This is your private assistant.!

This will make your official letter easy

সিকিউরিটি গার্ড এক্সপেরিয়েন্স লেটার

সিকিউরিটি গার্ড এক্সপেরিয়েন্স লেটার | বাংলা

সিকিউরিটি গার্ড এক্সপেরিয়েন্স লেটার হলো, একজন সিকিউরিটি গার্ডের কর্মদক্ষতার প্রশংসা করে একটি কোম্পানী বা নিয়োগকর্তা দ্বারা  লিখিত একটি চিঠি। এই লেটার নিয়োগকর্তা বা কোম্পানী কর্তৃক সিকিউরিটি গার্ডের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা প্রত্যয়িত করে। একজন সিকিউরিটি গার্ডের ক্যারিয়ার পরিবর্তন বা চাকরি পরিবর্তন করার ইচ্ছে পোষন করলে এর প্রয়োজন হয়।

বিনামূল্যে মিনিটেই তৈরি করুন সিকিউরিটি গার্ড এক্সপেরিয়েন্স লেটার :

সিকিউরিটি গার্ড এক্সপেরিয়েন্স লেটার

*** ফরম পুরনের উদাহরন প্রতিটি সেলে দেয়া আছে। পছন্দ মতো কাস্টমাইজ করুন। অপ্রয়োজনীয় সেলে হাইফেন (-) দিন।

তিনি অত্যন্ত সৎ, কঠোর পরিশ্রমী, আন্তরিক এবং পেশাদার মনোভাবাপন্ন নিবেদিত প্রাণ এবং উত্তম চরিত্রের অধিকারী ।
তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মী এবং উত্তম চরিত্রের অধিকারী ।

তিনি প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকান্ডে অংশ নেননি ।
তিনি কোনো রাষ্ট্র বা সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িত নন ।

আমি তার আমরা তার

সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ভবিষ্যতের জন্য শুভ কামনা করি।
সর্বোত্তম সাফল্য কামনা করি ।
আগামীর জন্য শুভ কামনা রইলো।
জীবনের উজ্জল ভবিষ্যৎ কামনা করি।
জীবনের প্রতিটি সাফল্য কামনা করি।
জীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করি।
সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।



Security-guard-exp

একজন সিকিউরিটি গার্ড একটি অফিস বা বাসা বাড়ির জন্য নিবেদিত এক অতন্দ্র প্রহরী। সকল ধরনের নিরাপত্তা প্রদানের জন্য নিয়োজিত ব্যক্তি মালিকানায় পরিচালিত একজন সৈনিক।

যেভাবে তৈরী করবেন এক্সপেরিয়েন্স সার্টিফিকেট : 

  1. উপরের ফরম ষ্টেপ বায় ষ্টেপ পুরন করুন। প্রতিটি সেল কিভাবে পূরন করবেন তার উদাহরন সেলেই প্রদান করা হয়েছে। 
  2. সর্বশেষ প্রিন্ট বাটনে ক্লিক করলেই তৈরী হবে সিকিউরিটি গার্ড এক্সপেরিয়েন্স লেটার।
  3. প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন, এবং হেডার ফুটার আনচেক করে প্রিন্ট দিন। (প্রতিষ্টানের লেটারহেড পেপারে প্রিন্ট দিন)।

সার্টিফিকেট প্রিন্ট প্রিভিউ : সিকিউরিটি গার্ড এক্সপেরিয়েন্স লেটার প্রিন্ট করার পরে নিচের ছবির ন্যায় দৃশ্যমান হবে :

সিকিউরিটি গার্ড এক্সপেরিয়েন্স লেটারের নমুনা কপি

লেটার তৈরিতে প্রথমেই যা সংগ্রহে রাখতে হবে:

  1. প্রতিষ্টানের একটি লেটারহেড,
  2. লেটারে স্বাক্ষরকারী উর্ধতন অফিসারের নাম ও পদবী জানুন,
  3. আবেদনকারীর প্রয়োজনি সকল তথ্য ভালো করে জেনে নিন।

যেসব তথ্য ইনপুট করবেন : 

  • অফিস প্রদত্ত একটি রেফারেন্স নাম্বার,
  • সার্টিফিকেট তৈরির তারিখ,
  • প্রতিষ্ঠানের নাম,
  • সিকিউরিটি গার্ডের নাম,
  • গার্ডিয়ানের নাম,
  • ঠিকানা,
  • জাতিয়তা,
  • জাতিয়তা পরিচিতি নাম্বার, (পাসপোর্ট/রেসিডেন্ট কার্ড/ন্যাশনাল আইডেনটিটি কার্ড – যে কোনো একটি),
  • ধর্ম,
  • প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ,
  • প্রতিষ্ঠানে যেদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা আছেন, সেই সময়কাল বা তারিখ উল্লেখ করতে হবে,
  • যে কর্মকর্তার দ্বারা লেটারটি সহি স্বাক্ষর সম্পাদন হবে তার নাম ও পদবী,
  • ফরমে উল্লেখিত একজন ড্রাইভারের প্রশংসিত / গুনবাচক অপশনগুলো ধারাবাহিকভাবে পছন্দ মতো নির্বাচন করতে হবে।

প্রুফ রিড করতে ভুলবেন না : একজন Security Guard জন্য এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরী হয়ে গেলে প্রুফরিড করে নকবেন। আবেদক্নকারির সকল তথ্য ১০০% সঠিক কিনা,  প্রতিষ্ঠানের লেটারহেড, উর্দ্ধতন কর্মকর্তার স্বাক্ষর এবং প্রতিষ্ঠানের সীল মোহর যথাযথভাবে প্রদান করা হয়েছে কিনা, তা যাচাই করে দেখুন। অতপর একজন অপারেটরের কাছে ডেলিভারী করুন। সামান্য ভুল আপনার প্রতিষ্ঠানের সুনাম ব্যবহত করতে পারে । আর Security Guard  হতে পারেন প্রশ্নবিদ্ধ।

পিডিএফ মুডে সেভ : কুইক এক্সপেরিয়েন্স মেকার থেকে তৈরী জব এক্সপেরিয়েন্স লেটার আপনার প্রয়োজনে আপনি পিডিএফ মুডেও সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে পুরো ফরমটি ফিলাপ হয়ে গেলে প্রিন্ট অপশন ক্লিক করে প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন, হেডার ফুটার আনচেক এবং পিডিএফ অপশন সিলেক্ট করে প্রিন্ট দিন।

সাবধানতা : পিডিএফ মুডে সেভ করে রাখলে আপনি শুরু প্লেইন ডকুমেন্টটি পাবেন। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের লেটারহেড, কর্মকর্তার স্বাক্ষর আর প্রতিষ্ঠানের সীর মোহর সংযুক্ত থাকবেনা।

এক্সপেরিয়েন্স লেটার ডেলিভারি সিষ্টেম : একটি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট প্রতিষ্ঠানের লেটারহেড বা পেডে প্রিন্ট নিয়ে, উর্দ্ধতন কর্মকর্তার স্বাক্ষর, সীল প্রদান করে 100% বৈধ করে, তবেই একজন কর্মচারী বা আবেদনকারীকে প্রদান করতে হবে।

সিকিউরিটি গার্ড এক্সপেরিয়েন্স লেটার গুগল নিউজ এ শওকতবিডি

এক্সপেরিয়েন্স লেটার কি এবং কেন?

শওকতবিডি এক্সপেরিয়েন্স লেটার : বিভিন্ন পেশাজিবীর অভিজ্ঞতার সনদ তৈরীরওয়ান স্টপ সলিউশন Experience Letter Maker. সময় ও অর্থ বাঁচাতে এবং মানসম্মত এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লিখার দুশ্চিন্তা দুরিকরনে একটি সহজ ও দুর্দান্ত প্লাটফর্ম ।

উপকারিতা : আমি এটি ডিজাইন করেছি, যেন মিনিটেই আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের তৈরী করে দিতে পারেন একটি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। জেনারটরটি মান সম্মত ও প্রফেশনাল সকল ধরনের অভিজ্ঞতার সনদ তৈরীতে সহায়ক। ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ড্রাইভার, ইলেক্ট্রিশিয়ান, অফিস ম্যানেজার, শিক্ষক, যেই প্রফেশনের জন্যই হোক না কেনো,  এই জেনারেটর আপনাকে কার্যকরী এবং প্রয়োজনীয় টেমপ্লেট সরবরাহ করবে।

ব্যবহারে সহজ : এখানকার জেনারেটরগুলি ব্যবহার করা খুবই সহজ। এগুলো ব্যবহার করার জন্য আপনার কোনও পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই ৷ শুধু কম্পিউটার পরিচালনা জানা থাকলেই হলো। আপনাকে যা করতে হবে, তা হল আপনি যে ধরনের সার্টিফিকেট তৈরি করতে চান তা নির্বাচন করুন, প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং প্রিন্ট বোতামে চাপ দিন। ব্যাস হয়ে গেলো আপনার সার্টিফিকেট ।

জেনারেটরগুলি  আপনাকে মিনিটের মধ্যেই সার্টিফিকেট তৈরী  করবে যা আপনি সহজেই পিডিএফ মুডে ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন।

ওয়ারেন্টি আর গ্যারান্টি : আমার বিশ্বাস,  প্রতিটি সার্টিফিকেট ১০০% মানসস্মত এবং প্রফেশনাল। কেনোনা এই সার্টিফিকেটি দেশ ছেড়ে বিদেশ বহু নামী দামী বা জায়ান্ট কোনো প্রতিষ্টানে বিশাল ডিগ্রীধারী ভাষাবিদদের নজরেও পড়তে পারে, তা বিবেচনায় লেটার তৈরীতে আন্তরিকতার কোনো কমতি ছিলোনা।

মানসম্মত বা প্রফেশনাল : আমার তৈরি প্রতিটি চিঠি 100 মান সম্মত। আমি এটি বহু প্রফেশনালদের সাথে যোগাযোগ করে তারপরেই তৈরী করেছি। 

সাবস্ক্রিপশন ফি : একদম ফ্রি, নেই কোনো সাবস্ক্রিপশন ফি। যখন যে অবস্থাতেই আছেন মাত্র কয়েকটি ক্লিকেই তৈরী করতে পারেন একটি সার্টিফিকেট।

নো রেজিষ্ট্রেশন : এটি ব্যবহারে নেই কোনো রেজিষ্ট্রেশন করে লগ ইন করার ঝামেলা। আপনার পছন্দের জেনারেটর টি ক্লিক করে এগিয়ে যেতে পারেন ষ্টেপ বায় ষ্টেপ।

পরিশেষে : একটি সার্টিফিকেট তৈরীতে কেন লেখার সাথে লড়াই করে আপনার সময় এবং মাথার ব্রেন ক্ষয় করবেন ? যেখানে সহজেই এখান থেকে পেশাদার ও মানসম্মত সনদ তৈরী করতে পারেন।

ব্রাউজ করুন, জেনারেটর নির্বাচন করুন, ফরমটি ফিলাপ করে এগিয়ে যান সম্মুখে।

কন্ট্রিবিউটরের ভাষ্য : আমি এটি ডিজাইন করেছি যেনো, সহজে একটি এক্সপেরিয়ন্স সার্টিফিকেট তৈরি করা যায়। এটি তৈরিতে কোনো রকম এক্সপার্ট হবার প্রয়োজন নেই। কম্পিউটার পরিচালনা করতে পারেন এমন যে কেউই এই সার্টিফিকেট তৈরী করতে পারেন।  আশা করি টুলসটি আপনাদের ভালো লাগবে।

যদি বিন্দুমাত্র ও উপকৃত হোন, তাহলে শেয়ার করে অন্যকে ব্যবহার করার ব্যবস্থা করে দিন। সেটা হবে আপনার জন্য সাদাকায়ে জারিয়া।

আমার এই কষ্ট পরিশ্রম আরেক জনকে সাহায্য করার জন্য। এটি একটি সেবা মূলক সাইট। একে এগিয়ে নেয়ার জন্য আপনাদের সব ধরনের সাহায্য সহযোগিতা কামনা করছি।

আমার চাকুরির জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, ডকুমেন্টস তৈরির সমাধান কল্পেই এই প্রয়াস। সকল ধরনের ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন- এই প্রত্যাশায় ..

যে কোন পরামর্শ বা অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে – 01783989949 বা মেইল করতে পারে : showkatbd2022@gmail.com  এই আইডিতে। সব ধরনের পরামর্শ ও উপদেশ সাদরে গ্রহন করা হবে।

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের চিঠিপত্র তৈরির এক অপরিহার্য প্লাটফর্ম তৈরিতে সচেষ্ট। অনলাইনে চিঠিপত্র তৈরির সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Check Also

বিউটিশিয়ান এক্সপেরিয়েন্স লেটার | বাংলা

Print this article 🖨বিউটিশিয়ান এক্সপেরিয়েন্স লেটার হলো, একজন বিউটিশিয়ান নিয়ে একটি সেলুন বা বিউটি পার্লার …

Leave a Reply

Language »