প্রশংসা পত্র

অপশন-১. [] তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং উপরোক্ত উল্লেখিত ওয়ার্ডের একজন সন্মানিত বাসিন্দা। তিনি আমার নিকট ব্যক্তিগত ভাবে পরিচিত । আমার জানামতে, তিনি রাষ্ট্র বা সমাজ বিরোধী কোন কর্মকান্ডে জড়িত নয় । তিনি সুন্দর আচরণ, ভালো স্বভাব চরিত্রের অধিকারী।
অপশন-২. অবিবাহিত সনদ (পুরুষের জন্য) [] তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং উপরোক্ত উল্লেখিত ওয়ার্ডের একজন সন্মানিত বাসিন্দা। তাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি ও জানি । আমার জানামতে, তিনি রাষ্ট্র বা সমাজ বিরোধী কোন কর্মকান্ডে জড়িত নয় । তার স্বভাব চরিত্র ভাল। আমার জানা মতে, দিনি এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই অর্থাৎ এখনো সে অবিবাহিত ।
অপশন-৩. অবিবাহিত সনদ (নারীর জন্য) [] তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং উপরোক্ত উল্লেখিত ওয়ার্ডের একজন সন্মানিত বাসিন্দা। তাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি ও জানি । তিনি রাষ্ট্র বা সমাজ বিরোধী কোন কর্মকান্ডে জড়িত নয় । আমার জানা মতে দিনি এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই অর্থাৎ এখনো সে অবিবাহিতা ।
অপশন-৪. ইয়াতিম সনদ [] জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং উপরোক্ত উল্লেখিত ওয়ার্ডের একজন বাসিন্দা। তাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি ও জানি । আমার জানামতে, সে বর্তমানে একজন ইয়াতিম। তার বাবা মা বেঁচে নেই। তিনি রাষ্ট্র বা সমাজ বিরোধী কোন কর্মকান্ডে জড়িত নয় । তার স্বভাব চরিত্র ভাল।
অপশন-৫. আর্থিক অস্বচ্ছলতার সনদ [] সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং উপরোক্ত উল্লেখিত ওয়ার্ডের বাসিন্দা। সে সমাজ বা রাষ্ট্র বিরোধী কোন কর্মকান্ডে জড়িত নয় । আমার জানামতে, তার পিতা পেশায় একজন কৃষক। তার পিতার সামান্য আয়ের টাকা দিয়ে পরিবারের ভরন পোষণ এবং পড়াশুনার খরচ চালানো খুবই কষ্টের ব্যাপার। সে যে কোন সমাজ কল্যান মূলক সংস্থা কিংবা সরকারী তহবিল হতে সাহায্য ও সহযোগিতা পাবার যোগ্য দাবীদার।
অপশন-৬. পুন: বিবাহ না করার সনদ [] তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং উপরোক্ত উল্লেখিত ওয়ার্ডের বাসিন্দা। আমার জানামতে তিনি রাষ্ট্রবিরোধী অথবা সমাজবিরোধী কোন ক্রিয়াকলাপের সাথে সংযুক্ত নয়। তিনি স্বামীর মৃত্যুর পর আর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই ।
অপশন-৭. ভূমিহীন মর্মে প্রত্যয়ন পত্র [] তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং উপরোক্ত উল্লেখিত ওয়ার্ডের বাসিন্দা। আমার জানামতে তিনি রাষ্ট্রবিরোধী অথবা সমাজবিরোধী কোন ক্রিয়াকলাপের সাথে সংযুক্ত নয়। তিনি বর্তমানে ভূমিহীন অবস্থায় বসবাস করছেন। এই প্রত্যয়ন পত্র প্রদান করা হলো, যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীর ভূমিহীন অবস্থান সম্পর্কে অবগত থাকেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
অপশন-৮. বেকার মর্মে প্রত্যয়ন পত্র [] তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অত্র ইউনিয়নের বাসিন্দা। আমার জানামতে তিনি রাষ্ট্রবিরোধী অথবা সমাজবিরোধী কোন ক্রিয়াকলাপের সাথে সংযুক্ত নয়। তিনি বর্তমানে বেকার অবস্থায় আছেন। এই প্রত্যয়ন পত্র প্রদান করা হলো, যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীর বেকারত্ব সম্পর্কিত অবস্থা সম্পর্কে অবগত থাকেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

About this App

আপনার পছন্দের ফরম্যাটে ক্লিক করুন

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের চিঠিপত্র তৈরির এক অপরিহার্য প্লাটফর্ম তৈরিতে সচেষ্ট। অনলাইনে চিঠিপত্র তৈরির সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Check Also

died name

মৃত ব্যক্তির নামের প্রত্যয়ন

Print this article 🖨 মৃত ব্যক্তির নামে প্রত্যয়ন [ ইউপি / পৌরসভা কর্তৃক পূরনকৃত ফরম …

Leave a Reply

Language »