টিআইএন বা ই-টিআইএন রেজিষ্ট্রেশন

5
(2)

কিভাবে করবেন টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন, সে বিষয়েই আজকের এই আলোকপাত। টিন রেজিষ্ট্রেশন করতে প্রথমেই নিচের ডকুমেন্ট্গুলো আপনার হাতের কাছে রাখুন –

  •  জাতীয় পরিচয় পত্র (National Identity Card NID)
  • মোবাইল নাম্বার
  • কোম্পানীর ক্ষেত্রে RJSC নাম্বার ইত্যাদি।

রেজিষ্ট্রেশন কার্যক্রম শূরু :

  • টিআইএন করার জন্য ভিজিট করুন- secure.incometax.gov.bd (এটি এনবিআর এর ই টিন রেজিস্ট্রেশন ওয়েবসাইট।)
  • মেন্যু থেকে Register লিংকে ক্লিক করুন।

ছবিতে দেখানো, নিচের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন

মোবাইল ভেরিফিকেশনের জন্য, আপনার মোবাইলে একটি Activation Code পাঠানো হবে। একাউন্ট সচল (Activate) করার জন্য এটি প্রয়োজন হবে। তাই আপনার ব্যবহৃত এবং চালু আছে এমন একটি নম্বর এখানে ব্যবহার করবেন।

ধাপ ২- এক্টিভেশন কোড ভেরিফিকেশন

এরপর আপনার দেয়া মোবাইল নম্বরে একটি ৬ ডিজিটের Activation Code পাঠানো হবে। কোডটি দিয়ে আপনার একাউন্ট সচল (Activate) করুন।

ধাপ ৩- টিন সার্টিফিকেট আবেদন ফর্ম পূরণ | টিন সার্টিফিকেট তৈরী

একাউন্ট চালু হওয়ার পর, পুনরায় লগ ইন করুন।লগইন করার পর নিচের মত একটি পেইজ দেখবেন। এখানে বাম পাশের উপর থেকে, Tin Application অপশনে ক্লিক করুন।

  • এরপর Register বাটনে ক্লিক করলেই টিন আবেদন করার ফরম দেখতে পাবেন এবং পর্দায় ‘Welcome To Taxpayer’s Identification Number (TIN) Registration/Re-registration’ এই মেসেজ দেখা যাবে।

অর্থাৎ আয়কর সাইটে আপনার একাউন্ট তৈরি হয়ে গেছে। এখন লগইন অবস্থায় টিন সার্টিফিকেট আবেদন করে তাৎক্ষণিকভাবে আয়কর সনদ (TIN) ডাউনলোড করতে পারবেন।

একজন ব্যক্তি মাত্র একবারই টিন সার্টিফিকেট করতে পারবেন। কোনভাবেই ডুপ্লিকেট আয়কর নিবন্ধন বা ই-টিন করা যাবে না। 

মনে রাখবেন, ডাউনলোড করা টিন সার্টিফিকেটটি হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে আয়কর নিবন্ধন ওয়েবসাইট থেকে লগইন করে আবার টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। লগিন এর জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড মনে রাখতে হবে। তাই ইউজার আইডি ও পাসওয়ার্ড যত্নসহকারে সংরক্ষণ করুন।

image_printআর্টিকেল প্রিন্ট করুন

আর্টিকেল পড়ে আপনার অনুভূতি কি?

রেট দিতে তারকায় ক্লিক করুন!

গড় রেটিং 5 / 5. ভোট কাউন্ট হয়েছে: 2

এখন পর্যন্ত কোনো ভোট হয়নি! আপনিই প্রথম

আর্টিকেল পড়ে ভালো লাগলে...

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

আমাদের জানান কিভাবে আমরা এই আর্টিকেল আরো উন্নত করতে পারি?

About মুর্খের গলাবাজি

মুর্খের গলাবাজি
মুর্খের গলাবাজি আর ছাইভস্ম সমান জিনিস! যাহা কখনোই কোনো কর্মে প্রয়োজন পরেনা। যাহা বেকারই যত্রতত্র পরিয়া থাকে।

Check Also

প্রতি মুহুর্তের প্রয়োজনে এক মাল্টিফাংশনাল প্লাটফর্ম

প্রতি মুহুর্তের প্রয়োজনে

0 (0) প্রতি মুহুর্তের প্রয়োজনে Showkatbd.com, এক মাল্টিফাংশনাল প্লাটফর্ম। যা হতে পারে আপনার অফিস সহকারি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »