Your Office Assistant!

Create office, Personal or Business documents easily.


Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/showkatb/public_html/edocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

Online GD Maker | অনলাইন জিডি মেকার | English

Online GD Maker হচ্ছে, জিডি কম্পোজ বা টাইপিং এর টুল। যেখান থেকে সহজেই একটি জিডি টাইপ করে আপনার নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে পারেন।

অনলাইন সমাধান : 1. নিচের ফরম পূরন করে প্রিন্ট বাটনে ক্লিক করলেই তৈরী হবে আপনার অভিযোগপত্র 2. প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন, এবং হেডার ফুটার আনচেক করে প্রিন্ট দিন।

নমূনা কপি : GD | General Diary Letter প্রিন্ট দিলে নিচে প্রদর্শিত ছবির ন্যায় দৃশ্যমান হবে। প্রিন্ট ব্রাউজার থেকে আপনি পিডিএফ মুডেও প্রিন্ট করে পিডিএফ ফাইল হিসেবে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন।

sample-general-diary-bangla

জিডি টাইপ করুন বাংলায় :

বাংলায় টাইপ করুন জিডি

সীল সহি সম্পাদন : দুই কপি প্রিন্ট করুন। সহি স্বাক্ষর প্রদান করে থানায় জমা দিন। থানার কর্মরত অফিসার আপনার চিঠিতে থানার অফিশিয়াল সিল, জিডির একটি নাম্বার এবং গ্রহনকারী কর্মরত অফিসার তার স্বাক্ষর প্রদান করে এক কপি রিসিভ করবেন আরেকটি কপি আপনাকে ফেরত দিবেন।

অনলাইনে জিডি বা সাধারন ডায়েরী করার নিয়ম :

অনলাইনে জিডি করার জন্য আপনি সরাসরি http://gd.police.gov.bd/ এখানে প্রবেশ করুন।

বি:দ্র : অনলাইনে জিডি করতে আপনাকে বেশ কয়েকটি ধাপ অনুস্বরন করতে হবে। আর আপনার কাছে হয়তো একটু কষ্টসাধ্যও মনে হতে পারে। তাই showkatbd.com এ প্রবেশ করে রেজিষ্ট্রেশন/লগ ইন না করে আপনার প্রয়োজনীয় তথ্যাদি প্রদান পূর্বক অনায়াসেই টাইপ করে একটি প্রিন্টড জিডির আবেদন প্রিন্ট করতে পারেন। যা আপনি নিজে থেকেই পূরন করে সরাসরি পুলিশ ষ্টেশনে জমা করতে পারেন। এবং পুলিশ ষ্টেশনের কর্মকর্তাদের অরিজিনাল সীল সহি এবং জিডির নাম্বার, ডিউটি অফিসার কর্তৃক স্বাক্ষরিত একটি  কপি গ্রহন করতে পারেন।

GD | General Diary নিয়ে কিছূ আলোচনা :

জিডি বা সাধারন ডায়েরী

প্রসঙ্গ : থানা বা পুলিশ ষ্টেশনে একটি জেনারেল ডায়েরী করন : বাসা বা অফিসে কিছু খোয়া গেলে বা চুরি ডাকাতি হলে, বা প্রয়োজনীয় ডকুমেন্টস হারিয়ে গেল, কেউ নিখোঁজ হলে আমরা নিকটস্থ পুলিশ ষ্টেশন বা থানার শরনাপন্ন হই। থানার অফিসার তখন ঘটনার বিস্তারিত লিখিত আকারে একটি আবেদন পত্র জমা করতে বলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে একজন অফিসার সময় করে ঘটনার তদন্তে আসেন। এই আবেদন পত্রটিই মূলত GD (General Diary) জিডি বা সাধারন ডায়েরী নামে পরিচিতি।

জিডি নিয়ে বিস্তারিত

জিডি বা সাধারন ডায়েরী কি?

জিডি | GD General diary | সাধারণ ডায়েরি, যা প্রতিদিনের ভিত্তিতে থানার এখতিয়ারের মধ্যে ঘটে যাওয়া বা ঘটতে পারে এমন ঘটনাগুলি রেকর্ড করার জন্য রেজিস্টার হিসাবে ব্যবহৃত হয়।

কে জিডি বা সাধারন ডায়েরী দায়ের করতে পারেন ?

একটি জিডি যেকোনো ব্যক্তি দায়ের করতে পারেন। ব্যক্তিটি অগত্যা শিকার বা আহত বা প্রত্যক্ষদর্শী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ।

জিডি বা সাধারন ডায়েরী কেনো করা হয় ?

যেকোন ঘটনা/অপরাধ/সমস্যা বা অন্যান্য ঘটনা যা ঘটেছে বা সংঘটিত হতে পারে তার জন্য জিডি দায়ের করা যেতে পারে।

কখন জিডি বা সাধারন ডায়েরী দায়ের করতে হয় ?

নিম্ন লিখিত কারনে একজন ব্যক্তি জিডি দায়ের করতে পারেন। যেমন –

  • পাসপোর্ট, সার্টিফিকেট, পরিচয়পত্র, চেক বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথি হারানো বা চুরি হলে,
  • মূল্যবান আসবাবপত্র বা জিনিসপত্রের ক্ষতি সাধন হলে,
  • কোন ব্যক্তির হারিয়ে যাওয়া বা নিখোঁজ হলে,
  • ছিনতাই, রাহাজানি বা ডাকাতি হলে,
  • ইভ টিজিং এবং টিজার, মাদকাসক্ত, ভবঘুরে, দুর্বৃত্ত, বেআইনি সমাবেশ সম্পর্কিত ঘটনা ঘটার সম্ভাবনা বা ঘটলে,
  • চাকর, নৈশ প্রহরী, প্রহরী, ড্রাইভার, তত্ত্বাবধায়ক নিয়োগ বা নিখোঁজ হলে,
  • নতুন বা পুরাতন ভাড়াটে বাসা/ফ্ল্যাট ভাড়া নিলে,
  • প্রবাসী সমস্যা/অভিযোগ থাকলে,
  • অন্য কোন ঘটনা/সমস্যা/অভিযোগ/বিষয়।

কোথায়, কিভাবে এবং কার বরাবর জিডি করতে হয়?

ঘটনা সংঘটিত হবার নিকটস্থ পুলিশ ষ্টেশন/থানায় ডিউটি অফিসার বা সার্ভিস ডেলিভারি অফিসার বরাবর জিডি দায়ের করতে হয়।

বাংলাদেশে জিডি দায়েরের পদ্ধতি কি?

একটি জিডি দায়ের করতে, অফিসার-ইন-চার্জ (ওসি) এর বরাবর জিডির জন্য সংশ্লিষ্ট থানার ঠিকানা এবং বিষয় উল্লেখ করে একটি আবেদন করতে হয়। যেখানে ঘটনা সংঘটিত হয়েছে বা সংঘটিত হতে পারে ইত্যাদির বিস্তারিত বিবরণ প্রদান সহ আবেদনকারীর স্বাক্ষর, নাম, ঠিকানা এবং যোগাযোগ নম্বর প্রদান করতে হয়। তারপর এই জিডি আবেদনের দুটি কপি করে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসার বরাবর জামা প্রদান করতে হয়। ডিউটি অফিসার উক্ত আবেদন পত্রটির জন্য একটি জিডি নম্বর, তারিখ, স্বাক্ষর ও সীলমোহর দেওয়ার পর ডিউটি অফিসার একটি কপি রেখে দেন এবং অন্যটি ফেরত দেন।

কেউ জিডি লিখতে না পারলে থানার ডিউটি অফিসার বা সার্ভিস ডেলিভারি অফিসারের কাছে সাহায্য চাইতে পারেন।

জিডির করার পরে তদন্ত কর্মকর্তার কাজ কি?

একটি জিডি আবেদন পাওয়ার পর, ডিউটি অফিসার/অফিসার-ইন-চার্জ (ওসি) বিষয়টির সত্যতা তদন্তের নির্দেশ দিবেন এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবেন।

জিডি দায়ের করার ক্ষেত্রে পুলিশ ষ্টেশন বা থানায় কোনো সার্ভিস চার্জ প্রদান করতে হয় কিনা ?

না, একটি জিডি দায়ের করার জন্য বা একটি জিডি লিখতে সাহায্য নেওয়ার জন্য কোন সরকারী ফি নেই।

Check Also

Resignation Letter

Resignation Letter Generator বা পদত্যাগ পত্র ক্রিয়েটর হচ্ছে showkatbd.com এর অন্তর্ভুক্ত একটি ডকুমেন্টস তৈরীর ফর্ম। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!