Medical Representative Experience Letter – English Format হচ্ছে, মেডিকেল রিপ্রেসেন্টেটিভদের জন্য ইংরেজী ভাষায় তৈরী করা একটি এ্যাপ্রিসিয়েশন লেটার। যা দিয়ে একজন Medical Representative এর অভিজ্ঞতা প্রমানের পরিচয় বহন করে।
অতি দ্রুততার সাথে চিঠি তৈরীতে নির্ভরযোগ্য অনলাইন পারফরম্যান্স লেটার ক্রিয়েশন অ্যাপস্ এটি । যা দিয়ে মিনিটেই তৈরী হবে পারফরম্যান্স লেটার।
ফ্রি! রেজিষ্ট্রেশন ও লগইন ছাড়াই..
1.
কিছূ প্রশ্নের উত্তর দিন
2.
প্রিন্ট করুন
3.
স্বাক্ষর ও সীল দিন
লেটার তৈরীর নির্দেশিকা :
ধাপ – ১ : উপরে উল্লেখিত ফরমে প্রয়োজনীয় সকল তথ্যা ইনপুট করুন। অত:পর PRINT বোতামে ক্লিক করুন।
ধাপ-২ : ইনপুট করা সকল তথ্যসহ একটি চিঠি দৃশ্যমান হবে। চিটির একদম নীচ থেকে PRINT NOW বোতামে ক্লিক করুন।
ধাপ-৩ : প্রিন্ট ব্রাউজার দৃশ্যমান হবে। পেপার সাইজ নির্বাচন করুন, মার্জিন নির্বাচন করুন। হেডার ফুটার অপশন আনচেক করুন।
ধাপ-৪: প্রিন্টারে অফিশিয়াল লেটারহেড প্রবেশ করান।
ধাপ-৫ : সর্বশেষ প্রিন্ট ব্রাউজার থেকে আবার PRINT বোতামে ক্লিক করুন।
হয়ে গেলো আপনার Medical Representative Experience Letter – তৈরী ! চিঠিটি নিচের ছবির ন্যায় দৃশ্যমান হবে।
নমুনা – ১ :
চিঠি তৈরীতে প্রথমেই যা প্রয়োজন :
- প্রতিষ্ঠানের লেটারহেড / অফিশিয়াল পেড
- স্বাক্ষরকারী উর্ধতন অফিসারের নাম ও পদবী।
চিঠি তৈরীতে যেসব তথ্য ইনপুট করবেন :
- অফিস প্রদত্ত একটি রেফারেন্স নাম্বার
- সার্টিফিকেট তৈরির তারিখ
- যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বা আছেন সেই প্রতিষ্ঠানের নাম
- এমপ্লোয়ী/টেকনিশয়ান/কর্মচারী/আবেদনকারীর নাম
- ঠিকানা
- জাতীয়তা
- জাতীয়তা পরিচিতি নাম্বার, (পাসপোর্ট/রেসিডেন্ট কার্ড/ন্যাশনাল আইডেনটিটি কার্ড – যে কোনো একটি)
- ধর্ম
- প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ
- প্রতিষ্ঠানে যেদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা আছেন, সেই সময়কাল বা তারিখ
- যে কর্মকর্তার দ্বারা লেটারটি সহি স্বাক্ষর সম্পাদন হবে তার নাম ও পদবী
- ফরমে উল্লেখিত প্রশংসিত / গুনবাচক অপশনগুলো ধারাবাহিকভাবে পছন্দ মতো নির্বাচন করতে হবে।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদ নিয়ে আলোচনা
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা চিকিৎসা প্রতিনিধিরা ফার্মাসিউটিক্যাল / মেডিকেল কোম্পানি ও স্বাস্থ্য সেবাভিত্তিক পেশার মধ্যে যোগাযোগের মূল প্রতিনিধি। যে কোন ফার্মাসিউটিক্যাল / মেডিকেল কোম্পানির পণ্য প্রচার ও বিক্রির কাজ করেন তারা। তাদের গ্রাহক তালিকার মধ্যে ডাক্তার, নার্স ও ফার্মাসিস্ট উল্লেখযোগ্য।
স্বাস্থ্য সেবা ভিত্তিক পণ্য বিক্রয় করে, এমন যে কোন প্রতিষ্ঠানে এ পেশা বিদ্যমান। সরকারি-বেসরকারি হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও সীমিত পরিসরে সশস্ত্র বাহিনীর মেডিকেল বিভাগে কাজ করার সুযোগ রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাদে এই পদটির আরো ভিন্ন ভিন্ন কিছু নাম রয়েছে :
- মেডিকেল সার্ভিসেস অফিসার,
- মেডিকেল ইনফরমেশন অফিসার,
- মেডিকেল প্রমোশন অফিসার ।
কাজের ধরন : পণ্য সচেতনতা বাড়ানো, পণ্য সংক্রান্ত পরামর্শ ও প্রশ্নের উত্তর দেয়া এবং গ্রাহকদের নতুন পণ্যের সাথে পরিচয় করিয়ে দেয়া একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মূল কাজ। আরো রয়েছে :
- ক্লিনিক বা হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলোতে কাজ করা স্বাস্থ্য সেবাকর্মীদের (উদাহরন: ডাক্তার, নার্স ও ফার্মাসিস্ট) সাথে নিয়মিত ও সরাসরি যোগাযোগ করা
- ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন প্রতিষ্ঠান ও গ্রাহক সনাক্ত করা
- স্বাস্থ্য ও চিকিৎসা খাতের পেশাজীবীদের কাছে কোম্পানির পণ্য উপস্থাপন করা
- কোম্পানির পণ্য কেমন বিক্রি হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত রেকর্ড রাখা
- কোন ধরনের পণ্যের বিক্রি ভালো হচ্ছে, সে ব্যাপারে খোঁজখবর নিয়ে কোম্পানিকে অবগত করা
- অন্যান্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে নিয়ে ট্রেড প্রদর্শনী, সম্মেলন ও প্রয়োজনীয় মিটিংয়ের ব্যবস্থা করা
- পণ্য বিক্রয়ের বাজেট তৈরি করা
- কোম্পানির জন্য রিপোর্ট লেখা।
বাংলা ভাষায় তৈরী করতে ক্লিক করুন-
আরো পারফরমেন্স লেটার :
- PR Officer এপ্রিসিয়েশন লেটার
- Receptionist জব এক্সপেরিয়েন্স লেটার
- Request for issuance of a New Cheque Book for Personal Account
এবাউট এক্সপেরিয়েন্স মেকার
বিভিন্ন পেশাজিবীর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরীর ওয়ান স্টপ সলিউশন Showkatbd Experience Maker. সময় ও অর্থ বাঁচাতে এবং মানসম্মত এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লিখার দুশ্চিন্তা দুরিকরনে একটি সহজ ও দুর্দান্ত প্লাটফর্ম ।
যে কোন প্রতিষ্ঠানের Human resource development (HRD) ডিপার্টমেন্টের জন্যেই এটি ডিজাইন করা। প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের মান সম্মত ও প্রফেশনাল জব এক্সপেরিয়েন্স লেটার তৈরীতে সহায়ক। ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ড্রাইভার, ইলেক্ট্রিশিয়ান, অফিস ম্যানেজার, শিক্ষক, যেই প্রফেশনের জন্যই হোক না কেনো, এই অ্যাপস আপনাকে কার্যকরী এবং প্রয়োজনীয় টেমপ্লেট সরবরাহ করবে।
অ্যাপস্ টি যদি ভালো লাগে, শেয়ার, কমেন্টস করুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, এই দোয়ায়। অন্য কোন আর্টিকেল নিয়ে দেখা হবে আবার। আল্লাহ্ হাফেজ।
কন্ট্রিবিউটর : মোহাম্মদ শওকত আকবার, যোগাযোগ – 01783989949, ই-মেইল – showkatbd2022@gmail.com