Resignation Letter Generator বা পদত্যাগ পত্র ক্রিয়েটর হচ্ছে showkatbd.com এর অন্তর্ভুক্ত একটি ডকুমেন্টস তৈরীর ফর্ম। যেখান থেকে একজন ইউজার অল্প সময়ে উন্নত মানের একটি পদত্যাগ পত্র তৈরী করতে পারে।
চাকরীর পদত্যাগ পত্র হচ্ছে এমন একটি নথি – যা চাকরী থেকে অব্যবাহতির ঘোষনা প্রদান করে। অর্থাৎ স্বেচ্ছায় কর্ম থেকে অব্যাহতি।
Resignation Letter Generator দিয়ে তৈরী চিঠির নমূনা কপি: ইংরেজি
পদত্যাগ পত্রের বিস্তারিত
একজন কর্মচারী তার কর্মস্থল থেকে বিবিধ কারনে চাকরী ছেড়ে দিতে পারে। আর সেজন্য তার অফিসের বরাবর একটি চিঠি ইস্যু করতে হয়। যেখানে তার কর্ম থেকে অব্যাহতির কারন জানান দিতে হয় এবং তার শেষ কর্ম দিবস উল্লেখ করতে হয়। এবং কিভাবে দায়িত্বগুলি হস্তান্তর করবেন সে বিষয়ে আলোকপাত করতে হয়।
পদত্যাগ করার বিবিধ কারন
একজন কর্মচারী বিবিধ কারনে কর্ম থেকে অব্যাহতি দিতে পারে বা পদত্যাগ করতে পারে । যেমন -
- বর্তমান কর্মস্থল থেকে আরো ভালো সুযোগ সুবিধার নতুন চাকরী গ্রহন।
- নিজের ক্যারিয়ার গঠনে মনের মতো একটি চাকরী গ্রহন।
- বিবিধ..
পদত্যাগ পত্রে যা কখনো উল্লেখ করতে নেই
- আপনার পদত্যাগের কারণ প্রদান করবেন না।
- আপনার নতুন চাকরি নিয়ে বড়াই করবেন না।
- আপনার পরিচালক বা সহকর্মীদের সম্পর্কে নেতিবাচক হবেন না।
- কোম্পানিকে অসম্মান করবেন না।
পদত্যাগপত্রে যা অন্তর্ভুক্ত করবেন
- কোম্পানিতে আপনার পুরো নাম এবং অবস্থান।
- আপনার পদত্যাগ করার অভিপ্রায় উল্লেখ করে একটি ভূমিকা অনুচ্ছেদ।
- যে তারিখে আপনি চলে যাবেন।
- আপনাকে দেওয়া সুযোগের জন্য আপনার নিয়োগকর্তাকে ধন্যবাদ জানানো একটি অনুচ্ছেদ।
- একটি অনুচ্ছেদ পরিবর্তনের সাথে সহায়তা করার জন্য আপনার ইচ্ছার উল্লেখ করে।
- আপনার স্বাক্ষর।
চাকুরী হতে অব্যাহতির পত্র লিখুন

তৈরী করুন পদত্যাগ পত্র : পদত্যাগ পত্র তৈরিতে নিচের ধাপগুলো অনুস্বরন করুন -
- আপনার যে ফর্মেটের পদত্যাগ পত্র প্রয়োজন (বাংলা অথবা ইংলিশ), উপরের যে কোন একটি ফরম ফিলাপ করে প্রিন্ট বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত চিঠি।
- প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ নির্ধারন করুন, পেজ মার্জিন সেট করুন (প্রয়োজনে Custom অপশন থেকে আপনার পেজের মার্জিন সেট আপ করুন)।
- হেডার ফুটার ডিজেবল করুন সর্বশেষ প্রিন্ট করুন।