বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
চাকুরী হতে অব্যাহতির চিঠি

চাকুরী হতে অব্যাহতির চিঠি

চাকুরী হতে অব্যাহতির চিঠি হচ্ছে এমন একটি নথি – যা চাকরী থেকে অব্যবাহতির ঘোষনা প্রদান করে। অর্থাৎ স্বেচ্ছায় কর্ম থেকে অব্যাহতি।

নিচের ফরম ফিলাপে তৈরি হবে আপনার চিঠি। 

Start Now!

চাকুরী হতে অব্যাহতির জন্য আবেদন

আবেদন পত্রটি ইউনিকোড বাংলা কিবোর্ড ব্যবহার করে ফিলাপ করুন।

প্রতিষ্ঠানের বর্নণা দিন:

অপশন-১. [] আমি অপর একটি প্রতিষ্ঠানে যোগদান করতে যাচ্ছি যেখানে আরো জানার ও শেখার সর্বোপরি ক্যারিয়ার উন্নয়নের একটি সুযোগ রয়েছে তাই
অপশন-২. [] আমার ব্যক্তিগত সমস্যার কারনে,
অপশন-৩. [] বর্তমান বেতনে আমার ফ্যামিলি নিয়ে জীবিকা নির্বাহ করা খূব কঠিন হয়ে যাচ্ছে তাই



নমূনা কপি :

চাকুরী হতে অব্যাহতির চিঠির বিস্তারিত

একজন কর্মচারী তার কর্মস্থল থেকে বিবিধ কারনে চাকরী ছেড়ে দিতে পারে। আর সেজন্য তার অফিসের বরাবর একটি চিঠি ইস্যু করতে হয়। যেখানে তার কর্ম থেকে অব্যাহতির কারন জানান দিতে হয় এবং তার শেষ কর্ম দিবস উল্লেখ করতে হয়। এবং কিভাবে দায়িত্বগুলি হস্তান্তর করবেন সে বিষয়ে আলোকপাত করতে হয়।

চাকুরী হতে অব্যাহতি দেয়ার বিবিধ কারন :

একজন কর্মচারী বিবিধ কারনে কর্ম থেকে অব্যাহতি দিতে পারে বা পদত্যাগ করতে পারে । যেমন -

  • বর্তমান কর্মস্থল থেকে আরো ভালো সুযোগ সুবিধার নতুন চাকরী গ্রহন।
  • নিজের ক্যারিয়ার গঠনে মনের মতো একটি চাকরী গ্রহন।
  • বিবিধ..

  DOCUMENTCreation Tools

তৈরি করুন আরো ডকুমেন্টস:

এই পত্রে যা কখনো উল্লেখ করতে নেই

  • আপনার পদত্যাগের কারণ প্রদান করবেন না।
  • আপনার নতুন চাকরি নিয়ে বড়াই করবেন না।
  • আপনার পরিচালক বা সহকর্মীদের সম্পর্কে নেতিবাচক হবেন না।
  • কোম্পানিকে অসম্মান করবেন না।

পত্রে যা অন্তর্ভুক্ত করবেন

  • কোম্পানিতে আপনার পুরো নাম এবং অবস্থান।
  • আপনার পদত্যাগ করার অভিপ্রায় উল্লেখ করে একটি ভূমিকা অনুচ্ছেদ।
  • যে তারিখে আপনি চলে যাবেন।
  • আপনাকে দেওয়া সুযোগের জন্য আপনার নিয়োগকর্তাকে ধন্যবাদ জানানো একটি অনুচ্ছেদ।
  • একটি অনুচ্ছেদ পরিবর্তনের সাথে সহায়তা করার জন্য আপনার ইচ্ছার উল্লেখ করে।
  • আপনার স্বাক্ষর।

ইংরেজি ভাষায় :

Resignation Letter Generator

চাকুরী হতে অব্যাহতির চিঠি

তৈরী করুন সহজে : showkatbd.com থেকে সহজেই তৈরী করতে পারেন চাকুরী হতে অব্যাহতির চিঠি। নিচের ধাপগুলো অনুস্বরন করুন -

  • উপরের ফরম ফিলাপ করে প্রিন্ট বাটনে ক্লিক করুন।
  • প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ নির্ধারন করুন, পেজ মার্জিন সেট করুন (প্রয়োজনে Custom অপশন থেকে আপনার পেজের মার্জিন সেট আপ করুন)।
  • হেডার ফুটার ডিজেবল করুন সর্বশেষ প্রিন্ট করুন।
image_printআর্টিকেল প্রিন্ট করুন
বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

Check Also

صانع البيانات الشخصية

صانع البيانات الشخصية

 صانع البيانات الشخصية : أنشئ بياناتك الشخصية بسهولة في دقائق. طباعة البيانات الشخصية للتصميم المطلوب …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!