Easy Salary Management : সকল ধরনের ছোট বড় ব্যবসা প্রতিষ্টানের বেতন ব্যবস্থাপনার স্মার্ট সমাধান নিয়ে এসেছে showkatbd.com. এক প্লাটফর্মেই আছে আপনার প্রতিষ্টানের ষ্টাফ পরিচালনার এক অনন্য এ্যাপ্লিকেশন। অনলাইনে ষ্টাফদের সেলারী শীট তৈরি, ষ্টাফদের বেতন ব্যাংকে ট্রান্সফার এবং ষ্টাফদের ইনকাম ট্যাক্স, ব্যাংক প্রুফের জন্য সেলারি ষ্ট্যাটমেন্ট। একদম ফ্রি! নেই লগিন, রেজিষ্ট্রেশনের বিড়ম্বনা।

Easy Salary Management
ব্যবসা প্রতিষ্টানের বেতন ব্যবস্থাপনার স্মার্ট সমাধান
নেই সময় নষ্ট করে ক্যালকুলেশন নিয়ে মাথা গরম করা, ব্যাংকের চিঠি তৈরিতে হাজার হাজার চিঠির ডেমো সার্চ করা, ষ্ট্যাটমেন্ট তৈরিতে মাথার ঘাম পায়ে ফেলা। যা কিছু করার আমিই করেছি। মাথা গরম করা, মাথার ঘাম পায়ে ফেলা – সব কিছু আমি করেছি। আপনি শুধু ক্লিক করবেন আর রিলাক্স করবেন। কয়েকটি মাত্র ক্লিকেই তৈরি হয়ে যাবে আপনার সব ধরনের চিঠিপত্র।
বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক দুনিয়ায় একটি প্রতিষ্ঠানের সাফল্যের বড় অংশ নির্ভর করে তাদের মানবসম্পদ (HR) ব্যবস্থাপনার ওপর। কর্মীদের সময়মতো সঠিক বেতন প্রদান, ষ্টাফদের প্রয়োজনে বিভিন্ন চিঠি প্রদান কেবল আইনি দায়িত্বই নয়, বরং এটি কর্মীদের সন্তুষ্টি, বিশ্বস্ততা এবং উৎপাদনশীলতার মূল চাবিকাঠিও বটে। এজন্যই এখন অধিকাংশ প্রতিষ্ঠান Salary Management Solution ব্যবহার করছে। যেখানে আছে আপনার প্রয়োজনিয় চিঠিপত্র তৈরির এ্যাপ্লিকেশন। যে কোন ডিভাইস থেকে যে কোন মুহুর্তে তৈরি হবে এসব চিঠিপত্র।
Easy Salary Management পরিচিতি:
.. Easy Salary Management কী?
Easy Salary Management হলো, বেতন ব্যবস্থাপনার জন্য কয়েকটি ফ্রি অনলাইন এ্যাপ্লিকেশনের কালেকশন। একটি ডিজিটাল বা সফটওয়্যার ভিত্তিক সিস্টেম, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন, ভাতা প্রদানে জন্য সেলারি শীট, ব্যাংকে বেতন ট্রান্সফারের জন্য ট্রান্সফার লেটার এবং ষ্টাফদের প্রয়োজনে সেলারি ষ্ট্যাটমেন্ট তৈরির সহজ সমাধান। যা একটি প্রতিষ্টানের এইচ আর বিভগা এবং এ্যাকাউন্টস বিভাগের কর্ম প্রবাহকে রাখে গতিশীল।
এটি মূলত একটি Payroll Management System, যা প্রতিষ্ঠানকে কাগজ-কলমের ঝামেলা থেকে মুক্ত করে একটি স্বয়ংক্রিয় (automated) প্ল্যাটফর্ম প্রদান করে।
.. কেন Easy Salary Management প্রয়োজন?
ফ্রিতে অনলাইন ব্যবহারযোগ্য এ্যাপ্লিকেশন:
- সেলারি শীট
- সেলারি ট্রান্ফার লেটার
- সেলারি ষ্ট্যাটমেন্ট তৈরি।
সেলারি শীট
এটি একেবারে ওয়েব-ভিত্তিক একটি সিস্টেম, অর্থাৎ কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না। মোবাইল, ট্যাব, বা কম্পিউটার – যেকোনো ডিভাইস থেকেই ব্যবহার করা যায়। সেলারি শীটে যা করতে পারেন অনায়াসেই:
- অটো ক্যালকুলেশন: ম্যানুয়ালভাবে বেতন হিসাব করতে সময় ও শ্রম বেশি লাগে।
- ভুল হওয়ার ঝুঁকি কম : ম্যানুয়ালভাবে বেতন হিসাব করতে ঝুঁকি বেশী থাকে।
- কর্মীদের আস্থা বাড়ায় : ম্যানুয়ালভাবে বেতন হিসাবে কর্মীদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা কঠিন হয়।
- প্রতিষ্ঠানের পেশাদারিত্ব বজায় রাখে।

Salary Sheet
সেলারি ট্রান্সফার লেটার
যার মাধ্যমে অনলাইনে একটি ফরম পূরণে সহজেই তৈরি করা যায় অফিসিয়াল সেলারি ট্রান্সফার রিকোয়েস্ট লেটার। নেই লগইন বা রেজিষ্ট্রেশনের বিড়ম্বনা।
- সেলারি ট্রান্সফার লেটার তৈরিতে সময় বাঁচায়,
- ভুল কমায়,
- অটো ক্যালকুলেশন,

Salary Transfer Letter
সেলারি ষ্ট্যাটমেন্ট বা সেলারি সার্টিফিকেট
”স্থানীয় বা ফরেন কারেন্সী” আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন মুদ্রার সেলারী সার্টিফিকেট তৈরিতে এই এ্যাপ্লিকেশন আপনার সহায়ক। এটি আপনার প্রতিষ্ঠানের এইচ আর ডির অফিস এ্যাসিসটেন্ট হিসেবে পাবেন আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে। পাবেন 100% মানসম্মত ডকুমেন্টস যা লিগ্যাল প্রফেশনাল দিয়ে প্রুফরিড।

Salary Statement
.. Easy Salary Management – এর মূল বৈশিষ্ট্য
Easy Salary Management সফটওয়্যারের বৈশিষ্ট্য:
- সফটওয়্যার ক্রয়ের প্রয়োজন নেই,
- ফ্রি,
- অনলাইন বেইজড,
- যে কোন ডিভাইজ থেকে এসব চিঠি তৈরি করা যায়,
- পিডিএফ মুডে সংরক্ষন,
- অনলাইন প্রিন্ট,
- ক্লিক সলিউশন।
FAQ
Q. এই সিস্টেমে কি মোবাইল থেকে প্রিন্ট করা যাবে?
A. হ্যাঁ, এটি সম্পূর্ণ ওয়েব-বেসড এবং যেকোনো ডিভাইস থেকে প্রিন্ট করা যাবে। তবে অবশ্যই ডিভািইসের সাথে প্রিন্টার সংযোগ থাকতে হবে।
Q. ইউজারের অফিশিয়াল ডাটা কি এই সাইটে সেভ হবে?
A. না, কোনো অফিশিয়াল ডাটা এই সাইটে সেভ হবে না। এটা সম্পূর্ন ওয়েব বেইজড সিষ্টেম। ডাটা সংরক্ষনের কোন ব্যবস্থা রাখা হয় নাই।
Q. এই এ্যাপ্লিকেশন যদি এতোই উন্নত মানের হয়, তাহলে পেইড ভার্সনের ব্যবস্থা নাই কেন?
A. সেবামূলক সাইট হিসেবে পরিচিতি লাভ করা।
Q. কর্মচারীর বেতন কি অটোমেটিক ক্যালকুলেট হবে?
A. হ্যাঁ, বেতন কাঠামো সেট করে দিলে অটোমেটিক ক্যালকুলেশন হবে।
.. পরিশেষে,
একটি প্রতিষ্ঠানের সঠিক বেতন ব্যবস্থাপনা শুধু আইনগত বাধ্যবাধকতাই নয়, বরং কর্মীদের সন্তুষ্টি, প্রোডাক্টিভিটি এবং প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ গড়ে তুলতে বড় ভূমিকা রাখে।
তাই, যারা এখনো ম্যানুয়াল বেতন ব্যবস্থাপনা ব্যবহার করছেন, তাদের জন্যেই সহজ এই Easy Salary Management. এটি কেবল হিসাব সহজ করবে না, বরং পুরো প্রতিষ্ঠানকে নিয়ে যাবে ডিজিটাল এইচআর ম্যানেজমেন্টের নতুন যুগে।
showkatbd.com বাংলাদেশের সাইট। প্রতিটি সেবা একদম ফ্রি। নেই লগইন ও রেজিষ্ট্রেশনের বিড়ম্বনা। ছোট বড় প্রতিষ্টানে সেবা প্রদানের উদ্দেশ্যেই এর পথচলা। এই সাইটে ডাটা ষ্টোরের কোন ব্যবস্থা নেই। আপনার প্রতিষ্টান পরিচালনায় প্রয়োজনিয় চিঠিপত্র তৈরিতে নিশ্চিন্তে নির্ভর করতে পারেন শওকতবিডির উপর।
ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি বিন্দু মাত্রও উপকৃত হয়ে থাকেন অন্যকে ব্যবহারে উৎসাহিত করুন, শেয়ার করুন।
আল্লাহ্ হাফেজ!
লেখক: মোহাম্মদ শওকত আকবার,
লেখক, এ্যাপ ডেভেলপার, কন্টেন্ট ক্রিয়েটর।
Email: showkatbd2022@gmail.com