শবে কদরের বিশেষ দোয়া
:: শবে কদরের বিশেষ দোয়া ::

শবে কদরের বিশেষ দোয়া

5
(1)

হজরত মা আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা পেয়ারা নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে জানতে চাইলেন, যদি আমি শবে কদর পেয়ে যাই, তাহলে কী দোয়া করব? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন –

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারন : আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি।

অর্থ : হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করে দিন।

আসুন জানি, শব্দে শব্দে উচ্চারন ও অর্থ –

আরবী –    উচ্চারন –      অর্থ

اللَّهُمَّ – আল্লাহুম্মা –  হে আল্লাহ

إِنَّكَ – ইন্নাকা – নিশ্চয় আপনি

عُفُوٌّ – আফুউন – ক্ষমাশীল, ক্ষমার আধার

تُحِبُّ – তুহিব্বুল – আপনি পছন্দ করেন

الْعَفْوَ – আফওয়া – ক্ষমা করতে

فَاعْفُ – ফাফু – অত:পর ক্ষমা করুন

عَنِّي – আন্নি –  আমাকে।

আল্লাহ্ সুবহানাহু তায়ালা মর্তবা সম্পন্ন এই দোয়াটি আমাদের সকলের জীবনে লাইলাতুল ক্বদরের রাত্রিতেই শুধু নয়, সদা সর্বদা আমল করার তৌফিক দান করুন। আমীন।

image_printআর্টিকেল প্রিন্ট করুন

আর্টিকেল পড়ে আপনার অনুভূতি কি?

রেট দিতে তারকায় ক্লিক করুন!

গড় রেটিং 5 / 5. ভোট কাউন্ট হয়েছে: 1

এখন পর্যন্ত কোনো ভোট হয়নি! আপনিই প্রথম

আর্টিকেল পড়ে ভালো লাগলে...

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

আমাদের জানান কিভাবে আমরা এই আর্টিকেল আরো উন্নত করতে পারি?

About মুর্খের গলাবাজি

মুর্খের গলাবাজি
মুর্খের গলাবাজি আর ছাইভস্ম সমান জিনিস! যাহা কখনোই কোনো কর্মে প্রয়োজন পরেনা। যাহা বেকারই যত্রতত্র পরিয়া থাকে।

Check Also

ভাগ্য পরিবর্তনের দোয়া

0 (0) ভাগ্য পরিবর্তনের দোয়া : মানুষ সৌভাগ্যবান হতে চায়। দুর্ভাগ্য কারো কাঙ্ক্ষিত নয়। তাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »