Your Office Assistant!

Create office, Personal or Business documents easily.

balance-confirmation-letter-bengali

Balance Confirmation Letter-Bengali

Balance Confirmation Letter হচ্ছে ব্যালেন্স নিশ্চিতকরণ একটি অফিশিয়াল নথি । যা একজন গ্রাহক বা ক্লায়েন্টের পরিষেবার বিপরিতে বকেয়া ব্যালেন্স যাচাই করনে ব্যবহৃত হয়। এটি সাধারনত পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান দ্বারা জারি করা হয়।

নিচের ফরম পূরনে চিঠি ভিজিবল হবে

ব্যালেন্স নিশ্চিতকরণ চিঠি

আামাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ । আমরা গর্বিত যে, আমাদের প্রতিষ্টান দীর্ঘদিন ধরে সুনামের সাথে আপনার প্রতিষ্টানে নিন্মলিখিত পরিষেবা প্রদান করে আসছে। আশা করছি, আমাদের সেবায় আপনারাও সন্তুষ্ট। আপনাদের অনুরোধের ভিত্তিতে প্রত্যয়ন করা যাচ্ছে যে, উপরে উল্লেখিত তারিখ পর্যন্ত আমাদের গ্রাহক লেজারে আপনার প্রতিষ্টানে’র কোন বকেয়া বিল নেই। অতীতের সকল বিল পরিশোধিত।

ইন্টারনেট পরিষেবা
সিকিউরিটি গার্ড সার্ভিস
কেবল / ডিশ পরিষেবা
যানবাহন পরিষেবার জন্য জ্বালানী
মাসিক বেসিস লিফট সার্ভিসিং
মাসিক বেসিস জেনারেটর সার্ভিসিং
নিউজ পেপার ডিস্ট্রিবিউট সার্ভিস
অফিস ক্লিনিং সার্ভিস
মাসিক বেসিস এসি সার্ভিসিং
সংস্কারের চার্জ
ক্লিনিং আইটেম প্রদান
স্টেশনারি আইটেম প্রদান



Q. Balance Confirmation Letter কি ?

A. Balance Confirmation Letter এ প্রমানিত হয় যে, পরিষেবার বিপরিতে দৈনিক/ সাপ্তাহিক/মাসিক/বাৎসরিক যে চুক্তির মাধ্যমেই পরিষবার অর্থ গ্রহন করা হয় না কেন- তা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিশোধিত । পরিষেবা প্রদানকারি প্রতিষ্টান নিশ্চিত করে থাকে যে, গ্রাহকের কাছে কোন বকেয়া নেই।

Q. Balance Confirmation Letter কেন প্রয়োজন ?

A. ক্লায়েন্ট বা গ্রাহকের নির্দিষ্ট সময় পর্যন্ত সকল বকেয়া পরিশোধিত তা প্রমানেই এর প্রয়োজন পড়ে। আর এই চিঠি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইস্যু করে থাকে।

Q. Balance Confirmation Letter কিভাবে গ্রহন করতে হয় ?

A. পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট একটি সময় পরে গ্রাহককে ব্যালেন্স নিশ্চিত করতে এই চিঠি ইস্যু করে থাকে। কখনো গ্রাহক বা ক্লায়েন্ট তার প্রয়োজনেই পরিষেবা প্রতিষ্ঠানের কাছে চিঠি প্রদানের জন্য অনুরোধ করতে পারেন।

Q. Balance Confirmation Letter কিভাবে তৈরি করতে হয় ?

A. showkatbd edocs থেকে সহজেই  Balance Confirmation Letter তৈরি করতে পারেন। কিছু তথ্য প্রদান এবং ক্লিক করেই তৈরি হবে Balance Confirmation Letter.  উপরের ফরমটি  যত্নের সাথে পূরন করুন। ফরম পূরন হলে নিচের PRINT বাটনে ক্লিক করলেই ওয়ার্ড প্রসেসিং ফাইল ওপেন হবে। উক্ত ফাইলে উল্লেখিত PRINT বাটনে ক্লিক করুন। ব্যাস্ তৈরি হয়ে গেলো আপনার কাংখিত চিঠি।

Q. Balance Confirmation Letter কি এমএসওয়ার্ডে নিয়ে কাজ করা যায়?

A. জ্বি। আপনার ফরম দিয়ে আপনার চিঠি তৈরি হয়ে গেলে ওয়ার্ড প্রসেসিং এরিয়া থেকে CTRL+A দিয়ে সমস্ত টেক্সট সিলেক্ট করুন, CRTL+C দিয়ে টেক্সটসমুহ কপি করুন । এমএসওয়ার্ড ওপেন করুন এবং CTRL+V চাপুন। ফরম দিয়ে তৈরি চিঠির সমস্ত টেক্সক্ট আপনার ওয়ার্ডে ভিজিবল হচ্ছে। প্রয়োজনে উক্ত চিঠি সংশোধন, বিয়োজন করে নিজের মতো সাজিয়ে প্রিন্ট করতে পারেন।

তবে, আমাদের প্রতিটি চিঠি প্রফেশনালদের দিয়ে তৈরি। উক্ত চিঠি ১০০% মানসম্মত। সংশোধন বা বিয়োজনের কোনো প্রয়োজন পড়বেনা।

কন্ট্রিবিউটরের অনুরোধ: যদি Balance Confirmation Letter টি আপনার প্রয়োজন মিটিয়ে থাকে, দয়া করে শেয়ার করে দিন, যেন অনেকেই এই চিঠিগুলোর সুবিধা গ্রহন করতে পারে।

ই-ডকস সম্পূর্ন ফ্রি সেবামূলক সাইট। যা আমার একক প্রচেষ্টার ফসল। এটি ব্যবহারে সহজ ও পেজ লোডিং দ্রুত করার উদ্দেশ্যে কোনো থার্ড পার্টির বিজ্ঞাপন প্রচার করা হয় না। 

আপনাদের সহায়তা পেলে আরো প্রচুর পরিমানে অফিস, ব্যক্তিগত বা ব্যবসায়িক চিঠিপত্র তৈরির উদ্যোগ নিতে পারবো। যা বাংলাদেশসহ সারা বিশ্বের সকল বাংলা ভাষা ভাষি ভাই বোনেরা উপকৃত হবেন।

আপনাদের সহায়তার আশায় রইলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সবাইকে সুস্থতার সাথে নেক আয়ু দান করুন। আমীন!

আমাদের এখান থেকে দুই ভাষায় Balance Confirmation Letter তৈরি করতে পারেন :

Balance Confirmation Letter – English Format>

Balance Confirmation Letter – Bengali Format>

 

About MD. SHOWKAT AKBER

অফিস, ব্যবসা বা ব্যক্তিগত বিষয়ে প্রতি নিয়ত প্রয়োজন এমন সব চিঠিপত্র তৈরির সহজ পদ্বতি তুলে দেয়ার উদ্দেশ্যেই আমার এই ব্যক্তিগত প্রয়াস। আমার এই প্রয়াস যদি কারো বিন্দু মাত্রও উপকার হয়, তাই আমার সার্থকতা।

Check Also

Thank You Letter Maker | Showkatbd eDocs

Thank You Letter Generator – 100% Free

Thank You Letter হচ্ছে, ধন্যবাদ জানিয়ে লিখিত একটি চিঠি। যে চিঠি কোন ক্লায়েন্ট, বন্ধু বা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!