Online GD Maker হচ্ছে, জিডি কম্পোজ বা টাইপিং এর টুল। যেখান থেকে সহজেই একটি জিডি টাইপ করে আপনার নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে পারেন।
অনলাইন সমাধান : 1. নিচের ফরম পূরন করে প্রিন্ট বাটনে ক্লিক করলেই তৈরী হবে আপনার অভিযোগপত্র 2. প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন, এবং হেডার ফুটার আনচেক করে প্রিন্ট দিন।
জিডি টাইপ করুন বাংলায় :