Its a digital heaven for multi faceted blooging,
offering more than just words on a screen.

যেভাবে তৈরি করবেন ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

ইলেক্ট্রিশিয়ান এর অভিজ্ঞতা সার্টিফিকেট তৈরি করুন খুব সহজে এবং দ্রুত অনলাইনে। নিচের বাটনে ক্লিক করে প্রার্থীর প্রয়োজনীয় বিবরণ পূরণ করে কয়েক মিনিটেই তৈরি করুন অভিজ্ঞতা সনদ।

বিভিন্ন পেশার জন্য অভিজ্ঞতার প্রশংসাপত্র: শওকতবিডি এক্সপেরিয়েন্স বিভিন্ন পেশার জন্য অভিজ্ঞতার সনদ তৈরির একটি টুলস্। এখানে সব ধরনের অভিজ্ঞতার সার্টিফিকেট প্রস্তুতির ফর্ম দেওয়া আছে। পছন্দের ফর্মটি নির্বাচন করুন, কিছু প্রশ্নের উত্তর দিন  তৈরি হয়ে যাবে আপনার প্রশংসাপত্র।

যেভাবে তৈরি করবেন ইলেক্ট্রিশিয়ান এর অভিজ্ঞতা সনদ:

  • উপরে উল্লিখিত Make Letter বাটনে ক্লিক করুন।
  • একটি ফর্ম দৃশ্যমান হবে. ধাপে ধাপে প্রতিটি ঘর পূরণ করুন। কোন একটি মিস করবেন না। মনে রাখবেন, যদি একটি ঘরও বাদ পড়ে যায়, তাহলে আপনার পত্রটি সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে না।
  • PRINT বোতামে ক্লিক করলেই সার্টিফিকেট তৈরি হবে। প্রিন্ট করার আগে প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন এবং হেডার ফুটার নির্বাচন করুন। (প্রতিষ্ঠানের লেটারহেড পেপারের সাইজ জেনে প্রিন্ট করুন)।

সাটির্ফিকেট তৈরীতে যা ইনপুট করতে হবে:

প্রথম ধাপ:

  • অফিস প্রদত্ত একটি রেফারেন্স নম্বর,
  • সার্টিফিকেট প্রদানের তারিখ,
  • কোমপানির নাম,
  • ইলেকট্রিশিয়ানের নাম,
  • অভিভাবকের নাম,
  • ঠিকানা,
  • জাতীয়তা,
  • জাতীয়তা শনাক্তকরণ নম্বর, (পাসপোর্ট/আবাসিক কার্ড/জাতীয় পরিচয়পত্র – যে কোনো একটি),
  • ধর্ম,
  • প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ, যে সময়কাল বা তারিখ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে ছিলেন বা কর্মরত আছেন তা উল্লেখ করতে হবে,
  • যে কর্মকর্তার দ্বারা চিঠিটি পাল্টা স্বাক্ষর করতে হবে তার নাম এবং পদবী।

দ্বিতীয় ধাপ:

  • প্রতিষ্ঠানের লেটারহেড প্যাড/ অফিসিয়াল প্যাড,
  • চিঠিতে স্বাক্ষরকারী কর্তৃপক্ষের নাম ও পদবী।

প্রুফরিড: ইলেক্ট্রিশিয়ান এর অভিজ্ঞতা সার্টিফিকেট ইস্যু করার আগে অবশ্যই প্রুফরিড করে নিবেন।

ডেলিভারি সিস্টেম: আপনার অফিসের লেটারহেডে ইলেকট্রিশিয়ান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট প্রিন্ট করা আবশ্যক। প্রশংসাপত্রটি 100% বৈধ করতে অফিসিয়াল সিল ও সাইন বাধ্যতামূলক।

সচরাচর জিজ্ঞাস্য

প্র: অভিজ্ঞতা সনদের সুবিধা কী ?

উ. একটি অভিজ্ঞতার সনদ একজন টেকনিশিয়ান বা কর্মচারীকে আরও ভাল সুবিধা বা বেশী বেতন সহ একটি নতুন চাকরি পেতে সাহায্য করে৷

প্র: কিভাবে এবং কোথা থেকে অভিজ্ঞতার সনদ সংগ্রহ করবেন?

উ. আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেছেন বা এখনো কাজ করছেন সেই সংস্থার HR বিভাগ আপনাকে এই অভিজ্ঞতার সনদ প্রদান করবে। তবে আপনাকে অবশ্যই মৌখিক বা লিখিতভাবে অভিজ্ঞতা সনদের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

প্র. এই অভিজ্ঞতার প্রশংসাপত্র কি 100% মানসম্মত?

হ্যাঁ.

প্র. সনদ তৈরিতে এইচআর বিভাগ কি এই ফর্ম্যাটের উপর নির্ভর করতে পারে?

উ. হ্যাঁ. আমার জানামতে, দেশের কিছু বড় প্রতিষ্ঠান এখান থেকে অভিজ্ঞতার সনদ তৈরি করছে। আমি তাদের কাছ থেকে পরামর্শ এবং উন্নয়ন সংক্রান্ত বেশ কয়েকটি ই-মেইল ​​পেয়েছি।

প্র: ইলেকট্রিশিয়ানের কাজ কী?

উ. কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, বাসাবাড়ি এমন কোনো সেক্টর নেই যেখানে ইলেকট্রিশিয়ান নেই। একজন ইলেকট্রিশিয়ান সর্বত্র বিদ্যমান। বৈদ্যুতিক আলোর সুইচের সমস্যা, পরিবর্তনের জন্য একজন ইলেকট্রিশিয়ান প্রয়োজন, এসি লাইনের সমস্যা, সমাধানের জন্য ইলেকট্রিশিয়ান প্রয়োজন। জেনারেটর সাপোর্ট করছে না, ইলেকট্রিক লাইনের সমস্যা, ইলেকট্রিশিয়ান দরকার। সাধারণভাবে, একজন ইলেকট্রিশিয়ান আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একজন টেকনিশিয়ান।

ভালো থাকুন, সুস্থ থাকুন- এই আশায়। যেকোনো পরামর্শ বা অনুসন্ধানের জন্য এই নম্বরে যোগাযোগ করুন – 01783989949 বা মেইল ​​করুন: showkatbd2022@gmail.com  এই আইডিতে। সকল পরামর্শ সাদরে গ্রহন করা হবে।

অনুরোধঃ একটুও যদি উপকৃত হোন, শেয়ার করে অন্যদের ব্যবহার করার ব্যবস্থা করুন। এটি আপনার জন্য একটি সাদাকায়ে জারিয়া হবে।

এক্সপেরিয়েন্স মেকার একটি ফ্রি সার্ভিস সাইট। আমার এই কঠোর পরিশ্রম অন্যদের সাহায্য করা। এটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকল প্রকার সাহায্য ও সহযোগিতা কামনা করছি। কর্ম জীবনের অভিজ্ঞতা ব্যবহার করে নথি তৈরির সমস্যা সমাধানের একটি প্রচেষ্টা মাত্র। সব ধরনের অনিচ্ছাকৃত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

শওকতবিডি থেকে তৈরি সার্টিফিকেট এর নমূনা:

ইলেক্ট্রিশিয়ান এর অভিজ্ঞতা সার্টিফিকেট

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

Authorization Letter to collect Bank Statement

Authorization Letter to collect Bank Statement

Authorization Letter to collect Bank Statement হলো, ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহের অনুমোদনপত্র হল, অ্যাকাউন্টধারীর দ্বারা লিখিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!