সম্পর্কে

Public Voice সবার জন্য উন্মুক্ত বাংলা কমিউনিটির  ব্লগ। পাবলিক ভয়েজ প্রকাশের মুখপাত্র। এলোমেলো ভাবনা প্রচারের নতুন সংযোজন।

পাবলিক ভয়েস সকল বয়সের, সকল পেশার, মত-ভিন্নমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা ভাষা ভাষির আপনা কথন প্রচারের উন্মুক্ত প্লাটফর্ম। আমরা জ্ঞানের কথা বলি না, আমরা আমাদের কথা বলি, আমাদের মতো বলি, আমাদের ভাষায় বলি । আপনার মনের কথা, আপনার আদর্শ, আপনার একান্তই নিজের চিন্তা ভাবনা প্রকাশের এক কমিউনিটি,  বাংলা ভাষার ব্লগ কমিউনিটি।

কন্টেন্ট প্রকাশে নেই এডমিনের সংশোধন, বিয়োজন, সংস্করনের অপচেষ্টা। সরাসরি আপনার কন্টেন্ট প্রকাশ পাবে ।

আমরা আমাদের মতো, আমাদের নিজস্ব ধারায় বহমান।

জুলাই, 2004, এ কোটা আন্দোলনে শহীদ সকল বীর সৈনিকদের নামে উৎসর্গকৃত এই ব্লগ।

লিখুন, বেশী বেশী মন্তব্য করুন, আমাদের সাথেই থাকুন।

কন্টেন্ট প্রকাশের নিতিমালা:

১. কন্টেন্ট প্রকাশে ওয়ার্ড কোয়ানটিটির বাধ্যবাধকতা নেই। ১০০ থেকে অসংখ্য…

২.বানান রীতি বা সাহিত্য রীতি নিয়েও নেই কোনো বিশ্লেষন বা গবেষনা। এসব থেকে আমরা কন্টেন্টের মুল বিষয়ে বিশ্বাসী।

৩. কপি পেষ্ট বা প্লাজিয়ারিজম আর্টিকেল প্রকাশে নেই কোনো প্রতিবন্ধকতা। কন্টেন্ট লেখকের নিজের হতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে নিজের কন্টেন্ট কপি করেও প্রচার করা যাবে।

৪. বাস্তবতা প্রকাশ আমাদের নীতিমালার অংশ।

৫. এই ব্লগে যারা নিজেদের পন্ডিত, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, অতিশয় জ্ঞানী, বিজ্ঞানী মনে করে থাকেন, তাদের প্রবেশ সম্পূর্নরুপে নিষিদ্ধ। আমরা আর্টিকেল নিয়ে বিচার বিশ্লেষন বা সাহিত্য চর্চা বা নোবেল পুরস্কার পাবার আশায় কন্টেন্ট প্রকাশ করিনা। দেশ, জাতি, সমাজ, সংসার, সরকার নিয়ে একান্তই নিজের ভাবধারা প্রকাশ করি।

৬. আমরা শূন্য থেকে শুরু লেখকদের আর্টিকেলও প্রচার করে থাকি। হোক ছাত্র কিংবা দিন মজুর। আমাদের সাইটে সাইনআপ করে যিনিই আর্টিকেল সাবমিট করতে সক্ষম, সকলের আর্টিকেলই প্রকাশ পাবে এখানে।

যেভাবে ব্লগার হবেন বা আর্টিকেল পোষ্ট করবেন :

ক. সাইনআপ করুন

খ. ইউজার নেম, আপনার পুরো নাম এবং আপনার, পেশা, হোয়াটস আপ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কমিউনিটিতে যোগ দিন বাটনে ক্লিক করুন।

আপনার ই-মেইলে একটি মেসেজ যাবে। মেসেজ থেকে Active Your Account এ ক্লিক করলেই আপনার নিজস্ব একটি ড্যাশবোর্ড দৃশ্যমান হবে। অর্থাৎ আপনার সাইনআপ কমপ্লিট।

গ. পেজের উপরে দৃশ্যমান New লিখা অপশনে ক্লিক করুন। Post তৈরির জন্য আপনার মূল পেজ আসবে।

ঘ. Add Title ঘরে আপনার আর্টিকেলের টাউলে দিন।

ঙ. Type/to choose a block ঘরে আর্টিকেল লিখা শূরু করুন। অথবা এমএসওয়ার্ড থেকে বা আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনার আর্টিকেল কপি করে এনে এখানে পেষ্ট করুন।

চ. ডানপাশের ‍Set Featured Image বাটনে ‍ক্লিক করে একটি ছবি সংযোজন করুন।

ছ. ডানপাশের Publish বাটনে ক্লিক করলেই আপনার আর্টিকেল সাইটে পাবলিশ হয়ে যাবে।

 ব্লগিং করুন, আয় করুন..

ব্লগ সংক্রান্ত সাধারন প্রশ্নোত্তর

প্র: পাবলিক ভয়েস কি ?
উ: নিজস্ব মত প্রকাশের উন্মুক্ত বাংলা কমিউনিটির ব্লগ। দেশ, জাতি, সমাজ, সংসার নিয়ে নিজস্ব মতাদর্শ প্রকাশ করার প্লাটফর্ম। একে অন্যের আর্টিকেল পড়ে, মতাদর্শ নিয়ে কমেন্টস করা।

ব্লগ একটি খুবই ফ্লেক্সিবল আর্টিকেল লিখার মাধ্যম। যেখানে লিখার পাশাপাশি ছবি, ভিডিও সংযোজন করা সম্ভব। এতে ডায়রী লেখার মত দেশ, জাতি, সমাজ, সংসার নিয়ে নিজের ভাবনা, অভিজ্ঞতা, অপরের সাথে শেয়ার করতে পারেন। অন্যের আর্টিকেল বা ছবির উপর আপনার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারেন। একটি আর্টিকেল বা আপনার মতাদর্শ, বক্তব্য নিয়ে  অনেকের সাথে কথোপকথন শুরু করতে পারেন।

প্র: আর্টিকেল লিখা বা পাবলিশ করার জন্য কি বারবার সাইন আপ করতে হয়?
উ: না। সাইনআপ একবারই করতে হয়। তবে সাইনইন করে আর্টিকেল টাইপ করতে হয় বা কমেন্টস্ মডারেশন করতে হয়।

প্র: কতটি আর্টিকেল প্রচারের পরে একজন ব্লগারের ব্লগ তৈরি হয়?
উ: সাইন আপ করলেই একজন ব্লগারেরর নিজস্ব একটি ব্লগ তৈরি হয়ে যায়। আর্টিকেল লিখুক আর নাই লিখুক। তবে আমরা আশা করবো ব্লগ তৈরির পরে আবশ্যই আর্টিকেল রচনা করবেন। আপনার ব্লগ খালি থাকলে 30 দিনের মধ্যে আমরা তা সরিয়ে ফেলবো।

প্র: একজন ব্লগার কিভাবে তার নিজের আর্টিকেল খুঁজে পাবে?
উ: ব্লগ & ব্লগার সেকশন থেকে নিজ নামের ব্লগ খুঁজলেই পেয়ে যাবেন।

প্র: ব্লগের জন্য কি কভার ফটো জরুরী?
উ: লেখক হিসেবে আপনার পরিচির জন্য আপনার পছন্দ মতো কভার ফটো সংযোজন জরুরী। আপনি কি ধরনের আর্টিকেল উপহার দিচ্ছেন তা আপনার কভার ফটোতে ফুটে ইঠবে। একটি সুন্দর ছবি আপনার আর্টিকেল পাঠে পাঠককে আকৃষ্ট করবে। আপনার ভিউ বেশি হবে।

প্র: আমার আর্টিকেল কতজন পাঠক পড়েছেন তা জানবো কিভাবে?
উ: আপনাপ আর্টিকেল টাইটেলের নিচে আই (Eye) চিহ্নিত আইকোন দৃশ্যমান আছে। সেখান পাঠকের সংখ্যা শো করবে।

প্র: ইউজার নেম কি?
উ: ইউজার নেম হচ্ছে ব্লগে প্রবেশ করার জন্য আইডি। এখানে আপনার ই-মেইল আইডি দিলেই বেটাপ। তাহলে সাইন ইন করতে সুবিধে হবে।

প্র: আমার নাম এবং প্রফেশন না দিলে কি হবে?
উ: আপনার নামে আর্টিকেল পাবলিশ হবে। আর প্রফেশন না দিলেও হবে। তবে দিলে একজন পাঠকের মূল্যায়ন করতে সহজ হবে।

প্র: হোয়াটস্ অ্যাপ নাম্বার প্রদান করা কি খুব জরুরী?
উ: না। এই ঘরটি খালি রাখলেও সমস্যা নেই।

প্র: আমি আমার নাম প্রচারে ইচ্ছুক নই, সেক্ষেত্রে কি করনীয়?
উ: ছদ্ম নামে লিখুন। তবে সাইন ইনের জন্য অবশ্যই একটি ভেলিড ই-মেইল প্রয়োজন। কেননা আপনার ব্লগ এক্টিভ করার জন্য আপনি একটি এক্টিভেশন ই-মেইল পবেন। এক্টিভেশন ইমেইল না পেলে ব্লগ এক্টিভ হবে না। আপনি আর্টিকেল পাবলিশ করতে পারবেন না। এটি পরবর্তীতেও কার্যকরী থাকা জরুরি কারণ Public Voice থেকে বিভিন্ন সংবাদ ও আপডেট জানানো হবে ঐ ইমেইলে। এছাড়াও আপনার আর্টিকেলের উপর বিভিন্ন মন্তব্য হলে তা মেইল নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।

প্র: কিভাবে অন্যের ব্লগে মন্তব্য করবো?
উ: সব ব্লগ পোস্টের নিচে কমেন্ট সেকশন আছে, সেখানে মন্তব্য করতে পারবেন।

প্র: ব্লগে সাইন আপের পরে কিভাবে ব্লগ অ্যাকটিভেট করবো?
উ: সাইন আপ করার সাথে সাথেই আপনার দেয়া ই-মেইলে একটি নোটিফিকেশন পাবেন। সেখান থেকে Active Your Account এ ক্লিক করলেই আপনার নিজস্ব একটি ড্যাশবোর্ড দৃশ্যমান হবে। অর্থাৎ আপনার সাইনআপ কমপ্লিট। এই অ্যাকটিভেশন লিংক ক্লিক করার মাধ্যমেই আপনার ব্লগ চালু হবে। আপনি যদি ব্লগ অ্যাকটিভেশন লিংক ই-মেইল না পেয়ে থাকেন তাহলে দয়া করে আপনার বাল্ক মেইলও চেক করুন। আর যদি কোথাও না পান তাহলে showkatbd2022@gmail এ আমাদের মেইল করুন।

প্র: ব্লগে রেটিং কি?
উ: রেটিং হচ্ছে কোনো আর্টিকেল নিয়ে মূল্যায়ন করা। আপনি কোনো আর্টিকেল পছন্দ করলে তার মূল্যায়ন করবেন এই রেটিং এর মাধ্যমে। এটি একটি এই ব্লগ ইউজার কর্তৃক রেংকিং সিস্টেম। এটি ব্যবহারের জন্য আপনাকে সাইনইন থাকতে হবে এবং প্রত্যেকটি পোস্টের পরেই আপনি এই রেটিং সিস্টেমটি দেখতে পাবেন।

প্র: আর্টিকেল কিভাবে শেয়ার করবো?
উ: আর্টিকেলের শেষের দিকে “SHARE”  সেকশনে যেসব প্লাটফর্মে শেয়ার করতে চান, সেই বাটনের উপর ক্লিক করে কাংখিত মিডিয়াতে শেয়ার করুন।

Translate »