আর কন্টেন্ট নির্মাতা – সবকিছু মিলিয়ে নিজেকে বলি, একজন সৃষ্টিশীল যাযাবর। শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার এক নিরন্তর প্রচেষ্টা। showkatbd.com আমার নিজের তৈরি একটি প্ল্যাটফর্ম – যেখানে আমি সংরক্ষন করেছি আমার চিন্তা, চেতনা, ভালোবাসা আর প্রযুক্তির প্রয়োগ। শব্দ আর কোডের মিলনে এক ব্যতিক্রমধর্মী বাংলা প্লাটফর্ম। আমি লিখি, কোড করি, ভাবি, এবং আপনাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। প্রযুক্তি, সাহিত্য, ধর্ম - এক আঙিনায় সকল কিছু।

Check Also

ওয়্যারহাউস ভাড়ার চুক্তিপত্র

ওয়্যারহাউস ভাড়ার চুক্তিপত্র

ওয়্যারহাউস ভাড়ার চুক্তিপত্র : ব্যবসা বানিজ্য পরিচালনা করতে উপযুক্ত স্থানে দোকান, গোডাউন, শো-রুম, ওয়ারহাউজ ভাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *